Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    Jio-Airtel নাকি Vi? ISRO-র পাঠানো Bluebird Block-2 Satellite-এর মাধ্যমে কোন গ্রাহকেরা হবেন লাভবান?

    2 সপ্তাহ আগে

    Which telecom customers will benefit from the Bluebird Block 2 Satellite?
    Which telecom customers will benefit from the Bluebird Block 2 Satellite?

    বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ISRO সফলভাবে AST স্পেসমোবাইলের ব্লুবার্ড ব্লক-২ উপগ্রহকে (Bluebird Block 2 Satellite) লো-আর্থ অরবিটে (LEO) স্থাপন করেছে। এর সুবিধা ভারতে জিও বা এয়ারটেল ব্যবহারকারীদের জন্য নয়, বরং ভিআই ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে। উল্লেখ্য যে,আজও, ভারতে এমন অনেক পাহাড়ি অঞ্চল, প্রত্যন্ত গ্রাম, বনাঞ্চল এবং সীমান্তবর্তী অঞ্চল রয়েছে যা ডিজিটাল জগৎ থেকে বিচ্ছিন্ন। AST স্পেসমোবাইলের ব্লুবার্ড ব্লক-২ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ভবিষ্যতে এই চিত্র বদলে যেতে পারে।

    AST স্পেসমোবাইলের ব্লুবার্ড ব্লক-২ স্যাটেলাইট (Bluebird Block-2 Satellite) লো-আর্থ অরবিটে (LEO) স্থাপন করা হয়েছে:

    ইটি টেলিকমের একটি রিপোর্ট অনুসারে, ভোডাফোন-আইডিয়া (Vi) ইতিমধ্যেই ভারতের সংযোগহীন এলাকায় মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য স্যাটেলাইট ব্রডব্যান্ড কোম্পানি AST স্পেসমোবাইলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে ভিআই ব্যবহারকারীরা সরাসরি টিএনএফডিটি ডিভাইসে স্যাটেলাইট ইন্টারনেটের সুবিধা পেতে পারবেন। এক্ষেত্রে স্টারলিঙ্কের মতো কোনও ডেডিকেটেড সেটআপ বা ডিশের প্রয়োজনও পড়বে না।

    ইসরো ব্লুবার্ড ব্লক-২ স্যাটেলাইটকে লো-আর্থ অরবিটে স্থাপন করেছে: জানিয়ে রাখি যে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) তার LVM3-M6 মিশনের অংশ হিসেবে AST স্পেসমোবাইলের ব্লুবার্ড ব্লক-২ স্যাটেলাইটকে সফলভাবে লোয়ার-আর্থ অরবিটে স্থাপন করেছে। এটি এখনও পর্যন্ত নির্মিত বৃহত্তম কমার্শিয়াল কমিউনিকেশন স্যাটেলাইট অ্যারে। যা প্রায় ২,৪০০ বর্গফুট জুড়ে বিস্তৃত। এই স্যাটেলাইটটি মহাকাশ থেকে সরাসরি ফোনে 4G এবং 5G নেটওয়ার্ক সরবরাহ করবে। এর ফলে ব্যবহারকারীদের আলাদা কোনও সরঞ্জাম (যেমন ডিশ) কিনতে বা সেট আপ করতে হবে না।

    আরও পড়ুন: ফার্মা সেক্টরে বাজিমাত চিনের! করে দেখাল এমন খেল… ভারতেও কমতে পারে ওষুধের দাম

    সম্পন্ন হয়েছে অংশীদারিত্ব: ভিআই এবং AST স্পেসমোবাইলের মধ্যে অংশীদারিত্ব সম্পর্কে, ভিআই-র সিইও অভিজিৎ কিশোর বলেন যে, এই অংশীদারিত্বের লক্ষ্য ডিজিটাল বৈষম্য দূর করা এবং লক্ষ লক্ষ মানুষকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করা, যাঁরা এখনও ইন্টারনেট সংযোগ থেকে বঞ্চিত। এই অংশীদারিত্বের অধীনে, AST স্পেসমোবাইল স্যাটেলাইট তৈরি এবং পরিচালনা করবে। অপরদিকে ভিআই ভারতে নেটওয়ার্ক ইন্টিগ্রেশন থেকে শুরু করে স্পেকট্রাম এবং মার্কেট অ্যাক্সেস পরিচালনা করবে। এই ২ টি কোম্পানির অংশীদারিত্ব ভিআই গ্রাহকদের জন্যও উপকারী হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হল, ২ টি কোম্পানি যৌথভাবে গ্রাহক, এন্টারপ্রাইজ এবং IoT-র মতো সেক্টরে জন্য নতুন পরিষেবা তৈরি করবে।

    আরও পড়ুন: জমিয়ে চলছে কেনাকাটা! এই দেশে ২০,০০০ কোটি টাকার কোম্পানি কিনলেন আদানি

    এর ফলে ভারত কী কী সুবিধা মিলবে: জানিয়ে রাখি যে, AST স্পেসমোবাইল ২০২৬ সালের শেষ নাগাদ ৪৫ থেকে ৬০ টি উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করেছে। প্রতি এক বা দুই মাস অন্তর অন্তর উৎক্ষেপণ করা হবে। যা ভারত জুড়ে, বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা জোরদার করবে। এছাড়াও এই পদক্ষেপ শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ডিজিটাল পরিষেবাগুলিকেও উপকৃত করবে। সামগ্রিকভাবে, এই উদ্যোগ ভারতকে স্যাটেলাইট-ভিত্তিক মোবাইল কানেক্টিভিটির এক নতুন অধ্যায় শুরু করবে।

    Click here to Read More
    Previous Article
    মা শব্দ কি সাম্প্রদায়িক? পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের তুলনা টেনে লগ্নজিতার পাশে মিঠুন
    Next Article
    লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই! বাড়িতে বসেই ভোটার কার্ড ট্রান্সফার, ফর্ম ৮ কীভাবে জমা দেবেন?

    Related Tech Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment