Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ব্যবহার করেন না স্মার্টফোন ও ইন্টারনেট, কীভাবে মানুষের সাথে যোগাযোগ রাখেন অজিত ডোভাল?

    2 hours ago

    সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে স্মার্টফোন আর ইন্টারনেট ছাড়া একটা দিন কল্পনা করাও যেন কঠিন। তবে সেই স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার না করেই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। এমনই মন্তব্য করেছেন তিনি। রবিবার বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়লগ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি নিজেই জানিয়েছেন এ কথা।

    অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে অজিত ডোভাল বলেছেন, তিনি সাধারণত অফিসিয়াল যোগাযোগের জন্য মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার করেন না। ব্যক্তিগত প্রয়োজনে মাঝেমধ্যে ব্যবহার করলেও দৈনন্দিন সরকারি কাজকর্মে তিনি বিকল্প পদ্ধতি ব্যবহার করেন। তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের অজানা এমন কিছু যোগাযোগের মাধ্যম রয়েছে, যেগুলি এখনও পর্যন্ত কার্যকর। শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে বা বিদেশে কারও সঙ্গে যোগাযোগ করতে চাইলেই ফোন বা ইন্টারনেট ব্যবহার করেন তিনি।

    তরুণদের সামনেই জানালেন নিজের অভিজ্ঞতার কথা

    প্রসঙ্গত, ওই অনুষ্ঠানে প্রায় ৩০০০ তরুণ প্রতিনিধি উপস্থিত ছিলেন। আর তাঁদের সামনে নিজের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ডোভাল বলেছেন, ভারতের শক্তিশালী হওয়া শুধুমাত্র সীমান্ত সুরক্ষার মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকবে না। অর্থনীতি, সমাজ, প্রযুক্তি সব ক্ষেত্রেই দেশকে আত্মনির্ভরশীল হতে হবে। তিনি বলেছেন, আমি স্বাধীন ভারতের নাগরিক হতে পেরেছি অনেক মানুষের ত্যাগের কারণেই। সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ভগৎ সিং-এর মতো মানুষরা নিজেদের জীবন উৎসর্গ করেই আমাদেরকে স্বাধীন করেছেন।

    তিনি আরও বলেন, ইতিহাসের ক্ষত থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই আসল লক্ষ্য। প্রতিশোধ শব্দটা সবসময় নেতিবাচক নয়, বরং তাকে দেশ গঠনের শক্তি হিসেবে কাজ করাতে হয়। আমাদের ইতিহাসের ভুলগুলির জবাব দিতে হবে। এমনকি তরুণদের উদ্দেশ্যে নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে ডোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদাহরণ টেনে এনেছেন। নেপোলিয়নের একটি উক্তি তুলে ধরে তিনি বলেন, এক হাজার সিংহের নেতৃত্বে একটি ভেড়ার থেকে একটি সিংহের নেতৃত্বে এক হাজার ভেড়া বেশি শক্তিশালী হয়।

    আরও পড়ুন: সরকারি কর্মীদের ৩% ডিএ বাড়াল রাজ্য সরকার

    অফিসিয়াল কোনও অ্যাকাউন্ট নেই অজিত ডোভালের

    এদিকে গত বছর অজিত ডোভালের নামে একটি ফেসবুক পোস্ট নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। আর সেখানে দাবি করা হচ্ছিল যে, পাকিস্তান থেকে বড় ধরনের হামলা হতে পারে, সেই কারণে তিনি মানুষকে সতর্ক করছেন। তবে পিআইবি পরিষ্কারভাবে জানিয়েছে যে, অজিত ডোভালের কোনওরকম অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট নেই। তাঁর নাম এবং ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এই সমস্ত বিবৃতি ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা। তিনি স্মার্টফোন ও ইন্টারনেটের সংস্পর্শেই থাকেন না।

    Click here to Read More
    Previous Article
    নিরাপত্তাবিধান না করে SIR যেভাবে চালু করেছিল আমি মনে করি সেটা আনরিয়ালিস্টিক: বিশ্বনাথ চক্রবর্তী
    Next Article
    MBBS-এর পর UPSC-র প্রস্তুতি! ৩৫ র‍্যাঙ্ক করেও হননি IAS, চমকে দেবে শ্রেয়াকের কাহিনি

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment