Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    গঙ্গার জলবণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশকে ঝটকা দিতে পারে ভারত

    3 days ago

    সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন বছরের শুরুতেই ভারত-বাংলাদেশের মধ্যে গঙ্গার জলবন্টন চুক্তি (Ganges Water Dispute) নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। ১৯৯৬ সালের স্বাক্ষর হওয়া এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরেই। ফলত, এখন থেকেই চুক্তির ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন রকম আলোচনা শুরু করেছে কেন্দ্র সরকার। এ বিষয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অন্দরে বিভিন্ন শর্ত এবং গত ৩০ বছরের সুবিধা-অসুবিধা সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট তৈরির কাজ শুরু হয়েছে।

    ৩০ বছরের চুক্তি

    আসলে ১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছরের জন্য এই গঙ্গা জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই দীর্ঘ সময়ে দুই দেশেই একাধিক সরকার বদলেছে। সেই সূত্রে বাংলাদেশে কখনও শেখ হাসিনা, কখনও বেগম খালেদা জিয়া ক্ষমতায় থেকেছে। আর ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। পাশাপাশি ভারত-বাংলাদেশের মধ্যে যত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার বড় অংশ এই সময়কালের মধ্যেই। যদিও বিএনপি সরকারের সময়েও সম্পর্ক মোটামুটি ঠিক ছিল। তবে বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় পরিস্থিতি সম্পন্ন উল্টো রাস্তায় হেঁটেছে।

    আরও পড়ুন: পুরুলিয়াতে তুষারপাত? ভোরবেলা দেখা গেল বরফের আস্তরণ!

    বর্তমানে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, প্রটোকল ভেঙে পড়া, এমনকি ভারত বিরোধী রাজনীতির ঝড়, সংখ্যালঘুদের উপর হামলা সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলে দাবি বিশেষজ্ঞদের। তাদের মতে, যদি আসন্ন নির্বাচনের পর বাংলাদেশে ভারত বিরোধী কোনও সরকার ক্ষমতায় আসে, তাহলে এই জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করতে বড়সড় চ্যালেঞ্জ পোহাতে হতে পারে।

    আরও পড়ুন: “বাংলাদেশের দোষ নেই”, মুস্তাফিজুর ইস্যুতে ICC-কে দোষারোপ প্রাক্তন KKR অলরাউন্ডারের!

    উল্লেখ্য, আগামী মাসেই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। রাজনৈতিক মহল মনে করছে, এবারের ভোটে গঙ্গা জলবন্টন চুক্তি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াতে পারে। এদিকে গত সপ্তাহ থেকে দুই দেশের প্রশাসনিক স্তরে শুরু হয়েছে তৎপরতা। ভারতের কেন্দ্রীয় জল কমিশনের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করেছেন। আর একই সঙ্গে দুই দেশে গঙ্গা এবং পদ্মা নদীর জলপ্রবাহ এবং পরিমাপের কাজ শুরু হয়েছে যা চলবে ৩১ মে পর্যন্ত। এখন দেখার, এই জলবন্টন চুক্তি আবারও নবীকরণ হয় কিনা।

    Click here to Read More
    Previous Article
    I-PAC অফিস থেকে মমতার নিয়ে বেরোনো সবুজ ফাইল এর গোপন রহস্য ফাঁস | Prateek Jain | Mamata Banerjee
    Next Article
    সবথেকে সস্তার ইলেকট্রিক SUV লঞ্চ করল Mahindra! জানুন ফিচার্স

    Related International Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment