Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    উচ্চ মাধ্যমিকের মার্কশিটে ইউভি থ্রেড, জাল ঠেকাতে কড়া পদক্ষেপ শিক্ষা সংসদের

    7 hours ago

    WBCHSE added a 'UV thread' to the higher secondary mark sheets

    বাংলা হান্ট ডেস্ক: আর কয়েকটা দিন। তারপরেই শুরু হবে এই বছরের উচ্চমাধ্যমিক (WBCHSE)পরীক্ষা। প্রতিবছরের মতন এ বছরও উচ্চমাধ্যমিক পাশ করার পর মিলবে মার্কশিট। এবার সেই মার্কশিটে থাকবে একটি রুপোলী তার। খালি চোখে তা দেখা যাবে না। তবে আলোয় ধরলে ফুটে উঠবে ঠিক যেমন ফুটে উঠে ভারতীয় নোটে।

    উচ্চ মাধ্যমিকের মার্কশিটে ‘ইউভি থ্রেড’ যুক্ত করল শিক্ষা সংসদ (WBCHSE)

    এবার প্রশ্নপত্রের পর মার্কশিটেও থাকছে প্রযুক্তির ব্যবহার। কারণ এই প্রযুক্তির ওপর নির্ভর করে নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। কারণ কোনভাবে যাতে মার্কশিট আর জাল করা সম্ভব না হয় সেই কারণেই এই পদ্ধতির অবলম্বন করছে শিক্ষা সংসদ।

    WBCHSE added a 'UV thread' to the higher secondary mark sheets

    আরও পড়ুন: মিষ্টির স্বাদে ভেজাল! শীতের বাজারে ক্ষতিকারক নকল গুড়ের দাপট! আসল গুড় চিনবেন কীভাবে?

    সূত্রের খবর, চতুর্থ সেমিস্টারের পর যে মার্কশিট দেওয়া হবে সেখানেই এই ইউভি সিকিউরিটি থ্রেড কোড এর ব্যবস্থা থাকছে। এই ব্যবস্থা বর্তমানে রয়েছে ভারতীয় টাকা ও পাসপোর্টে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, “পরীক্ষা ব্যবস্থায় সব রকম জালিয়াতি রুখতে আমরা সদা সতর্ক। তৃতীয় সেমিস্টার থেকেই প্রশ্নপত্রে আমরা বিশেষ কোড ব্যবহার করছি। সমগ্র পরীক্ষা ব্যবস্থা আরও নিরাপদ করতেই নয়া পদ্ধতি আনা হচ্ছে।”

    এই ইউভি সিকিউরিটি থ্রেড মূলত একটি সরু চকচকে সুতো। যা ভারতীয় টাকায় আড়াআড়িভাবে বসানো থাকে। এই পাতের মধ্যে অতি বেগুনি রশ্মি ফেললে তারটি উজ্জ্বল হয়ে ওঠে। যার ফলে সহজেই বোঝা যায় কোনটি আসল ও কোনটি নকল টাকা। পাশাপাশি এই থ্রেডের সঙ্গে থাকবে একটি বিশেষ কোড মার্কশিটে।

    প্রসঙ্গত, সেপ্টেম্বরে আয়োজিত হয়েছিল উচ্চ মাধ্যমিকের (WBCHSE) তৃতীয় সেমিস্টার। সেখানে প্রশ্ন ফাঁস হওয়ার আটকাতে প্রশ্নপত্র উত্তরপত্রে বিশেষ কিউআর কোড ব্যবহার করেছিল সংসদ। যা খালি চোখে দেখা যায় না। এর ফলে সহজে নকল প্রশ্নপত্র চিহ্নিত করতে পারবেন বিশেষজ্ঞরা। সংসদের দাবি এর ফলে প্রশ্নপত্র নকল করার প্রবণতা কমেছে। আর এবার এই সতর্কতা জারি করা হচ্ছে মার্কশিটে। মনে করা হচ্ছে এর ফলে নকল মার্কশিট অথবা জাল মার্কশিট ব্যবহার অনেকটাই কমবে।

    Click here to Read More
    Previous Article
    পুরনো ৫০, ১০০ এর নোট বাতিল? নিতে চাইছে না অনেকেই! কী বলছে RBI?
    Next Article
    ব্যর্থতা দিয়ে নতুন বছর শুরু ISRO-র! লক্ষ্যভ্রষ্ট PSLV রকেট উৎক্ষেপণ, ঠিক কী ঘটেছে? মিলল আপডেট

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment