Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    যুক্ত ছিলেন কলকাতা পুলিশে, ইন্ডিয়ান আইডল বিজয়ী প্রশান্ত তামাং-এর মৃত্যুতে শোকপ্রকাশ মমতার

    21 ঘন্টা আগে

    বাংলাহান্ট ডেস্ক : বছরের শুরুতেই খারাপ খবর বিনোদুনিয়ায়। প্রয়াত অভিনেতা তথা ইন্ডিয়ান আইডল বিজয়ী প্রশান্ত তামাং (Prashant Tamang)। রবিবার সকাল নটা নাগাদ দিল্লির দ্বারকা এলাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অরুণাচল প্রদেশে একটি অনুষ্ঠান ছিল প্রশান্তের। ওই অনুষ্ঠান শেষে দিল্লিতে ফেরেন তিনি। সেখানেই এদিন আচমকা মৃত্যু হয় গায়কের। তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।

    হঠাৎ কীভাবে মৃত্যু হল প্রশান্ত তামাংয়ের (Prashant Tamang)

    জানা গিয়েছে, কোনও অসুস্থতা ছিল না প্রশান্তের। হঠাৎ করে কীভাবে ঘটে গেল এমন ঘটনা, তা ভেবে পাচ্ছেন না তাঁর পরিবারের সদস্যরাও। নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে উঠে যাচ্ছে প্রশ্ন।

     

    Mamata Banerjee expressed grief on prashant tamang

    শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: প্রশান্ত তামাংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লিখেছেন, ‘ইন্ডিয়ান আইডল খ্যাত জাতীয় স্তরে খ্যাত শিল্পী প্রশান্ত তামাং এর (Prashant Tamang) আকস্মিক এবং অকালমৃত্যুতে গভীর ভাবে শোকাহত। আমাদের দার্জিলিংয়ে ছিল তাঁর শিকড় এবং একসময় কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি বাংলার মানুষের কাছে বিশেষ প্রিয় ছিলেন। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল।’

    আরও পড়ুন : লাইনে দাঁড়ানোর দিন শেষ, বাড়িতে বসেই কাটা যাবে ট্রেনের টিকিট, নতুন অ্যাপ আনল রেল

    ইন্ডিয়ান আইডল জেতেন তিনি: ১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিংয়ে জন্ম হয় প্রশান্ত তামাং। কলকাতা পুলিশের কনস্টেবল ছিলেন তিনি একসময়। পরবর্তীতে ইন্ডিয়ান আইডল তৃতীয় সিজনে অংশ নেন প্রশান্ত। বিজয়ীও হন। পাশাপাশি অভিনয়ও করতেন তিনি। ‘পাতাললোক ২’ তে খলচরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন প্রশান্ত।

    আরও পড়ুন : এবারের T20 বিশ্বকাপে সৌরভ গাঙ্গুলির ফেভারিট দল কোনটি? টিম ইন্ডিয়ার প্রসঙ্গে করলেন ভবিষ্যদ্বাণী

    এক সাক্ষাৎকারে প্রশান্ত বলেছিলেন, কলকাতা পুলিশের এক সহকর্মীর কাছে বাংলা শিখতেন তিনি। চাকরি করার সময়েই তাঁর সহকর্মীরা গানে উৎসাহ দিতেন। ইন্ডিয়ান আইডলে অডিশন দিতে সুযোগও পেয়ে যান। নেপালে নিয়মিত ছবিতে অভিনয় করতেন তিনি। প্রশান্তের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে।

    Click here to Read More
    Previous Article
    I-PAC তল্লাশিতে নতুন মোড়, প্রতীক জৈনের বাড়ির সিকিউরিটি রেজিস্টার বাজেয়াপ্ত করল পুলিশ
    Next Article
    Suvendu Adhikari Live: I-PACকাণ্ডের প্রতিবাদে শুভেন্দুর নেতৃত্বে মিছিল বিজেপির | Bjp Live

    Related Entertainment Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment