Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    যুক্ত হচ্ছে বেলঘড়িয়া-কল্যাণী, এক সেতুতেই মিলছে দুই এক্সপ্রেসওয়ে, স্বস্তির খবর দিল নবান্ন

    1 week ago

    Kalyani-Belgharia Expressway Link Nears Opening
    Kalyani-Belgharia Expressway Link Nears Opening

    বাংলা হান্ট ডেস্কঃ উত্তর শহরতলির মানুষের জন্য বড় স্বস্তির খবর। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এবং কল্যাণী এক্সপ্রেসওয়েকে যুক্ত করার যে সেতু (Kalyani-Belgharia Expressway) তৈরি হচ্ছে, তার কাজ প্রায় শেষ। রাজ্য সরকার চাইছে, সব আইনি জট এড়িয়ে আগামী এক মাসের মধ্যেই এই সেতু গাড়ি চলাচলের জন্য খুলে দিতে।

    এই সেতু (Kalyani-Belgharia Expressway) তৈরি করার উদ্দেশ্য কী?

    এই সংযোগকারী সেতু (Kalyani Belgharia Expressway) চালু হলে উত্তর শহরতলিতে যানজট অনেকটাই কমবে। একই সঙ্গে দুই এক্সপ্রেসওয়ের মধ্যে যাতায়াত হবে আরও দ্রুত ও মসৃণ। শুরুতে ঠিক ছিল আপ ও ডাউনের জন্য দু’টি আলাদা সেতু তৈরি হবে। কিন্তু দু’টি গৃহস্থ পরিবার তাদের পৈতৃক জমি ছাড়তে রাজি না হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। সেই জমি না পাওয়ায় দ্বিতীয় সেতুর কাজ বন্ধ রয়েছে। বিষয়টি এখন হাই কোর্টে মামলা হিসেবে চলছে। ফলে কবে দ্বিতীয় সেতু তৈরি হবে, তা এখনও অনিশ্চিত।

    এই অবস্থায় রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, আপাতত একটি সেতু (Kalyani-Belgharia Expressway) দিয়েই দু’দিকের গাড়ি চলাচল চালু করা হবে। এই সেতুর প্রস্থ ১১ মিটার, তাই একই সঙ্গে দুই দিকের গাড়ি চলাচলে বিশেষ অসুবিধা হবে না বলে প্রশাসনের দাবি। তবে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েকে পুরোপুরি যানজটমুক্ত করতে এখনও কিছুটা সময় লাগবে। প্রশাসনের মতে, আরও প্রায় ছ’মাস সময় লাগতে পারে। কারণ দুই এক্সপ্রেসওয়ের সংযোগস্থলে যাতে গাড়ির জট না হয়, সেই জন্য বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপরই দক্ষিণেশ্বর ও বিমানবন্দরমুখী যান চলাচলের জন্য দু’টি আলাদা ফ্লাইওভার তৈরি করা হচ্ছে। এই দুই ফ্লাইওভারের কাজ জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা। কাজ শেষ হলেই ফ্লাইওভার দু’টি খুলে দেওয়া হবে।

    নবান্ন সূত্রে জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসেই বেলঘরিয়া ও কল্যাণী এক্সপ্রেসওয়ের মধ্যে সংযোগকারী সেতুটি (Kalyani-Belgharia Expressway) খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেতু থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দূরত্ব রাখা হয়েছে প্রায় ১০০ মিটার। এর ফলে সেতু থেকে নামা গাড়ি সরাসরি এক্সপ্রেসওয়েতে উঠে পড়বে না এবং যানজটের সম্ভাবনাও কমবে। জানা গিয়েছে, নতুন সেতুর দ্বিতীয় অংশের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সার্ভিস রোড ব্যবহার করা হবে।

    Kalyani–Belgharia Expressway Link Nears Opening

    আরও পড়ুনঃ বেতন বৈষম্যে ক্ষোভ! নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে সমতা ফেরানোর দাবি নিয়ে গেলেন WBRS অফিসাররা

    এক রাজ্য সরকারি আধিকারিক জানিয়েছেন, কল্যাণী এক্সপ্রেসওয়ে এখন কার্যত একটি স্পিড রোড। এই নতুন সংযোগ (Kalyani-Belgharia Expressway) চালু হলে সংযোগস্থল থেকে কাঁচরাপাড়ার কাঁপা মোড় হয়ে সরাসরি বড়জাগুলি পর্যন্ত কোনও সিগন্যাল ছাড়াই যাওয়া যাবে। কারণ প্রতিটি সিগন্যালেই রয়েছে এলিভেটেড করিডর এবং নীচ দিয়ে গাড়ি চলাচলের জন্য আছে ছ’লেনের আন্ডারপাস। প্রশাসনের মতে, এই পুরো পরিকল্পনা ঠিকভাবে কার্যকর হলে উত্তর শহরতলির যানজট অনেকটাই কমবে এবং মানুষের যাতায়াত আরও সহজ হবে।

    Click here to Read More
    Previous Article
    ৬ বলে ছয় ছক্কা! ব্রেভিস-রাদারফোর্ড ঝড়ে কাবু MI, প্রথম জয় পেলেন কোচ সৌরভ গাঙ্গুলি
    Next Article
    স্পিডের রেকর্ড! ১৮০ কিলোমিটার গতিতে ছুটল বন্দে ভারত স্লিপার ট্রেন, ভিতরে কী হল জানুন

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment