Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ফের ব্যর্থ ISRO, কক্ষপথ ছোঁয়ার আগেই মহাকাশে হারিয়ে গেল কৃত্রিম উপগ্রহ ‘অন্বেষা’

    1 hour ago

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: যেটা হওয়ার ছিল না সেটাই হল। সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে দেশের গর্ব বাড়িয়ে সফলভাবে উৎক্ষেপণ হয় ভারতের কৃত্রিম উপগ্রহ অন্বেষার (ISRO PSLV-C62 Mission)। তবে শেষ রক্ষা হল না। উপগ্রহটি কক্ষপথ ছোঁয়ার বহু আগেই হারিয়ে গেল মহাশূন্যে। তাতে দিনের শুরুটা ব্যর্থতা দিয়েই হল দেশের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন বা ISRO র। বলাই বাহুল্য, মহাকাশে নজরদারি বাড়াতেই একসাথে গুনে গুনে 16টি স্যাটেলাইট পাঠিয়েছিল ISRO। তবে রিপোর্ট অনুযায়ী, প্রত্যেকটি উপগ্রহই মহাকাশে হারিয়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে।

    বড় কর্মকান্ডে ব্যর্থ ISRO

    সোমবার সকালে নির্ধারিত সময় 10 টা বেজে 27 মিনিটে প্রবল গর্জন করে আকাশের দিকে দৌড় লাগায় ভারতের কৃত্রিম উপগ্রহ অন্বেষা যার পোশাকি নাম ইওএস-এন1। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO র পিএসএলভি সি62 রকেটের পিঠে চেপে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেছিল 16টি উপগ্রহ। সব ঠিক থাকলে, কিছুদিনের মধ্যেই ইতিহাস গড়ে ফেলতো এই কৃত্রিম উপগ্রহ। কিন্তু তা হলো না।

    IANSLive.in এর এক রিপোর্ট অনুযায়ী, উপগ্রহগুলি ঠিকঠাক ভাবেই মহাকাশে পৌঁছছিল তবে সলিড বুস্টার বিচ্ছেদ নিখুঁতভাবে সম্পন্ন হলেও উৎক্ষেপণের প্রায় আট মিনিট পর তৃতীয় পর্যায়ে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সে কারণে থেমে যায় ওই কৃত্রিম উপগ্রহের গতি। বিশেষজ্ঞরা বলছেন, সি61 এর চেম্বারের প্রবল চাপ কমে যাওয়ার ঘটনায় ইওএস 09 ধ্বংস হয়ে গিয়েছিল। ইতিমধ্যেই কৃত্রিম উপগ্রহের ব্যর্থতা নিশ্চিত করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। এ নিয়ে সমাজমাধ্যমেও পোস্ট করেছে ISRO।

    এদিকে, নতুন বছরের শুরুতেই ভারতের মহাকাশ গবেষণা সংস্থার কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত মিশন এভাবে ব্যর্থ হওয়ায় প্রশ্ন উঠছে, গবেষণা সংস্থার ভূমিকা নিয়ে। বিশ্লেষক মহলের অনেকেই মনে করছেন, কৃত্রিম উপগ্রহগুলিকে মহাকাশে পাঠানোর জন্য পর্যাপ্ত প্রস্তুতিতে কিছুটা হলেও কমতি থেকে গিয়েছে। বছরের শুরুতেই এমন ব্যর্থতায় আগামীতে বাণিজ্যিক রাইডশেয়ারিং সমস্যায় পড়তে পারে। যা পরবর্তীতে ভারতের বেসরকারি মহাকাশ বাস্তুতন্ত্রের বৃদ্ধিতেও বিরূপ প্রভাব ফেলবে।

    অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ পাকিস্তানে আয়োজনের ইচ্ছে প্রকাশ PCB-র

    উল্লেখ্য, এর আগে গত বছরের মে মাসে পিএসএলভি-র একটি মহাকাশ অভিযানে বিঘ্ন ঘটে। সে মাসে ব্যর্থ হয়েছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থার বিশেষ অভিযান। ওই সময় ইওএস-09 কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর চেষ্টা করেছিল সংস্থাটি। সেই মতোই সফলভাবে হয়েছিল উৎক্ষেপণ। তবে সেবারেও যান্ত্রিক গোলযোগের কারণে মহাশূন্যে হারিয়ে যায় উপগ্রহগুলি। গত বছরের সেই ব্যর্থতা আজও ভুলতে পারেনি ISRO। তার উপর নতুন করে আঘাত হানল অন্বেষার অসফলতা।

    Click here to Read More
    Previous Article
    সপ্তাহের শুরুতে চওড়া হাসি মধ্যবিত্তের মুখে! মাঘ মাসের আগে কমল সোনার দাম, জানুন আজকের রেট
    Next Article
    রাজ্য সরকারি কর্মীদের পোয়া বারো! সামনেই পর পর ছুটি, খুশিতে ভাসছেন সকলে

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment