Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার দাপট শেষ! আসছে কম ভাড়ায় নতুন উড়ান সংস্থা AlHind Air

    1 সপ্তাহ আগে

    সৌভিক মুখার্জী, কলকাতা: বন্ধ হবে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার একচেটিয়া আধিপত্য। ভারতের বিমান পরিবহন ক্ষেত্রে শীঘ্রই যোগ হতে চলেছে নতুন এক নাম AlHind Air। জানা যাচ্ছে, কেরালা ভিত্তিক নতুন এয়ারলাইন্স ইতিমধ্যেই কেন্দ্র সরকারের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেয়েছে। অর্থাৎ, উড়ান শুরু করার জন্য সবুজ সংকেত মিলেছে। আর পরিকল্পনামাফিক ২০২৬ সালের শুরুতেই যাত্রা শুরু করবে AlHind Air।

    দুই সংস্থার দখলে এখন দেশের আকাশ

    বলে রাখি, বর্তমানে ভারতের ঘরোয়া বিমান বাজার কার্যত দুটি সংস্থার দখলেই রয়েছে। প্রথমে রয়েছে ইন্ডিগো, যারা বাজারে ৬০% এর বেশি দখল করে রেখেছে। আর দ্বিতীয় হল এয়ার ইন্ডিয়া, যারা প্রায় ৩০ শতাংশ দখল করে রেখেছে। অর্থাৎ, সর্বমোট ৯০ শতাংশ বাজার নিয়ন্ত্রণ করছে এই দুটি এয়ারলাইন্স। আর এমন পরিস্থিতিতে AlHind AirAlHind Air এর প্রবেশ প্রতিযোগিতার সমীকরণে নতুন কোনও মোড় আনতে পারে বলেই মত প্রকাশ করছে বিশেষজ্ঞরা।

    আরও পড়ুন: ১৮ বছর পর বর্ষবরণে রেকর্ড ঠান্ডা! দক্ষিণবঙ্গে কবে থেকে কমবে শীত? মিলল আভাস

    বলে রাখি, AlHind Air এর সদর দফতর থাকবে কেরালাতে। আর কোচি আন্তর্জাতিক বিমানবন্দর হবে তাদের প্রধান হাব। সংস্থাটির মূল লক্ষ্য হল দক্ষিণ ভারতের শহরগুলোকে আরও ভালোভাবে যুক্ত করে তোলা। বিশেষ করে টিয়ার ২ এবং টিয়ার ৩ শহরগুলোতে বিমান পরিষেবা পৌঁছে দেওয়া তাদেড় আসল উদ্দেশ্য। এদিকে জানা যাচ্ছে, AlHind Air শুরুতেই ব্যবহার করবে ATR 72-600 টার্বোপ্রপ বিমান। আর এই বিমান বেছে নেওয়ার মূল কারণ হল- স্বল্প দূরত্বের যাত্রার জন্য এটি আদর্শ এবং ছোট রানওয়ে থাকলেও সহজে ওঠানামা করা যায়। এমনকি জ্বালানির খরচ অনেকটাই কম হবে। ফলে অপারেটিং ব্যয় কমবে।

    নজর গালফ দেশগুলিতে

    প্রথমে ডোমেস্টিক ফ্লাইট হিসেবে যাত্রা শুরু করবে এই বিমান সংস্থা। কিন্তু ঘরোয়া উড়ানের পর আন্তর্জাতিক ক্ষেত্রেও বড়সড় পরিকল্পনা রয়েছে তাদের। তাদের প্রথম পর্যায়ে লক্ষ্য সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, কাতার, ওমান কুয়েতের মতো গালফ দেশগুলি। আর কেরালার সঙ্গে এই দেশগুলির শক্তিশালী যোগাযোগও রয়েছে। পাশাপাশি Al Hind Group-এর মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উপস্থিতি এই সম্প্রসারণকে আরও সহজ করবো বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন: IPL খেলা হচ্ছে না বাংলাদেশি মুস্তাফিজুর রহমানের? জানাল BCCI

    এদিকে বেশ কয়েকটি সূত্র অনুযায়ী খবর, AlHind Air এর প্রোমোটার হল Al Hind Group আর বর্তমানে সংস্থার নেতৃত্বে রয়েছে টি. মোহাম্মদ হারিস এবং পি. ভি. ভালসারাজ। এই গ্রুপ গত ৩০ বছরের বেশি সময় ধরে ট্রাভেল এবং ট্যুরিজম ব্যবসার সঙ্গে যুক্ত। বিশেষ করে হজ এবং উমরাহ পরিষেবা, আন্তর্জাতিক টিকিটিং এবং ভিসা সহায়তায় তাদের জুড়িমেলা ভার। আর এই অভিজ্ঞতা নতুন এয়ারলাইন্সের যাত্রীরা উপভোগ করতে পারবে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপারের টাইমটেবিল দিল রেল, জানুন ভাড়া এবং রুট
    Next Article
    রাতারাতি ঘুরে যাবে আবহাওয়ার ‘খেলা’! দক্ষিণবঙ্গ নিয়ে এবার অন্য আপডেট হাওয়া অফিসের

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment