Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    সংখ্যালঘুদের রক্তে ভিজছে বাংলাদেশ! ২৪ ঘণ্টার মধ্যেই খুন আরও দুই হিন্দু

    5 দিন আগে

    প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলাদেশে (Bangladesh) হিন্দু সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনা থামার নাম নেই। প্রতিদিনই প্রায় অত্যাচারের ঘটনা ঘটেই চলেছে ওপার বাংলায়। এমতাবস্থায় বাংলাদেশে ফের সংখ্যালঘু এক হিন্দু ব্যবসায়ীকে খুন করার অভিযোগ উঠল। সুধুবতাই নয়, ২৪ ঘণ্টার মধ্যে আরও এক হিন্দু সংখ্যালঘুকে খুন করা হয়েছে। দুই হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশে।

    বাংলাদেশে ফের অত্যাচার সংখ্যালঘুদের ওপর

    রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ সোমবার, নরসিংদী জেলায় এক হিন্দু মুদি দোকানদার মনি চক্রবর্তীকে ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করে কয়েকজন দুষ্কৃতি। রাত প্রায় ১০টার দিকে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে এবং গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে মণিকে মৃত ঘোষণা করা হয়। ভরা বাজারে এহেন হত্যাকাণ্ডে আতঙ্কে কাঁপছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, তাঁর ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা করা হয়েছিল। কারা আক্রমণ চালিয়েছে, তা তদন্তাধীন।

    আরও পড়ুনঃ ২০ লক্ষ পড়ুয়াকে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করবে রাজ্য সরকার, কারা পাবে?

    ২৪ ঘণ্টার মধ্যেই হত্যা আরও এক হিন্দুকে

    ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই, রবিবার, সন্ধ্যা ৬টা নাগাদ, যশোর জেলার মণিরামপুর উপজেলার কোপালিয়া বাজারে ৪৫ বছর বয়সী রানা প্রতাপ বৈরাগীকে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, কিছু লোক মোটরসাইকেলে করে এসে তাঁকে কারখানা থেকে বের করে এনে একটি গলিতে নিয়ে যায় এবং মাথায় একাধিক গুলি করে, গলা কেটে পালিয়ে যায়। পুলিশ মৃতদেহ থেকে সাতটি খালি কার্তুজ উদ্ধার করেছে। রানা প্রতাপের একটি বরফ কারখানা ছিল এবং তিনি নড়াইল জেলা থেকে প্রকাশিত দৈনিক ‘বিডি খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকও ছিলেন।

    আরও পড়ুন: বাংলা পক্ষর প্রতিবাদের জের, রাজ চক্রবর্তীর ‘হোক কলরব’ থেকে বাদ বিপ্লবীদের অপমান করা সিন

    দিনের পর দিন হিন্দু হত্যার এই ঘটনাগুলি বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়েছে। প্রশ্ন উঠছে হিন্দুদের নিরাপত্তা প্রদানে ইউনুস সরকারের ভূমিকা নিয়ে। সবমিলিয়ে গত তিন সপ্তাহে বাংলাদেশে হিংসার শিকার হয়েছেন ৬ জন হিন্দু। গত শনিবার ঝিনাইদহে এক হিন্দু বিধবা মহিলাকে দুই ব্যক্তি ধর্ষণ করে গাছে বেঁধে চুল কেটে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সংখ্যালঘুদের ওপর এই ক্রমবর্ধমান হামলা নিয়ে চিন্তিত ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌ-দ্ধসহ সংখ্যালঘুদের উপর লাগাতার আক্রমণ অত্যন্ত উদ্বেগজনক।”

    Click here to Read More
    Previous Article
    ২০ লক্ষ পড়ুয়াকে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করবে রাজ্য সরকার, কারা পাবে?
    Next Article
    এক ছাতার তলায় হাজার হাজার কর্মী! ডিরেক্টরেট স্তরে ‘কমন ক্যাডার’ চালু করল নবান্ন

    Related International Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment