Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    কৌন বনেগা ক্রোড়পতিতে ১ কোটি জিতলেন CRPF ইন্সপেক্টর বিপ্লব বিশ্বাস

    1 week ago

    সৌভিক মুখার্জী, কলকাতা: জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৭ ধীরে ধীরে গ্র্যান্ড ফিনালের দিকে এগিয়ে যাচ্ছে। তবে তার আগেই দর্শকদের জন্য আসলো বিরাট চমক। এই সিজনে দ্বিতীয় কোটিপতি হিসেবে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখালেন বিপ্লব বিশ্বাস (Biplab Biswas KBC)। জ্ঞান, আত্মবিশ্বাস আর দৃঢ় মানসিকতার জেরে তিনি জিতে নিলেন নগদ এক কোটি টাকা পুরস্কার এবং একটি গাড়ি। তবে জানলে চমকে উঠবেন, এই বিপ্লব বিশ্বাস আদতে একজন সিআরপিএফ ইন্সপেক্টর।

    বিপ্লব বিশ্বাসের পরিচিতি

    বলে রাখি, সোমবার পর্ব শুরু হতেই ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট রাউন্ডে অন্য প্রতিযোগিদের টপকে হট সিটে পৌঁছে গিয়েছিলেন ঝাড়খণ্ডের রাচির বাসিন্দা এই বিপ্লব বিশ্বাস। মঞ্চ থেকে উঠে তিনি সঞ্চালক অমিতাভ বচ্চনকে আলিঙ্গন করে শুভেচ্ছাও জানান, যাতে দর্শকদের মন ছুঁয়ে যায়। আসলে বিপ্লব বিশ্বাস বর্তমানে সিআরপিএফ ইন্সপেক্টর পদে কর্মরত রয়েছেন। আর তাঁর পোস্টিং ছত্তিশগড়ের বিজাপুরে। খেলায় অংশ নেওয়ার আগে তিনি দেশের জঙ্গলে এবং দুর্গম এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের কঠিন জীবনের চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন। এমনকি তাঁর কথায় আপ্লুত হন অমিতাভ বচ্চনও।

    খেলার শুরু থেকেই তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন। কোনও লাইফলাইন ব্যবহার না করেই টানা ৫ লক্ষ টাকা পর্যন্ত সঠিক উত্তর দিয়েছিলেন তিনি। সবথেকে বড় ব্যাপার, সুপার সানডুক রাউন্ডে বিপ্লব সবকটি অর্থাৎ ১০টি প্রশ্নেরই উত্তর সঠিক দেন। এর ফলে অতিরিক্ত ১ লক্ষ টাকা তাঁর ব্যাঙ্কে যুক্ত হয়। আর সেক্ষেত্রেও কোনও লাইফলাইন ব্যবহার করেননি। তাঁর অসাধারণ পারফরমেন্সে মুগ্ধ হন অমিতাভ বচ্চন থেকে শুরু করে সকলেই। এমনকি অমিতাভ বচ্চন তাঁর পরিবারকে নিজের বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ জানান।

    আরও পড়ুনঃ LPG থেকে PAN, রেলের টিকিট বুকিং! ১ জানুয়ারি থেকে বদলে গেল একাধিক নিয়ম

    তবে ১২.৫ লক্ষ টাকার প্রশ্নে অডিয়েন্স পোল ব্যবহার করে তিনি একটি প্রশ্নের উত্তর দেন। তারপর ২৫ লক্ষ টাকার প্রশ্নে সংকেত সূচক লাইফলাইন নিয়ে তিনি একটি সঠিক উত্তর দিয়েছিলেন এবং ৫০ লক্ষ টাকার প্রশ্নে তিনি ৫০:৫০ লাইফলাইন ব্যবহার করে একটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন।

    ১ কোটি টাকা জেতার ঐতিহাসিক মুহূর্ত

    তবে সবথেকে রোমাঞ্চকর মুহূর্ত আসে এক কোটি টাকার প্রশ্নে। প্রশ্নটি ছিল ফ্রান্স থেকে আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে যাওয়া জাহাজটির নাম কী। তবে সবথেকে বড় ব্যাপার, কোনও এক মুহূর্ত না ভেবেই বিপ্লব বেছে নেন অপশন ডি ‘Isere’। আর উত্তর সঠিক হতেই গোটা স্টুডিওতে ওঠে করতালির ঝড়। এমনকি অমিতাভ বচ্চনও বিস্মিত হয়ে পড়েন। এদিকে এই জয়ের সঙ্গে সঙ্গে কেবিসি ১৭-তে দ্বিতীয় কোটিপতি হলেন বিপ্লব বিশ্বাস। আর এক কোটি টাকার পাশাপাশি তিনি একটি গাড়িও জিতেছেন।

    Click here to Read More
    Previous Article
    বাংলা মাধ্যম স্কুলের উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের ইংরেজি-ভীতি কাটাতে কর্মশালা! উদ্যোগী শিক্ষা সংসদ
    Next Article
    ২৮ বছরে পা রাখল তৃণমূল কংগ্রেস! রক্তচক্ষু উপেক্ষা করে কর্মীদের সংগ্রামের বার্তা মমতার

    Related Entertainment Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment