Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    SBI-র গ্রাহকেরা হয়ে যান সতর্ক! ফের বাড়ানো হল এই ফি, বছরের শুরুতেই বড় ধাক্কা

    7 hours ago

    State Bank of India has again increased this fee.
    State Bank of India has again increased this fee.

    বাংলা হান্ট ডেস্ক: এবার বড়সড় ঝটকার সম্মুখীন হলেন SBI (State Bank of India)-র গ্রাহকরা। এমতাবস্থায়, আপনিও যদি SBI-র গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, ১ বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো, দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক SBI এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে যেটি তার গ্রাহকদের প্রভাবিত করবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ব্যাঙ্কটি SBI ছাড়া অন্যান্য ATM থেকে টাকা তোলার জন্য ফি আরও বাড়িয়েছে। এমতাবস্থায়, ফ্রি লিমিট শেষ হয়ে যাওয়ার পরে, SBI অ্যাকাউন্টধারীদের নন-SBI ATM থেকে টাকা তোলার জন্য বেশি ফি দিতে হবে। এই নতুন ফি ১ ডিসেম্বর, ২০২৫ থেকে কার্যকর হয়েছে। যার অর্থ হল, ব্যাঙ্কটি জানুয়ারি মাসে তার অ্যাকাউন্টধারীদের অ্যাকাউন্ট থেকে এই চার্জ কেটে নিতে পারবে।

    SBI (State Bank of India)-র গ্রাহকরা পেলেন বড় ঝটকা!

    জানিয়ে রাখি যে, এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে, SBI ATM থেকে টাকা তোলার ফি বাড়িয়েছিল এবং এবার ডিসেম্বর থেকে ফের তা ববাড়ানো হল। ইতিমধ্যেই SBI জানিয়েছে যে, গ্রাহকদের এখন থেকে নন-SBI ATM থেকে টাকা তোলার ফ্রি লিমিট শেষ হওয়ার পর প্রতিটি উইথড্রলের জন্য ২৩ টাকা ফি এবং GST দিতে হবে। আগে, এই ফি ছিল ২১ টাকা ফি এবং GST। এর অর্থ হল, লিমিট শেষ হয়ে যাওয়ার পর নন-SBI ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে প্রতি উইথড্রলের ক্ষেত্রে ২ টাকা ফি বাড়িয়েছে। এদিকে, যেসব গ্রাহক টাকা তোলার পরিবর্তে নন-SBI ATM ব্যবহার করে ব্যালেন্স চেক করতে বা মিনি স্টেটমেন্ট পেতে চান, তাদের ১১ টাকা এবং GST দিতে হবে। আগে এই ফি ছিল ১০ টাকা এবং GST।

    State Bank of India has again increased this fee.

    ব্যাঙ্ক কেন ফি বৃদ্ধি করল: SBI জানিয়েছে যে, ATM সম্পর্কিত পরিষেবার খরচ বৃদ্ধি পাওয়ায় ATM ইন্টারচার্জ ফি বৃদ্ধির জেরে এই খরচ বেড়েছে। এই বর্ধিত ATM ফি সেভিংস এবং স্যালারি অ্যাকাউন্টের ওপর প্রভাব ফেলবে। এদিকে, যেসব গ্রাহক নন-SBI ATM থেকে ফ্রি লিমিট অতিক্রম করার পরে উইথড্রল করবেন তাঁদেরকে এবার বেশি ফি দিতে হবে। তবে, অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর এর কোনও প্রভাব পড়বে না।

    আরও পড়ুন: ফের ধাক্কা! ঋষভ পন্থের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ থেকে ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার এই প্লেয়ারও

    কতবার বিনামূল্যে টাকা তোলা যাবে: SBI ফি বাড়ালেও, ফ্রি ট্রানজাকশনের সংখ্যা বাড়ায়নি। গ্রাহকরা এখনও অন্যান্য ব্যাঙ্কের ATM থেকে প্রতি মাসে ৫ বার বিনামূল্যে টাকা তোলার অনুমতি পাচ্ছেন। এর মধ্যে ফাইনান্সিয়ালএবং নন-ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান (যেমন: উইথড্রল, স্টেটমেন্ট বা ব্যালেন্স চেক করা) অন্তর্ভুক্ত রয়েছে। গ্রাহকরা যদি ৫ বার ফ্রি উইথড্রলের লিমিট অতিক্রম করেন, সেক্ষেত্রে তাঁদের ওপর নতুন ফি এবং GST আরোপ করা হবে।

    আরও পড়ুন: ২০২৬-এর শুরুতেই কোহলি ম্যাজিক! মেয়ের জন্মদিনে ব্যাট হাতে রেকর্ডের বন্যা বিরাটের

    যাঁদের স্যালারি অ্যাকাউন্ট আছে তাঁরাও প্রভাবিত হবেন: জানিয়ে রাখি যে, SBI-তে স্যালারি অ্যাকাউন্ট আছে এমন গ্রাহকরা অন্যান্য ব্যাঙ্কের ATM থেকে প্রতি মাসে ১০ বার বিনামূল্যে টাকা তোলার সুযোগ পান। এখনও পর্যন্ত, স্যালারি অ্যাকাউন্ট রয়েছে এমন গ্রাহকদের প্রতি মাসে নন-SBI ATM থেকে আনলিমিটেড ফ্রি উইথড্রোয়ালের সুবিধা দেওয়া হত। কিন্তু এখন এটি মাত্র ১০ বার পাওয়া যাবে। এবার ফ্রি লিমিট শেষ হয়ে যাওয়ার পরেও উইথড্রয়ালের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টধারীদের ২৩ শতাংশ ফি এবং GST দিতে হবে। এছাড়াও, ব্যালেন্স চেক করতে বা মিনি স্টেটমেন্ট দেখতে, ১১ টাকা ফি এবং GST প্রদান করতে হবে।

    Click here to Read More
    Previous Article
    শুধু আমেরিকা নয়! এই দেশের প্রেসিডেন্টও ডোনাল্ড ট্রাম্প? নিজেই করলেন ঘোষণা
    Next Article
    নিপা ভাইরাসের থাবা বাংলায়? বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি দুই নার্স

    Related Finance Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment