Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের আগে বড় আপডেট! পরীক্ষায় কী কী নিয়ম মানতে হবে জানাল বোর্ড পর্ষদ

    3 days ago

    WBBSE-WBCHSE council have announced the rules for secondary and higher secondary examinations

    লা হান্ট ডেস্ক: হাতেগুনে আর কয়েকটা দিন। তারপর শুরু হতে চলেছে ২০২৬ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলতি বছর ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। অপরদিকে ১২ ফেব্রুয়ারি উচ্চমাধ্যমিকে চতুর্থ সেমিস্টার শুরু হচ্ছে। এই পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBBSE-WBCHSE) তরফ থেকে বেশ কিছু নিয়মবিধি প্রকাশ করা হয়েছে।

    মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়ম জানাল বোর্ড-পর্ষদ (WBBSE-WBCHSE)

    ২০২৬ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তবে পরীক্ষা শুরু হওয়ার আগে দুটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রশ্নপত্র প্রথমে নির্ধারিত থানা গুলিতে পাঠানো হবে পর্ষদ ও বোর্ডের তরফ থেকে। তারপর পরীক্ষার দিন পর্ষদ ও বোর্ডের (WBBSE-WBCHSE) তরফ থেকে নির্বাচিত কর্মী ও পুলিশ প্রশ্নপত্র গুলো নিয়ে যাবে পরীক্ষা কেন্দ্রে।

    WBBSE-WBCHSE council have announced the rules for secondary and higher secondary examinations

    আরও পড়ুন: ভাতের সঙ্গে দুর্দান্ত জুটি! শীতের দুপুরে ট্রাই করুন আড়মাছের রসা, রেসিপি রইল

    চলতে বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি। যা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। অপরদিকে উচ্চমাধ্যমিকে সেমিস্টার শুরু হচ্ছে ১২ ফেব্রুয়ারি। যা শেষ হবে ২২ ফেব্রুয়ারি। এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১০:৪৫ মিনিটে‌। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১০:০০ থেকে বেলা ১২:০০ টা পর্যন্ত।

    এছাড়া যারা পুরনো পাঠক্রমে পরীক্ষা দিচ্ছে তাদের সকাল ১০ টা থেকে বেলা ১টাপর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর সময় যাতে পড়ুয়াদের কোন যানজট যন্ত্রণায় ভুগতে না হয়, তার জন্য় জেলা প্রশাসনকে নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্র যাতে বিদ্যুৎ সরবরাহের বিঘ্নিত না ঘটে, সেদিকেও নজর দিতে হবে স্কুলগুলিকে। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রে কোন পরীক্ষার্থী যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে বলে জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

    তাছাড়া পরীক্ষার তিনদিন আগে থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পার্শ্ববর্তী এলাকায় লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। এছাড়া পরীক্ষা কেন্দ্র থেকে ১০০ মিটার মধ্যে কোন ফটোকপির দোকান খোলা রাখা যাবে না। এমনটাই নির্দেশিকা বলা হয়েছে। এরপরও যদি কোন পড়ুয়া নকল বা গোলমাল করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদ ও বোর্ডের তরফ থেকে (WBBSE-WBCHSE)।

    Click here to Read More
    Previous Article
    ৫১টি NBFC সংস্থার লাইসেন্স বাতিল করল আরবিআই!
    Next Article
    ‘আপনি বাস্তব থেকে একেবারে বিচ্ছিন্ন’, শর্মিলা ঠাকুরকে কড়া ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, কোন মামলায়?

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment