Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    শক্তিশালী ক্যামেরা ও প্রসেসর, বাজারে আসছে Vivo X200T, জানুন দাম ও ফিচার্স

    1 hour ago

    সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, Vivo-র নতুন ফ্লাগশিপ স্মার্টফোন Vivo X200T ভারতের বাজারে এবার আনুষ্ঠানিকভাবে আসার খবর নিশ্চিত হয়েছে। আর এই ফোন লঞ্চের জন্য ফ্লিপকার্টের একটি ডেডিকেটেড মাইক্রোসাইট ইতিমধ্যেই চালু হয়েছে, যেখানে ডিভাইসের মেন ফিচার্সগুলি তুলে ধরা হয়েছে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবে জানা যাচ্ছে চলতি মাসেই তা বাজারে আসবে।

    অসাধারণ ডিজাইনে বাজারে আসছে Vivo X200T

    মাইক্রোসাইটে দেখা যাচ্ছে, Vivo X200T ফোনটিতে গোলাকার ক্যামেরা মডেল থাকবে, যার চারপাশের একটি ধাতব রিং দেওয়া থাকবে। আর ক্যামেরা মডিউলে স্পষ্টভাবে ZEISS ব্র্যান্ডিং দেখা যাচ্ছে, যা নির্দেশ করছে যে ফোনটিতে ZEISS অপটিকস T কোটিং সহ ক্যামেরা ব্যবহার করা হবে। এদিকে ক্যামেরার চারপাশে রয়েছে একটি গোলাপী টোন, যা ফোনটিকে আরও প্রিমিয়াম লুক দিয়েছে। আর মাইক্রোফাইটে জানানো হয়েছে, ফোনটি OriginOS এর উপর বেস করেই চলবে। যদিও আরও কিছু ফিচার্স আগামীদিনে কোম্পানি প্রকাশ করতে পারে।

    স্পেসিফিকেশন ও পারফরমেন্স

    লিক হওয়া তথ্য অনুযায়ী, Vivo X200T ফোনটিতে 6.67 ইঞ্চির একটি 1.5K AMOLED ডিসপ্লে থাকবে, যার রেজুলেশন 2800 × 1260 পিক্সেল। এমনকি পারফরমেন্সের জন্য এটিতে MediaTek Dimensity 9400+ চিপসেট ব্যবহার করা হবে এবং Android 16 অপারেটিং সিস্টেম থাকবে। এদিকে Vivo-র তরফ থেকে দাবি করা হয়েছে, ফোনটিতে পাঁচটি বড় অ্যান্ড্রয়েড আপডেট এবং 7 বছর নিরাপত্তা প্যাচ সাপোর্ট দেওয়া হবে, যা এটিকে আরও দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্য করে তুলছে।

    ক্যামেরা ও ব্যাটারি

    রিপোর্ট অনুযায়ী, ফোনটিতে একটি 50MP রিয়ার ক্যামেরা থাকবে, যেখানে Sony LYT-702 এর মেইন সেন্সর দেওয়া হবে। এমনকি Samsung JN1 সেন্সর এবং Sony LYT-600 পেরিস্কোপ লেন্স দেওয়া হতে পারে। আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 32MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। ব্যাটারির দিক থেকেও কোনও কম রাখছে না Vivo। কারণ, এই ফোনটিতে 6200mAh এর একটি শক্তিশালী ব্যাটারি দেওয়া হবে, যার সাথে 90W ওয়ায়ার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে। এদিকে এই ফোনটিতে Wi-Fi 7, Bluetooth 5.4 কানেক্টিভিটি, আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। পাশাপাশি IP68/IP69 রেটিংও দেওয়া হচ্ছে যা জল এবং তুলো থেকে প্রতিরোধ করবে।

    আরও পড়ুন: খুঁজে খুঁজে শত্রু ট্যাঙ্ক ধ্বংস করবে তৃতীয় প্রজন্মের মিসাইল! সফল পরীক্ষা DRDO-র

    দাম কত এই ফোনটির?

    বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, Vivo X200T ফোনটি ভারতে আনুমানিক 55 হাজার টাকা দামে লঞ্চ হতে পারে। আর এটি বাজারে প্রতিদ্বন্দ্বিতা করবে Xiaomi 15T, iQOO Neo 11 এবং Realme GT 8 মডেলগুলির সঙ্গে। এক কথায়, প্রিমিয়াম ক্যামেরা, দ্রুত চার্জিং আর শক্তিশালী পারফরমেন্সের সন্ধানে থাকা গ্রাহকদের জন্য Vivo X200T ফোনটি হতে পারে একেবারে আকর্ষণীয় বিকল্প।

    Click here to Read More
    Previous Article
    বরফের নিচে লুকোনো ১.১ ট্রিলিয়ন ডলার! আমেরিকার নেক্সট টার্গেট এই ৪ দেশ | Donald Trump Game Plan
    Next Article
    বাজেটের পর আয়ের সুযোগ দিতে পারে রেলের এই ৪ স্টক

    Related Tech Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment