Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ২০ লক্ষ পড়ুয়াকে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করবে রাজ্য সরকার, কারা পাবে?

    6 দিন আগে

    সৌভিক মুখার্জি, কলকাতা: ছাত্র-ছাত্রীদেরকে ডিজিটাল ভাবে আরও শক্তিশালী করার জন্য বিরাট পদক্ষেপ নিল তামিলনাড়ু সরকার। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আনুষ্ঠানিকভাবে গোটা রাজ্যজুড়ে ফ্রি ল্যাপটপ বিতরণ প্রকল্প শুরু করলেন (Free Laptop Scheme)। আর এই প্রকল্পের আওতায় ধাপে ধাপে মোট 20 লক্ষ কলেজ পড়ুয়াকে সম্পূর্ণ বিনামূল্যে একটি করে ল্যাপটপ দেওয়া হবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে উলাগাম উঙ্গল কাইয়িল”। অর্থাৎ, ‘বিশ্ব তোমার হাতের মুঠোয়’।

    কী বললেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন?

    এই প্রকল্প উদ্বোধন করে মুখ্যমন্ত্রী স্ট্যালিন জানিয়েছেন, এই ল্যাপটপ কোনওরকম উপহার নয়, বরং ভবিষ্যতে বিশ্বকে জয় করার সুযোগ। আমাদের কাছে এটা কোনও খরচ নয়, বরং আগামী প্রজন্মের শিক্ষায় বিনিয়োগ তা বলা যায়। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেছেন, সরকার শেখার জন্য সমস্ত সুযোগ তৈরি করে দিচ্ছে। আর এখন তাদের দায়িত্ব মন দিয়ে পড়াশোনা করা ও সঠিক পথ বেছে নেওয়া।

    প্রথম ধাপে 10 লক্ষ ল্যাপটপ

    বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর, এই প্রকল্পে মোট 20 লক্ষ ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে 10 লক্ষ ল্যাপটপ বিতরণ করা হবে। সেই সূত্রে 2025-26 অর্থবর্ষে মোট 2000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য। আর সরকারি সূত্রে জানা গিয়েছে, পরবর্তী ধাপগুলোতে খুব দ্রুত ল্যাপটপ বিতরণ করা হবে।

    আরও পড়ুন: বিশ্বরেকর্ড, ভারত থেকে ৫০ বিলিয়ন ডলার iPhone রফতানি করল Apple

    কারা পাবে এই ফ্রি ল্যাপটপ?

    জানা যাচ্ছে, এই প্রকল্পের সুবিধা পাবে সরকারি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। পাশাপাশি পলিটেকনিক কলেজ এবং আইটিআই পড়ুয়ারাও পাবে ফ্রিতে ল্যাপটপ। পাশাপাশি যে সমস্ত বিষয়গুলির পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় আসবে সেগুলি হল- ইঞ্জিনিয়ারিং, আর্টস, সায়েন্স, মেডিকেল, কৃষি এবং আইন।

    ল্যাপটপের মডেল ও স্পেসিফিকেশন

    রিপোর্ট অনুযায়ী, ছাত্র-ছাত্রীদের এবার নামিদামি ব্রান্ডের সব ল্যাপটপ দেওয়া হবে। যার মধ্যে উল্লেখযোগ্য হল Dell, HP, Acer ইত্যাদি। আর ল্যাপটপের মূল স্পেসিফিকেশন হবে—

    • Intel i3 / AMD Ryzen 3 প্রসেসর
    • 8GB RAM
    • 256GB SSD
    • Windows 11 Home (Strategic Version)
    • BOSS Linux OS
    • MS Office 365

    আরও পড়ুন: জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি?

    সবথেকে বড় ব্যাপার, এই ল্যাপটপের সাথে ছয় মাসের Perplexity Pro AI ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। আর এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, আগুন আর চাকার আবিষ্কারের পর AI হল মানুষের জন্য দ্বিতীয় আগুন। এই ল্যাপটপ তোমাদের AI সঠিকভাবে ব্যবহার করার হাতিয়ার হয়ে উঠবে।

    Click here to Read More
    Previous Article
    ভারতের উপর আরও শুল্ক? ট্রাম্পের হুঁশিয়ারি—‘মোদী জানতেন আমি খুশি নই!’
    Next Article
    সংখ্যালঘুদের রক্তে ভিজছে বাংলাদেশ! ২৪ ঘণ্টার মধ্যেই খুন আরও দুই হিন্দু

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment