Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    সবথেকে সস্তার ইলেকট্রিক SUV লঞ্চ করল Mahindra! জানুন ফিচার্স

    3 days ago

    সৌভিক মুখার্জী, কলকাতা: ইলেকট্রিক গাড়ির বাজারে অবস্থান শক্তপোক্ত করতে এবার Mahindra & Mahindra লঞ্চ করল তাদের সবথেকে সাশ্রয়ী ইলেকট্রিক SUV Mahindra XUV 3XO EV। জানা গিয়েছে, সাব-4 মিটার সেগমেন্টের এই নতুন বৈদ্যুতিক SUV একদিকে যেমন আধুনিক ফিচার্সে ভরপুর, ঠিক তেমনই দামের দিক থেকেও সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে। জানা গিয়েছে, এই গাড়ির প্রাথমিক এক্স-শোরুম দাম শুরু হচ্ছে মাত্র 13.89 লক্ষ টাকা থাকে। কিন্তু কী কী ফিচার্স রয়েছে গাড়িটির? জানুন বিশদে।

    Mahindra XUV 3XO EV এর দাম ও ভেরিয়েন্ট

    মাহিন্দ্রার এই ইলেকট্রিক SUV টি বাজারে এবার দুটি ভেরিয়েন্টে এসেছে। জানা গিয়েছে, XUV 3XO EV AX5 ভেরিয়েন্টের দাম 13.89 লক্ষ টাকা এবং XUV 3XO EV AX7L ভেরিয়েন্টের দাম 14.96 লক্ষ টাকা। তবে যদি গ্রাহকরা 7.2 কিলোওয়াট ওয়াল চার্জার নিতে চায়, তাহলে অতিরিক্ত 50,000 টাকা খরচ হবে। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, এই গাড়ির বুকিং শুরু হয়েছে 6 জানুয়ারি থেকে এবং ডেলিভারি শুরু হবে আগামী 23 ফেব্রুয়ারি থেকে।

    ডিজাইন এবং রং

    রিপোর্ট অনুযায়ী, ডিজাইনের ক্ষেত্রে Mahindra XUV 3XO EV গাড়িটি অনেকটাই পেট্রোল ও ডিজেলের মডেলের মতো হলেও EV-র জন্য বিশেষ কিছু পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, এই গাড়িটিতে রয়েছে LED প্রোজেক্টর হেডল্যাম্প ও DRL, ইনফিনিটি LED টেলল্যাম্প, LED ফগ ল্যাম্প, রুফ রেল ও রিয়ার স্পয়লার, সিঙ্গেল প্যান ও প্যানোরামিক সানরুফ এবং 16 ও 17 ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালয় হুইলয়ের মতো ফিচার্স।

    এদিকে রং নিয়ে যেতে কথা বলি, তাহলে XUV 3XO EV গাড়িটি পাওয়া যাবে মোট ছয়টি আকর্ষণীয় রং-এ। আর সেগুলি হল Stealth Black, Galaxy Grey, Everest White, Tango Red, Nebula Blue এবং Deep Forest।

    আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে ৩২৩২ কিমি বেড়া দেওয়া সম্পন্ন, বাকি কতটা?

    ইন্টেরিয়র ও কমফোর্ট ফিচার্স

    এই SUV টির কেবিনে দেওয়া হয়েছে প্রিমিয়াম এবং আধুনিক সব ছোঁয়া। হ্যাঁ, এই গাড়ির ফিচার্সগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো- ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, হাইট অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, ওয়্যারলেস চার্জার, রিয়ার AC ভেন্টস, 60:40 ফোল্ডেবল রিয়ার সিট, কুলড গ্লাভ বক্স, অটো ডিমিং IRVM এবং ইলেকট্রিক পার্কিং ব্রেক।

    এদিকে Mahindra XUV 3XO EV গাড়িটিতে একাধিক আধুনিক প্রযুক্তি দেওয়া রয়েছে। প্রথমত, 10.25 ইঞ্চির একটি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকছে। পাশাপাশি 12.5 ইঞ্চি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকবে। এদিকে Harman Kardon 7 স্পিকার সাউন্ড সিস্টেম ও Built-in Alexa ও Adrenox সিস্টেম রয়েছে। এছাড়া 65W USB-C ফার্স্ট চার্জিং দেওয়া হবে।

    সেফটি ফিচার্স

    এদিকে নিরাপত্তার ক্ষেত্রেও এই গাড়িটি কোনও রকম আপস করেনি। এই SUV টিতে রয়েছে ছয়টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক্স স্টেবিলিটি প্রোগ্রাম, 360 ডিগ্রি ক্যামেরা, ব্লাইন্ড ভিউ মনিটর, ক্রুজ কন্ট্রোল এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমম। পাশাপাশি রয়েছে Level 2 ADAS, যার মধ্যে লেন কিপ অ্যাসিস্ট, অটো ইমার্জেন্সি ব্রেকিং, ফরোয়ার্ড কলিশন ওয়ার্নিং এবং অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলও দেওয়া রয়েছে।

    আরও পড়ুন: বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে এবার যা হবে, জারি অ্যালার্ট

    ব্যাটারি, রেঞ্জ ও পারফরমেন্স

    Mahindra XUV 3XO EV গাড়িটিতে দেওয়া রয়েছে 39.4 kWh ব্যাটারি প্যাক। যেটি 285 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে। আর 50 kW DC চার্জারে 0 থেকে 80% চার্জ হতে মাত্র 50 মিনিট সময় লাগবে। এদিকে 0 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতি উঠতে মাত্র 8.3 সেকেন্ড সময় লাগবে এই গাড়িটিতে। এমনকি এর ইঞ্জিন 110 kW পাওয়ার এবং 310 Nm টর্ক উৎপন্ন করতে পারবে। তাই যারা বাজেটের মধ্যে ধামাকাদার কোনও SUV কিনতে চাইছেন, তাদের জন্য এটিই হতে পারে দারুণ বিকল্প।

    Click here to Read More
    Previous Article
    গঙ্গার জলবণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশকে ঝটকা দিতে পারে ভারত
    Next Article
    একবার সংরক্ষণের সুবিধা নিলে আর … বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের!

    Related Tech Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment