Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    BSNL-এর এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড কল! মেয়াদ ৩৬৫ দিন, দাম মাত্র এত টাকা

    14 ঘন্টা আগে

    3 GB data per day, unlimited calls in this plan of BSNL.
    3 GB data per day, unlimited calls in this plan of BSNL.

    বাংলা হান্ট ডেস্ক: BSNL গ্রাহকদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। সম্প্রতি, কোম্পানিটি এমন একটি দুর্দান্ত অফারের ঘোষণা করেছে যেখানে তারা মাত্র ১ টাকায় ৩০ দিনের মেয়াদ সহ ডেটা এবং কলিংয়ের সুবিধা প্রদান করছে। এদিকে, কোম্পানির একটি বার্ষিক রিচার্জ প্ল্যানও বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেই প্ল্যানটি সম্পর্কে BSNL সোশ্যাল মিডিয়ায় ঘোষণাও করেছে।

    BSNL-এর দুর্ধর্ষ প্ল্যান:

    ওই প্ল্যানে, কোম্পানি সাশ্রয়ী মূল্যে প্রতিদিন ৩ GB হাই-স্পিড ডেটা এবং ৩৬৫ দিনের মেয়াদ সহ আনলিমিটেড কলিং উপলব্ধ করেছে। BSNL দাবি করেছে যে, এই প্ল্যানটি সেইসব ব্যবহারকারীদের জন্য উপযুক্ত যাঁরা সারা বছর ধরে ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান এবং নিরবচ্ছিন্ন ডেটা এবং কলিং পরিষেবা উপভোগ করতে চান। বর্তমান প্রতিবেদনে এই প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

    BSNL-এর ২,৭৯৯ টাকার প্রিপেইড প্ল্যান: জানিয়ে রাখি যে, BSNL-এর এই বার্ষিক প্ল্যানটির দাম ২৭৯৯ টাকা। যা গ্রাহকদের প্রতিদিন ৩ GB হাই-স্পিড ডেটা উপলব্ধ করে। এই প্ল্যানে দেশ জুড়ে যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করা সম্ভব। এছাড়াও, ব্যবহারকারীরা এই প্ল্যানের মাধ্যমে প্রতিদিন ১০০ টি করে SMS পাঠাতে পারবেন।

    আরও পড়ুন: সমুদ্রের তলদেশ দিয়ে আসবে বিদ্যুৎ! সৌদি-UAE-র সঙ্গে মেগা প্ল্যান ভারতের, জানলে হবেন ‘থ’

    কোম্পানি জানিয়েছে যে, এই প্ল্যানটি বিশেষভাবে সেইসব ব্যবহারকারীদের জন্য ইতিবাচক হতে পারে যাঁরা প্রচুর ডেটা ব্যবহার করেন। এটি দীর্ঘ মেয়াদও প্রদান করে। যার অর্থ আপনাকে আপনার ডেটা লিমিট অতিক্রম করা বা ডেটা শেষ হয়ে যাওয়ার বিষয়ে চিন্তা করতে হবে না।

    আরও পড়ুন: এবার এই সংস্থা আনতে চলছে IPO! কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকারের সঙ্গে রয়েছে কানেকশন

    ইতিমধ্যেই BSNL এই প্ল্যানটিকে ‘Freeze the Price, Fuel the Year’ ট্যাগলাইনের মাধ্যমে প্রোমোট করছে। সংস্থাটি জানিয়েছে যে, বিশ্বজুড়ে টেলিকম সংস্থাগুলি যখন তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াচ্ছে, তখন BSNL তার গ্রাহকদের স্থিতিশীল এবং ভ্যালু-ফর-মানি রিচার্জ প্ল্যান উপলব্ধ করছে। এই প্ল্যানের মাধ্যমে, ব্যবহারকারীরা পুরো বছর ধরে একই দামে ডেটা, কলিং এবং মেসেজিংয়ের সুবিধা পাবেন।

    Click here to Read More
    Previous Article
    'কোন প্রার্থী জিতবে, কোন প্রার্থী দাঁড়াতে পারবে সেটা ঠিক করবে বাংলাপক্ষ': গর্গ চট্টোপাধ্যায়
    Next Article
    Maynaguri-তে তৃণমূলের ভাঙন! Sukanta-র সভায় শিবম ও শশাঙ্ক বাসুনিয়া, দলবদল ৩০০ জনের

    Related Tech Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment