Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই! বাড়িতে বসেই ভোটার কার্ড ট্রান্সফার, ফর্ম ৮ কীভাবে জমা দেবেন?

    2 weeks ago

    Voter Card Address how to submit Form 8 to transfer your voter ID card

    বাংলা হান্ট ডেস্ক: নির্বাচন কমিশন ভোটার তালিকার খসড়া প্রকাশ করার পরেই সাধারণ নাগরিকদের মধ্যে ভোটার কার্ড সংশোধন বা স্থানান্তরের জোর শুরু হয়ে গিয়েছে (Voter Card Address)। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে কর্মসূত্র বা বিয়ের কারণে এক স্থান থেকে অন্য স্থানে বাসস্থান পরিবর্তন করেছেন বহু মানুষ। কিন্তু ভোটার কার্ডে পুরনো ঠিকানাই রয়ে গিয়েছে এখনো। তবে চিন্তাধারার কারণ নেই, আপনাকে লাইনে দাঁড়িয়ে এই ঠিকানা ঠিক করাতে আর হবে না। কারণ বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে এই কাজটি আপনি করে ফেলতে পারবেন।

    ভোটার কার্ড ট্রান্সফার করতে ফর্ম ৮ কীভাবে জমা দেবেন? (Voter Card Address)

    ভোটার কার্ড এক বিধানসভা থেকে অন্য বিধানসভায় অথবা একই বিধানসভার মধ্যে এক গ্রাম থেকে অন্য গ্রামে স্থানান্তরিত করা প্রক্রিয়া এখন সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে করা সম্ভব। এর জন্য প্রয়োজন সঠিক নিয়ম জানা ও নির্দিষ্ট কিছু নথি হাতের সামনে রাখা (Voter Card Address)।

    Voter Card Address how to submit Form 8 to transfer your voter ID card

    আরও পড়ুন: মেট্রো উদ্বোধনের আনন্দে নাচ! ভোপালে চলন্ত ট্রেনেই নাচের ভিডিয়ো ভাইরাল

    এবার আপনি যদি ভোটের কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে আপনাকে নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টাল voters.gov.in ব্যবহার করতে হবে। এর জন্য পোর্টালে লগ-ইন করার পর আপনাকে ‘ফর্ম ৮’ (Form 8) বেছে নিতে হবে।

    তবে মনে রাখবেন, এই ফর্মটি ভোটার কার্ডের যাবতীয় সংশোধন এবং স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। লগ-ইন করার সময় নিজের মোবাইল নম্বর ব্যবহার করুন এবং ‘Self’ অপশনটি নির্বাচন করুন। যদি আপনি পরিবারের অন্য কোনো সদস্যের হয়ে আবেদন করেন, তবে ‘Other Elector’ অপশনটি বেছে নিয়ে তাদের এপিক (EPIC) নম্বর দিতে হবে। এরপর আবেদন করার সময় অনেকে বিভ্রান্ত হন যে তারা ‘Correction of Entries’ নাকি ‘Shifting of Residence’ অপশনটি বাছবেন। এই বিষয়টি ভালো করে জেনে নিন।

    Shifting of Residence: আপনি যদি একসাথে অন্য স্থানে পাকাপাকিভাবে চলে যান। তাহলে আপনার নাম, আপনার বাবার নাম ও জন্ম তারিখে কোন ভুল না থাকে তবে শুধুমাত্র ঠিকানা বদলের জন্য এই অপশনটি নির্বাচন করতে পারেন।

    Correction of Entries: বর্তমান ঠিকানা থেকেই যদি কার্ডের কোন তথ্য বা বানান ভুল থাকে তাহলে একমাত্র এই অপশনটি ব্যবহার করবেন। অন্যথা ঠিকানা পরিবর্তনের জন্য এটি প্রযোজ্য নয়।

    এছাড়াও বিয়ের পর ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে প্রথমে Shifting of Residence অপশনটি ব্যবহার করে শ্বশুরবাড়ির ঠিকানায় ভোটার কার্ড স্থানান্তরিত করুন। এরপর কার্ড ট্রান্সফার হয়ে যাওয়ার পর, পদবি পরিবর্তনের জন্য প্রয়োজন হলে পুনরায় ফর্ম ৮ পূরণ করে কারেকশন অপশনে গিয়ে নামের পরিবর্তন করতে হবে। এছাড়াও ঠিকানা পরিবর্তনের আবেদনের সময় আপনাকে প্রমাণ হিসেবে বেশ কিছু নথি আপলোড করতে হবে। নথি গুলো জেপিজি (JPG) ফরম্যাটে হতে হবে। পাশাপাশি ২ এমবি সাইজের মধ্যে হতে হবে।

    এছাড়াও নতুন ঠিকানার বিবরণ দিয়ে সঠিকভাবে নির্বাচন করার পর আপনার সম্পূর্ণ ঠিকানা ইংরেজিতে টাইপ করতে হবে। সিস্টেমে সেটাকে বাংলায় রূপান্তরিত করবেন। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সেটিকে বাংলায় রূপান্তর করবে। বানান ভুল থাকলে অন-স্ক্রিন কিবোর্ড ব্যবহার করে তা ঠিক করে নিন। এরপর আধার ই-সাইন প্রক্রিয়ার মাধ্যমে ওটিপি ভেরিফাই করে আবেদনটি জমা দিন। তারপর আবেদন জমা দেওয়ার পর একটি রেফারেন্স নম্বর পাবেন।  যা দিয়ে পরে স্ট্যাটাস চেক করা যাবে। সাধারণত বিএলও আপনার বাড়িতে এসে ভেরিফিকেশন করতে পারেন (Voter Card Address)।

    Click here to Read More
    Previous Article
    Jio-Airtel নাকি Vi? ISRO-র পাঠানো Bluebird Block-2 Satellite-এর মাধ্যমে কোন গ্রাহকেরা হবেন লাভবান?
    Next Article
    হোয়াটসঅ্যাপে অদৃশ্য স্ক্যাম, জানার আগেই হ্যাক হচ্ছে অ্যাকাউন্ট…

    Related Tech Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment