Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    অনেকটাই পিছিয়ে গেল Samsung Galaxy S26 Ultra লঞ্চের দিনক্ষণ, কবে আসছে বাজারে?

    3 সপ্তাহ আগে

    Samsung Galaxy S26 Ultra
    Samsung Galaxy S26 Ultra

    সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনপ্রেমীদের জন্য বড় খবর। প্রতিবছর যেখানে জানুয়ারি মাসে Galaxy S Ultra সিরিজ লঞ্চ করে আসছিল Samsung, সেখানে এবার সেই চেনা ছন্দ ভাঙতে চলেছে দক্ষিণ কোরিয়ার এই সংস্থা। হ্যাঁ, নতুন রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে Samsung Galaxy S26 Ultra সহ গোটা Galaxy S সিরিজের লঞ্চের দিনক্ষণ কিছুটা পিছোতে পারে।

    কবে লঞ্চ হবে Samsung Galaxy S26 Ultra?

    দক্ষিণ কোরিয়ার শিল্প সূত্রে খবর পাওয়া গিয়েছে, Samsung এবার জানুয়ারি মাসের বদলে 2026 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে Galaxy Unpacked ইভেন্ট আয়োজন করতে পারে। অর্থাৎ, Galaxy S26 Ultra আনুষ্ঠানিক লঞ্চ হবে তার আগের মডেলের তুলনায় কয়েক সপ্তাহ পরে। এক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের শেষ বা মার্চের শুরু ধরে নেওয়া যায়।

    যদিও লঞ্চে সামান্য দেরি করা হচ্ছে, কিন্তু Samsung চাইছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস শুরু হওয়ার আগেই তাদের ফ্লাগশিপ বাজারে আনতে। সাধারণত এটি মার্চ মাসেই শুরু হয়। বিশেষজ্ঞদের মতে, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আগে Galaxy S26 লঞ্চ হলে Samsung প্রতিযোগিতার আগেই নতুন প্রযুক্তি তুলে ধরতে পারবে। এমনকি নতুন হার্ডওয়ার এবং সফটওয়্যার আপডেটের দিকে নজর টানতে পারবে।

    কেন দেরি হচ্ছে লঞ্চ হতে?

    বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, এই বিলম্বের পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, Samsung তাদের ফ্লাগশিপ লাইনআপ এবার নতুন করে সাজাচ্ছে। দ্বিতীয়ত, বেস Galaxy S26 ও Ultra মডেলের মাঝখানে থাকা ভেরিয়েন্টগুলির অবস্থান নিয়ে আবারও আলোচনা করছে তারা, এবং প্রাইসিং স্ট্রাটেজি ও কম্পনেন্ট সাপ্লাই সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি বড় পারফরম্যান্স আপডেটের সিদ্ধান্ত নেওয়া হতে পারে Samsung এর তরফ থেকে।

    আরও পড়ুন: জয়নগরে মূর্তি ভেঙে সিভিককে দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা, তোপ দাগলেন শুভেন্দু

    কারণ, বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এবার Samsung চিপসেট সংক্রান্ত কিছু বদল আনছে। হ্যাঁ, Samsung Galaxy S26 Ultra ফোনটিতে এবার Qualcomm এর নেক্সট জেন Snapdragon প্রসেসর ব্যবহার করা হতে পারে। সেই কারণে অতিরিক্ত টেস্টিং, সাপ্লাই চেইনে সমন্বয়ে আর ভ্যালিডেশন প্রসেসে বাড়তি সময় লাগছে। শুধু এখন ফেব্রুয়ারি বা মার্চ মাসের অপেক্ষা।

    Click here to Read More
    Previous Article
    ভরপুর ফিচার্স, জানুয়ারিতে বাজেটের মধ্যে আসছে ধামাকাদার সব গাড়ি, রইল লিস্ট
    Next Article
    ২৮ দিনের রিচার্জ প্ল্যানের দাম ছাড়াতে পারে ৪০০ টাকা, মাথায় হাত 5G ব্যবহারকারীদের!

    Related Tech Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment