Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    লঞ্চ হচ্ছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন iPhone Fold! জানুন দাম ও ডিজাইন

    1 day ago

    সৌভিক মুখার্জী, কলকাতা: অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন iPhone Fold নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে। আর লঞ্চের আগেই একের পর এক তথ্য ফাঁস হয়ে চলেছে। ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন রকম ফিচার্সের পর এবার সামনে আসলো দাম। সবমিলিয়ে বলা যায় আইফোনের ফোল্ড কিনতে চাইলে সাধারণ আইফোনের থেকে যে অনেক বেশি টাকা খরচ করতে হবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কী কী ফিচার্স রয়েছে?

    কত হতে পারে iPhone Fold এর দাম?

    ফুবন রিসার্চের বিশ্লেষক আর্থার লিয়াওয়ের দাবি অনুযায়ী, অ্যাপলের ফোল্ডেবল আইফোনের টপ ভেরিয়েন্টের দাম হতে পারে মোটামুটি 2399 মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে আনুমানিক 2.16 লক্ষ টাকা। যদিও অ্যাপল এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও রকম ঘোষণা করেনি। কিন্তু ধারাবাহিক তথ্য লিকের থেকে বোঝা যাচ্ছে যে ডিভাইসটি লঞ্চের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং এর দাম অনেকটাই বেশি হবে।

    আরও পড়ুন: পাকিস্তানের থেকে যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ! নজর রাখছে ভারতও

    হ্যাঁ, দামের দিক থেকে iPhone Fold বেশিরভাগ ফোল্ডেবল ফোনকেই ছাপিয়ে যেতে পারে। কারণ, যেখানে Samsung Galaxy Z Fold 7 ফোনটি ইন্দোনেশিয়ায় 16GB RAM ও 1TB স্টোরেজ ভেরিয়েন্টে মাত্র 1.7 লক্ষ টাকায় লঞ্চ হয়েছিল এবং Huawei Mate X6 ফোনটি মাত্র 70,000 টাকায় লঞ্চ হয়েছিল, সেই তুলনায় অ্যাপলের ফোল্ডেবল ফোন অনেকটাই ব্যয়বহুল। কিন্তু অ্যাপলের প্রতি ব্যবহারকারীদের আস্থার কথা মাথায় রাখলে প্রথম ফোল্ডেবল আইফোনের জন্য এই দাম অনেকের কাছে গ্রহণযোগ্য হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

    এ বিষয়ে বিশ্লেষকরা বলছে, iPhone Fold এর উচ্চমূল্যের মূল কারণ হলো এর প্রিমিয়াম হার্ডওয়্যার। কারণ, এই ফোনে অত্যাধুনিক মানের ফোল্ডেবল ডিসপ্লে, অত্যন্ত মজবুত এবং দীর্ঘস্থায়ী হিঞ্জ মেকানিজম থাকতে পারে। আর এই উন্নত উপাদানগুলি ফোনের ব্যবহার অভিজ্ঞতাকে যেমন বাড়াবে, ঠিক তেমনই উৎপাদন খরচও উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দিতে পারে।

    আরও পড়ুন: রাম মন্দিরের ১৫ কিমির মধ্যে নিষিদ্ধ আমিষ ও মদ, নির্দেশিকা অযোধ্যা প্রশাসনের

    কেমন হতে পারে ডিজাইন?

    ডিজাইনের ক্ষেত্রে iPhone Fold অনেকটাই Samsung Galaxy Z Fold সিরিজের মতো বুক স্টাইল ফোল্ডিং ডিজাইন নিয়ে আসতে পারে, যার মাঝখানটা ভাঁজ হবে। সূত্র মারফৎ খবর, অ্যাপলের এই ফোল্ডেবল আইফোনের প্রোটোটাইপ ইতিমধ্যেই ইঞ্জিনিয়ারিং ভ্যালিডেশন টেস্ট পর্যায়ে পৌঁছেছে। আর এটি গণ উৎপাদনের আগের গুরুত্বপূর্ণ ধাপ। তবে ফোল্ডেবল ফোনে সাধারণত দুটি স্ক্রিন থাকায় ব্যাটারি খুব দ্রুত খরচ হয়। তাই ব্যাটারির দিক থেকেও অ্যাপেল নজর কাড়তে পারে।

    Click here to Read More
    Previous Article
    'গোটা দেশ গেরুয়া হলেও বাংলা একা রুখবে' অভিষেক ব্যানার্জী
    Next Article
    রাত পোহালেই বদলে যাবে আবহাওয়া! দক্ষিণবঙ্গে হবে বড় বদল, আগাম আপডেট দিল হাওয়া অফিস

    Related Tech Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment