Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ২৮ দিনের রিচার্জ প্ল্যানের দাম ছাড়াতে পারে ৪০০ টাকা, মাথায় হাত 5G ব্যবহারকারীদের!

    3 সপ্তাহ আগে

    New year 2026 Mobile Recharge Price Hike update
    New year 2026 Mobile Recharge Price Hike update

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষবারের মতো 2024 সালে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল বিভিন্ন টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলি। এরপর একটানা দু’বছর অপরিবর্তিত ছিল সেই মূল্য। তবে একাধিক রিপোর্ট অনুযায়ী, আগামী বছর অর্থাৎ 2026 পড়তে না পড়তেই বেড়ে যেতে পারে রিচার্জের খরচ (Mobile Recharge Price Hike)। হ্যাঁ, JIo, Airtel থেকে Vi প্রায় সব বেসরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থাই তাদের প্রিপেড এবং পোস্টপেইড রিচার্জ প্ল্যানার দাম এক ধাক্কায় প্রায় 20 শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে বলেই আন্দাজ করা হচ্ছে। বেশ কয়েকটি রিপোর্ট এও বলছে, সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের খরচ বাড়িয়ে দিলে 28 দিনের আনলিমিটেড 5G প্ল্যানের দাম এক ধাক্কায় 400 পেরিয়ে যেতে পারে।

    বড় ধাক্কা খেতে পারেন 5G ব্যবহারকারীরা!

    সম্প্রতি মরগ্যান স্ট্যানলির একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতের বেসরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলি আসন্ন 2026 সালে তাদের ট্যারিফের পরিমাণ এক ধাক্কায় প্রায় 20 শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। আসলে সংস্থাগুলি তাদের ব্যবহারকারীদের থেকে গড় আয় বাড়াতে চায়। মূলত সে কারণেই আর্থিক মুনাফা তুলতে রিচার্জের খরচ বাড়িয়ে ব্যবহারকারীদের পকেটে কোপ দিতে পারে সংস্থাগুলি। একাধিক রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে বেশি অর্থ গুনতে হতে পারে 5G ব্যবহারকারীদের। শোনা যাচ্ছে, 5G সিমগুলির রিচার্জ প্ল্যানের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়বে।

    28 দিনের প্ল্যানের দাম 400 ছাড়াবে?

    বর্তমানে নেট দুনিয়ায় সবচেয়ে বেশি জল্পনা বেড়েছে রিচার্জ প্ল্যানের মূল্যবৃদ্ধি নিয়ে। একাধিক রিপোর্ট দাবি করছে, বিভিন্ন সংস্থাগুলি তাদের রিচার্জের খরচ 20 শতাংশ পর্যন্ত বাড়িয়ে নিলে 28 দিনের আনলিমিটেড রিচার্জ প্ল্যানের দাম 400 থেকে 500 টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। অনেকেই অনুমান করছেন, Jio র আনলিমিটেড 5G 28 দিনের প্ল্যানের দাম 349 টাকা থেকে বেড়ে 429 টাকা হতে পারে। অন্যদিকে ভারতী Airtel এর 28 দিনের বৈধতাযুক্ত 5G আনলিমিটেড রিচার্জ প্ল্যানের দাম 319 টাকা থেকে বেড়ে 419 টাকায় পৌঁছতে পারে।

    এক কথায় বলা যায়, আগামী বছর বিভিন্ন টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলি তাদের ট্যারিফ বৃদ্ধি করলে প্রত্যেক ব্যবহারকারীর পকেট থেকে অতিরিক্ত 80 থেকে 100 টাকা বেরিয়ে যাবে। না বললেই নয়, Jio এবং Airtel এর মতো রিচার্জের খরচ বাড়ানোর দৌড়ে পিছিয়ে থাকবে না ভোডাফোন আইডিয়াও। আপাতত যা খবর, রিচার্জের খরচ 20 শতাংশ পর্যন্ত বাড়ানো হলে Vi এর 28 দিনের আনলিমিটেড 1GB দৈনিক ডেটাযুক্ত প্ল্যানের দাম 340 টাকা থেকে বেড়ে একেবারে 419 টাকা হয়ে যেতে পারে।

    অবশ্যই পড়ুন: টাইম নিয়ে চিন্তা শেষ! বদলে গেল ট্রেনের টিকিট কাটার সময়, বিরাট সিদ্ধান্ত রেলের

    প্রসঙ্গত, শেষবারের মতো গত বছর রিচার্জের খরচ বাড়ানোর কারণে 2026 এ টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলি যে রিচার্জের দাম বাড়াবে আপাতত সেটাই ভেবে নিয়েছেন ব্যবহারকারীরাও। তবে বলে রাখা প্রয়োজন, অনেক ক্ষেত্রে বেসরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলি সরাসরি রিচার্জ প্ল্যানের দাম না বাড়িয়ে অনেক সময় প্ল্যানের সুবিধায় কাটছাঁট করে থাকে। অনেক ক্ষেত্রে দাম না বাড়িয়ে প্ল্যানের বৈধতাও কমিয়ে দিয়ে থাকে সংস্থাগুলি। হিসেব করে দেখতে গেলে সার্বিক দিক থেকে বিষয়টা একই দাঁড়ায়।

    Click here to Read More
    Previous Article
    অনেকটাই পিছিয়ে গেল Samsung Galaxy S26 Ultra লঞ্চের দিনক্ষণ, কবে আসছে বাজারে?
    Next Article
    শতভিষা নক্ষত্রে সৌভাগ্যের জোয়ার আসবে ৪ রাশির! আজকের রাশিফল, ২৬ ডিসেম্বর

    Related Tech Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment