Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ২৮ বছরে পা রাখল তৃণমূল কংগ্রেস! রক্তচক্ষু উপেক্ষা করে কর্মীদের সংগ্রামের বার্তা মমতার

    1 সপ্তাহ আগে

    প্রীতি পোদ্দার, কলকাতা: আজ ১ জানুয়ারি, বছরের প্রথম দিন উদযাপনের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ উদযাপিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা (TMC Foundation Day) বার্ষিকী অনুষ্ঠান। এমতাবস্থায় দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতিষ্ঠা বার্ষিকীর সকালে সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি দলীয় কর্মীদের এইরূপ আত্মত্যাগ এবং সহযোগিতার ভূয়সী প্রশংসা করে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

    টুইটের শুভেচ্ছা বার্তা মমতার

    তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলের কর্মী-সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, ‘‘আমরা মা-মাটি-মানুষের পরিবার। আমাদের যাত্রা শুরু হয় ১ জানুয়ারি ১৯৯৮ সালে। সেই থেকে মানুষের সেবা এবং হিতসাধনে নিয়োজিত রেখেছি। নতুন বছর অঙ্গীকার করছি, সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়ব।’’ এখানেই শেষ নয়, প্রতিটি সদস্যকে বিনয়ী থাকার পরামর্শ দিয়ে তৃণমূল নেত্রী বার্তা দিয়েছেন, ‘‘প্রত্যেককে সম্মান করুন। আমাদের দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যাতে অক্ষুণ্ণ থাকে, তার চেষ্টায় নিয়োজিত থাকুন। এত বছর ধরে আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ।”

    রক্তচক্ষুকে উপেক্ষা করে লড়াইয়ের বার্তা মমতার

    তবে শুধুমাত্র রাজ্য নয়, দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা এদিন দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে লড়াকু সুর বজায় রেখে বলেন, “ আপনাদের অকুন্ঠ সমর্থনকে পাথেয় করেই বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াইয়ে অবিচল আমরা। কোনও রকম অপশক্তির কাছে মাথা নত নয়, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে। মা-মাটি-মানুষ পরিবারের সকল একনিষ্ঠ কর্মী, সমর্থককে জানাই প্রণাম ও শ্রদ্ধা।” জনসেবায় নিজেদের ব্রতী রাখার বার্তাও দিয়েছেন মমতা।

    আরও পড়ুন: ৬ বলে ছয় ছক্কা! ব্রেভিস-রাদারফোর্ড ঝড়ে কাবু MI, প্রথম জয় পেলেন কোচ সৌরভ গাঙ্গুলি

    কর্মীদের শুভেচ্ছা বার্তা অভিষেকেরও

    মমতার পাশাপাশি দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের তৃণমূল স্তরের কর্মীদের শুভেচ্ছা বার্তা দিয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে, আমাদের নিরন্তর সম্প্রসারিত পরিবারের প্রতিটি সদস্যের প্রতি আমি বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই। সমাজ, চেতনা পরিবর্তনের জন্য একটি আন্দোলন হিসেবে যা শুরু হয়েছিল, তা আজ এক শক্তিশালী গণতান্ত্রিক শক্তিতে পরিণত হয়েছে। আমার গভীর শ্রদ্ধা তৃণমূলস্তরের কর্মীদের প্রতি। আপনাদের শৃঙ্খলা, আত্মত্যাগ ও অটল বিশ্বাসই আমাদের রাজনীতির চালিকাশক্তি। যতক্ষণ আমরা আমাদের মা, মাটি, মানুষের সঙ্গে অবিচল থাকব, ততক্ষণ কোনও শক্তিই, সে যতই উদ্ধত বা অত্যাচারী হোক না কেন, বাংলার মিলিত সংকল্পকে পরাজিত করতে পারবে না।”

    Click here to Read More
    Previous Article
    কৌন বনেগা ক্রোড়পতিতে ১ কোটি জিতলেন CRPF ইন্সপেক্টর বিপ্লব বিশ্বাস
    Next Article
    ‘মাথানত নয়, রক্তচক্ষু উপেক্ষা করেই এগোতে হবে’, নতুন বছরে দলের নেতা-নেত্রীদের উদ্দেশ্যে লড়াকু ডাক মমতার

    Related politics Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment