Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    Thar থেকে Scorpio, মিলছে ৪.৪৫ লক্ষ টাকা ছাড়! বিরাট ডিসকাউন্টের ঘোষণা Mahindra-র

    2 সপ্তাহ আগে

    Mahindra SUV Discount
    Mahindra SUV Discount

    সৌভিক মুখার্জী, কলকাতা: বছরের শেষে গাড়ি কিনতে চলেছেন? তাহলে আপনার জন্য রইল বিরাট সংবাদ। কারণ, মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা ডিসেম্বর মাসে তাদের জনপ্রিয় SUV মডেলগুলির উপর বিরাট ডিসকাউন্ট (Mahindra SUV Discount) ঘোষণা করল। হ্যাঁ, এই অফারে XUV700, Scorpio N, Thar Roxx থেকে শুরু করে XUV400 ইলেকট্রিক SUV গাড়িগুলিতে মিলছে 4.45 লক্ষ টাকা পর্যন্ত ছাড়। আর এই বিশেষ অফারগুলি আগামী 31 ডিসেম্বর পর্যন্তই থাকবে। কোন গাড়িতে কত ছাড় দেওয়া হচ্ছে? জানুন বিস্তারিত।

    কোন SUV-তে কত ছাড়?

    রিপোর্ট অনুযায়ী বিভিন্ন গাড়ির উপর উপর এবার বিভিন্ন রকম ছাড় দেওয়া হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল—

    • Mahindra XUV400 (Electric) গাড়িতে সবথেকে বেশি ছাড় দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই গাড়িতে 4,45,000 টাকা ছাড় মিলছে।
    • Mahindra XUV700 গাড়িতে মিলছে 1,55,600 টাকা পর্যন্ত ছাড়।
    • Mahindra Scorpio Classic গাড়িতে মিলছে 1,40,000 হাজার টাকা পর্যন্ত ছাড়।
    • Mahindra Thar Roxx গাড়িতে মিলছে 1,20,000 হাজার টাকা পর্যন্ত ছাড়।
    • Mahindra XUV 3XO গাড়িতে মিলছে 1,14,500 টাকা পর্যন্ত ছাড়।
    • Mahindra Scorpio N গাড়িতে মিলছে 85,600 টাকা পর্যন্ত ছাড়।

    তবে হ্যাঁ, ছাড়ের পরিমাণ গাড়ির ভেরিয়েন্ট, শহর আর ডিলারশিপ অনুযায়ী কিছুটা ভিন্ন ভিন্ন হতে পারে। এমনকি এই ইয়ার এন্ড বেনিফিট প্যাকেজের মধ্যে রয়েছে নগদ ছাড়, এক্সচেঞ্জ বোনাস, কর্পোরেট বেনিফিট, ইন্স্যুরেন্সের জন্য বিশেষ ছাড়। আর সব মিলিয়ে মোটা অংকের টাকা ছাড় পাওয়া যাবে তা বলার অপেক্ষা রাখে না।

    আরও পড়ুন: স্বামীকে হাতুড়ি দিয়ে মেরে গ্রাইন্ডারে দেহ টুকরো করে গঙ্গায় ভাসাল স্ত্রী ও তাঁর প্রেমিক!

    Mahindra XUV400 Electric SUV-তে সবথেকে বেশি ছাড়

    প্রসঙ্গত, এই ডিসকাউন্ট অফারের মধ্যে সবথেকে বড় ছাড় পাওয়া যাচ্ছে Mahindra XUV400 Electric SUV গাড়িতে। কারণ, এই ইলেকট্রিক গাড়িটিতে ডিসেম্বর মাসে 4.45 লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলছে যা মাহিন্দ্রার ইতিহাসে সবথেকে বেশি। অন্যদিকে তুলনামূলক ভাবে কম ছাড় পাওয়া যাচ্ছে Mahindra Scorpio N গাড়িতে। কারণ, সেখানে সর্বোচ্চ 85,600 টাকা পর্যন্ত ছাড় মিলছে। তাই যারা ডিসেম্বর মাসে মাহিন্দ্রার SUV কিনতে চলেছেন, তাদের জন্য এটি হতে পারে একেবারে সুবর্ণ সুযোগ।

    Click here to Read More
    Previous Article
    200MP ক্যামেরা, দারুণ পারফরমেন্স! ৬ জানুয়ারি লঞ্চ হচ্ছে Realme 16 Pro 5G সিরিজ
    Next Article
    মাত্র ৫ টাকাতেই 2GB ডেটা, আনলিমিটেড কলিং! জবরদস্ত প্ল্যান BSNL-র

    Related Tech Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment