Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ২০২৬-এর শুরুতেই কোহলি ম্যাজিক! মেয়ের জন্মদিনে ব্যাট হাতে রেকর্ডের বন্যা বিরাটের

    14 ঘন্টা আগে

    Virat Kohli gave a stunning performance on his daughter's birthday.
    Virat Kohli gave a stunning performance on his daughter's birthday.

    বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) ২০২৬ সালের সূচনা করেছেন দারুণভাবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ODI-তে কোহলি বুঝিয়ে দিয়েছেন যে তিনি এখন দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। কোহলি রবিবারের ম্যাচে তাঁর ৭৭ তম ODI হাফ-সেঞ্চুরি করেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ১১ জানুয়ারি ২০২৫ দিনটি কোহলির জন্য অত্যন্ত স্পেশাল। কারণ, ওই দিন তাঁর মেয়ের জন্মদিন। আর ওই বিশেষ দিনটিতেই ৯৩ রানের দুরন্ত ইনিংস খেলে দুর্ধর্ষ রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ৭ রানের জন্য তাঁর সেঞ্চুরি মিস হলেও রেকর্ডের মাধ্যমে ক্রিকেট অনুরাগীদের মন জয় করেছেন কোহলি। শুধু তাই নয়, তিনি কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকার এবং কুমার সাঙ্গাকারার রেকর্ডও ভেঙে দিয়েছেন।

    মেয়ের জন্মদিনে বিরাট কোহলির (Virat Kohli) দুরন্ত পারফরম্যান্স:

    জানিয়ে রাখি যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই একদিনের ম্যাচটি বিরাট কোহলির জন্য নানা দিক থেকে স্পেশাল ছিল। প্রথমে, তিনি ২০২৬ সালটা দুর্দান্তভাবে শুরু করলেন। এদিকে, তাঁর মেয়ে ভামিকার পঞ্চম জন্মদিনে, তিনি ৯৩ রানের এক দুরন্ত ইনিংস খেলেন।

    এছাড়াও, আন্তর্জাতিক ক্রিকেটে ২৮,০০০ রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি। বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন কোহলি। এর আগে, ভারতীয় খেলোয়াড় সচিন তেন্ডুলকার এবং শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা এই কৃতিত্ব অর্জন করেছিলেন। যদিও, সচিন টেন্ডুলকারের বিশ্বরেকর্ড ভেঙে দ্রুততম ২৮,০০০ আন্তর্জাতিক রান পূর্ণ করা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছেন বিরাট কোহলি।

    আরও পড়ুন: BSNL-এর এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড কল! মেয়াদ ৩৬৫ দিন, দাম মাত্র এত টাকা

    সাঙ্গাকারাকে ছাড়িয়ে গেলেন কোহলি: ২৮,০০০ রানের মাইলফলক অর্জনের পাশাপাশি, বিরাট কোহলি ৯৩ রানের ইনিংসের মাধ্যমে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার আরেকটি বড় রেকর্ড ভেঙেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের পরে কোহলি এখন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছেন।

    আরও পড়ুন: সমুদ্রের তলদেশ দিয়ে আসবে বিদ্যুৎ! সৌদি-UAE-র সঙ্গে মেগা প্ল্যান ভারতের, জানলে হবেন ‘থ’

    জানিয়ে রাখি যে, সাঙ্গাকারা ৫৯৪ টি আন্তর্জাতিক ম্যাচে ২৮,০১৬ রান করেছিলেন। টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি এখন এই রেকর্ড ছাড়িয়ে গেছেন।

    Click here to Read More
    Previous Article
    Maynaguri-তে তৃণমূলের ভাঙন! Sukanta-র সভায় শিবম ও শশাঙ্ক বাসুনিয়া, দলবদল ৩০০ জনের
    Next Article
    স্বেচ্ছায় দান করতে চান ১০ একর জমি! পথকুকুরদের জন্য মানবতার নির্দশন মিকা সিং

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment