Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    “পেঁয়াজের সাইজ ছোট হলে মমতা দায়ী”: অভিষেক বন্দ্যোপাধ্যায়

    2 hours ago

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: I PAC এর অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দেওয়ার পর থেকেই গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস। ইডির হঠাৎ তল্লাশি অভিযানের বিরুদ্ধে কিছুদিন আগেই নেতাকর্মী থেকে শুরু করে সাংসদ বিধায়কদের নিয়ে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার সোমবার ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ কনক্লেভে I PAC- ইডি বিতর্কে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিশানা করতে ভুললেন না বিজেপিকেও।

    ED র ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক

    আজ I PAC ইডি বিতর্কে মুখ খুলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অভিষেককে বলতে শোনা যায়, “I PAC এর তিন জন ডাইরেক্টর রয়েছেন। তাদের মধ্যে একজন থাকেন দিল্লিতে, একজন রয়েছেন তামিলনাড়ুতে এবং একজন বাংলায়। তাই চেন্নাই, দিল্লি এবং কলকাতায় I PAC এর অফিস রয়েছে। তাহলে শুধুমাত্র কলকাতার অফিসেই কেন রেড করা হল? বাকি গুলোতে কেন নয়?”

    এদিন অভিষেক সরাসরি অভিযোগ করেন, “এর আগে আমার চার বছরের ছেলে, 9 বছরের মেয়েকে এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছিল। ইডি যখনই ডেকেছে তখনই গিয়েছি। কী ভেবেছেন? ভয় পাব? আমাদের ধমক চমকে লাভ হবে না।” এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক খুব পরিষ্কারভাবে জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে I PAC এর অফিসে রেড করতে নয় বরং তথ্য চুরি করতে পাঠানো হয়েছিল। তাই চেন্নাই, দিল্লির অফিস ছেড়ে কলকাতাতেই ছুটে এসেছিলেন তারা।

    বিজেপিকে নিশানা অভিষেকের

    এদিন তৃণমূল কংগ্রেসের কর্মী তথা সৈনিকদের ভারতের তিন বাহিনী অর্থাৎ বায়ুসেনা, নৌসেনা এবং স্থলসেনার সাথে তুলনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “দেশের জন্য তিন বাহিনী যেমন একজোট হয়ে লড়াই করে সাফল্য এনেছে, তেমনই তৃণমূলের এই তিন বাহিনী একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে।” এদিন নির্বাচনের আগে তৃণমূলের লড়াই কতটা সহজ তা বোঝানোর পাশাপাশি বিজেপিকেও এক হাত নেন তৃণমূল সাংসদ।

    অবশ্যই পড়ুন: খুঁজে খুঁজে শত্রু ট্যাঙ্ক ধ্বংস করবে তৃতীয় প্রজন্মের মিসাইল! সফল পরীক্ষা DRDO-র

    অভিষেক বলেন, “আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না। আমাদের একটু ফাঁক থাকলেই বিজেপি মানুষকে ভুল বোঝাবে। আগে সংবাদমাধ্যম ছিল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এখন সেই গণমাধ্যমের প্রতিনিধিরা বিজেপির মিছিলে হাঁটছে। বিজেপি যা দেখাতে চাইবে সেটাই সংবাদমাধ্যম দেখাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে এত উন্নয়ন করছেন সেসব সংবাদমাধ্যম দেখায় না।

    এরপরই বিজেপিকে নিশানায় রেখে অভিষেক বলেন, “বরফ গলে জল হলে মমতা দায়ী, আকাশে মেঘ করলে মমতা দায়ী, পেঁয়াজের সাইজ ছোট হলে মমতা দায়ী, হঠাৎ বৃষ্টি হল কেন মমতা দায়ী, ঠান্ডা গরম বাড়লে মমতা দায়ী।” বিরোধীরা সব ক্ষেত্রেই অকারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে দোষ ঠেলে দেন, সে কথা এদিন পরিষ্কারভাবে বুঝিয়েই অভিষেক বললেন, “এবার থেকে আর সংবাদমাধ্যম নয়, সমাজ মাধ্যমে ডিজিটাল প্রচার চলবে। আমাদের সাফল্য, আমাদের কাজ যদি সংবাদমাধ্যম নাও দেখায়, ডিজিটাল যোদ্ধারা দেখাবে…”

    Click here to Read More
    Previous Article
    বাংলার মানুষের কি কোন আত্মসম্মান থাকবে না, এই হিউমিলিয়েশনের দাম কে দেবে : সায়ন ব্যানার্জি
    Next Article
    বয়কট দূর ছাই, ভারতের সাথে আরামসে চলছে ব্যবসা! জানালেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment