Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    কোনও দুর্ঘটনায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা, ভোটের আবহে গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের জন্য সিদ্ধান্ত মমতার

    6 দিন আগে

    Mamata Banerjee announces 5 lakh insurance cover for Gangasagar Mela 2026 pilgrims
    Mamata Banerjee announces 5 lakh insurance cover for Gangasagar Mela 2026 pilgrims

    বাংলা হান্ট ডেস্কঃ গঙ্গাসাগর মেলা মানেই লক্ষ লক্ষ মানুষের সমাগম। তবে মানুষের এই ভিড়ে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। সেই ঝুঁকির কথা মাথায় রেখেই আগেভাগে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গঙ্গাসাগর মেলা ২০২৬-এ পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এবার বিমা কভারের কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

    গঙ্গাসাগর মেলায় আশা পূর্ণার্থীদের জন্য বিমার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)

    গঙ্গাসাগর মেলা ২০২৬-কে ঘিরে নিরাপত্তা ও পরিষেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানিয়েছেন, মেলা চলাকালীন কোনও দুর্ঘটনা ঘটলে পুণ্যার্থী ও পর্যটকদের জন্য সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভার দেওয়া হবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, গঙ্গাসাগর মেলায় আসা মানুষের নিরাপত্তাই রাজ্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

    প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী এই মেলায় অংশ নিতে আসেন। বিপুল ভিড়, যাতায়াত এবং প্রাকৃতিক পরিস্থিতির কারণে নানা ধরনের ঝুঁকির আশঙ্কা থাকে। সেই কারণেই এবার আগেভাগে বিমা সুবিধার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বীমা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গঙ্গাসাগরে আসা প্রত্যেক পুণ্যার্থীর জীবন আমাদের কাছে অমূল্য। কোনও অঘটন ঘটলে যাতে পরিবারের উপর আর্থিক চাপ না পড়ে, সেই কথা ভেবেই এই বিমার ব্যবস্থা করা হয়েছে।” রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মেলা চলাকালীন দুর্ঘটনা, পদপিষ্ট হওয়া, যানবাহন সংক্রান্ত দুর্ঘটনা কিংবা অন্য যে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রেই এই বিমা প্রযোজ্য হবে। কেউ আহত হলে বা কারও মৃত্যু হলে, বিমার আওতায় নির্দিষ্ট ক্ষতিপূরণ দেওয়া হবে।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বিমা সুবিধা পেতে পুণ্যার্থীদের আলাদা করে কোনও প্রিমিয়াম দিতে হবে না। গঙ্গাসাগর মেলায় অংশ নেওয়া সমস্ত পুণ্যার্থী ও পর্যটক স্বয়ংক্রিয়ভাবেই এই বিমার আওতায় থাকবেন। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরদ্বীপ সফরের সময় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) প্রশাসনিক আধিকারিকদের কড়া নির্দেশ দেন, যাতে কোনওরকম গাফিলতি না থাকে। স্বাস্থ্য পরিষেবা জোরদার করতে অস্থায়ী হাসপাতাল, পর্যাপ্ত অ্যাম্বুল্যান্স পরিষেবা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন থাকবে।

    Mamata Banerjee sends fighting message on TMC Foundation Day

    আরও পড়ুনঃ হঠাৎ বড় সিদ্ধান্ত, রাজ্যের ১০ লক্ষ সরকারি কর্মচারীর জন্য জারি নির্দেশ

    ভিড় নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ বাহিনীও মোতায়েন করা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মেলার প্রতিটি দিক নজরে রেখে পরিকল্পনা করা হয়েছে, যাতে পুণ্যার্থীরা নিরাপদ ও নিশ্চিন্তে গঙ্গাসাগর মেলায় অংশ নিতে পারেন। রাজ্য প্রশাসনের আশা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) করা এই বিমা ঘোষণার ফলে গঙ্গাসাগর মেলা ২০২৬-এ পুণ্যার্থী ও পর্যটকদের মধ্যে বাড়তি ভরসা তৈরি হবে।

    Click here to Read More
    Previous Article
    রাজীব কুমারের পর কে হবেন নতুন ডিজিপি? রাজ্যকে সুপ্রিম কোর্টে যেতে বলল UPSC
    Next Article
    Suvendu Adhikari: '১১তে এসে টাটাকে তাড়িয়েছে ১৬ এসে চাকরি বিক্রি করেছে' বিস্ফোরক শুভেন্দু

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment