Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপারের টাইমটেবিল দিল রেল, জানুন ভাড়া এবং রুট

    1 সপ্তাহ আগে

    সৌভিক মুখার্জী, কলকাতা: পূর্ব রেলের যাত্রীদের জন্য বিরাট সুখবর। অবশেষে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হওয়ার দিনক্ষণ, রুট এবং টাইমটেবিল প্রকাশিত হল। হ্যাঁ, খুব শীঘ্রই হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেন (Howrah Kamakhya Vande Bharat Sleeper) চালু হতে চলেছে। আর এই অত্যাধুনিক ট্রেন চালু হলে পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের মধ্যে রাতের যাত্রা হবে আরও দ্রুত এবং আরামবায়ক। জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনটি BHEL এবং ICF প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। আর ট্রেনটি মোট ১৬টি কোচ নিয়েই চলবে।

    কবে উদ্বোধন হবে বন্দে ভারত স্লিপার?

    রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন, আগামী ১৭ থেকে ১৮ দিনের মধ্যেই এই ট্রেন পরিষেবার সূচনা হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন।

    হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারের রুট

    জানা যাচ্ছে, এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি হাওড়া থেকে গুয়াহাটির কামাখ্যার মধ্যে চলবে। যা হাওড়া ডিভিশনের ব্যান্ডেল কাটোয়া হয়ে ফারাক্কা-মালদা হয়ে নিউ জলপাইগুড়ি হয়ে গন্তব্যে পৌঁছবে। এই রুটে মোট দুটি রেক চলবে। জানা যাচ্ছে, ট্রেনটির রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্ব থাকবে পূর্ব রেলের হাতে।

    আরও পড়ুনঃ ২০২৬-এ ঠাঁসা কর্মসূচি শুভমনদের, নতুন বছরে কবে কবে মাঠে নামবে টিম ইন্ডিয়া? দেখুন

    কোন কোন রুটে থামবে ট্রেনটি?

    বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, হাওড়া থেকে গুয়াহাটি যাওয়ার পথে ট্রেনটি মোট আটটি স্টেশনে থামবে। আর সেগুলি হল ব্যান্ডেল, কাটোয়া, নিউ ফারাক্কা, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ বঙাইগাঁও এবং গুয়াহাটির কামাখ্যা।

    টাইম টেবিল কী রয়েছে?

    রেলের সূত্র মারফত জানা গিয়েছে, প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা ৭ টায় কামাখ্যা ছেড়ে পরের দিন সকাল ৯:৩০ মিনিটে হাওড়ায় পৌঁছবে, এবং এর মধ্যে ৯৬৬ কিলোমিটার যাত্রা সম্পন্ন করবে মোট ১৪ ঘন্টা ৩০ মিনিটে। অন্যদিকে হাওড়া থেকে ট্রেনটি সন্ধ্যা ৬ টায় ছেড়ে পরের দিন সকাল ৮:৩০ মিনিটে কামাখ্যায় পৌঁছবে।

    আরও পড়ুনঃ ১৮ বছর পর বর্ষবরণে রেকর্ড ঠান্ডা! দক্ষিণবঙ্গে কবে থেকে কমবে শীত? মিলল আভাস

    হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারের ভাড়া কত?

    হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকবে তিনটি এসি ক্লাস। থার্ড এসিতে ভাড়া পড়বে মাথাপিছু ২৩০০ টাকা, সেকেন্ড এসিতে ভাড়া পড়বে মাথাপিছু ৩০০০ টাকা এবং ফার্স্ট এসিতে ভাড়া পড়বে ৩৬০০ টাকা। রেলের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই ট্রেনে কোনও ডায়নামিক ফেয়ার থাকবে না এবং খাবারের দাম ভাড়ার মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে।

    Click here to Read More
    Previous Article
    ইলিশে সর্ষের ঝাঁজ না তেতো স্বাদ? সর্ষে বাটার সময় এই ভুলগুলো করলে মাটি হবে রান্না
    Next Article
    ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার দাপট শেষ! আসছে কম ভাড়ায় নতুন উড়ান সংস্থা AlHind Air

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment