Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    রাজীব কুমারের পর কে হবেন নতুন ডিজিপি? রাজ্যকে সুপ্রিম কোর্টে যেতে বলল UPSC

    6 দিন আগে

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি মাসেই শেষ হচ্ছে রাজ্যের বর্তমান ডিজিপি রাজিব কুমারের মেয়াদ (West Bengal DGP)। এরপর কে বসবেন সেই দায়িত্বে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে নতুন ডিজি হিসেবে ইউপিএসসিকে কয়েকজনের নামের তালিকা পাঠিয়েছিল রাজ্য সরকার। এবার সেই তালিকাই ফেরত পাঠিয়ে দিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। শুধু তাই নয়, ডিজি নিয়োগ নিয়ে ব্যাপক অচলাবস্থা কাটাতে রাজ্যকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে ইউপিএসসি।

    কবে মেয়াদ শেষ হচ্ছে রাজীব কুমারের?

    গত 2023 সালের ডিসেম্বর মাসে তৎকালীন ডিজি মনোজ মালব্যর মেয়াদ শেষের পরই নতুন ডিজি হিসেবে নিযুক্ত হন রাজীব কুমার। এবার তাঁর মেয়াদ শেষ হতে চলেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী 31 জানুয়ারি রাজ্যের ডিজি পদে শেষ হচ্ছে রাজীব কুমারের মেয়াদ। মূলত সেই কথা ভেবেই আগেভাগে ইউপিএসসিকে নতুন নামের তালিকা পাঠিয়ে দিয়েছিল রাজ্য। কিন্তু তালিকা তৈরিতে এত দেরি কেন! এমন প্রশ্ন তুলেই সেই তালিকা রাজ্যকে ফিরিয়ে দিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন

    রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ ইউপিএসসির

    গতবছর অর্থাৎ 2025 এর জুলাই মাসে কমিশনকে চিঠি দিয়ে নতুন ডিজিপি পদে নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতির প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। তাতে জানানো হয়েছিল, গত 2023 সালের 28 ডিসেম্বর রাজ্যে ডিজিপি পদে শূন্যতার সৃষ্টি হলে রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজি হিসেবে নিয়োগ করা হয়েছিল। 2026 এর 31 জানুয়ারি তার মেয়াদ শেষ হতে চলেছে। রাজ্যের তরফে এমন চিঠি ফিরিয়ে দিয়ে কমিশন জানিয়েছে, প্রকাশ সিং মামলায় 2006 সালের রায় সংশোধন করে 2018 সালের 3 জুলাই সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল, ডিজিপি পদে শূন্যতা তৈরি হওয়ার অন্তত তিন মাস আগে রাজ্য সরকারকে ইউপিএসসিতে প্রস্তাব দিতে হবে।

    অবশ্যই পড়ুন: দেশের প্রথম ননস্টপ ট্রেন, একবারে থামে ৯০০ কিমি দূরের গন্তব্যে! জানুন রুট

    ইউপিএসসির তরফে জানানো হয়েছে, রাজ্যের প্রাক্তন ডিজিপি মনোজ মালব্য 2023 সালের 27 ডিসেম্বর দু বছরের মেয়াদ শেষ করে অবসর নেন। সে ক্ষেত্রে নিয়মমতো সর্বোচ্চ 2023 সালের মধ্যে এই প্রস্তাব পাঠানো উচিত ছিল। তবে রাজ্য সেই প্রস্তাব পাঠিয়েছে 2025 এর জুলাইয়ে গিয়ে। অর্থাৎ দেড় বছর দেরিতে পাঠানো হয়েছে এই প্রস্তাব। এত দেরিতে কেন প্রস্তাব পাঠানো হলো এমন প্রশ্ন রেখেই রাজ্যকে চিঠি ফেরত দিয়ে দিয়েছে কমিশন।

    অবশ্যই পড়ুন: অজিত আগরকরের সাথে চুক্তি বাড়াচ্ছে না BCCI! নতুন নির্বাচক পাবে টিম ইন্ডিয়া?

    সূত্রের খবর, গত বছরের অক্টোবরে এমপ্যানেলমেন্ট কমিটির বৈঠক হলেও প্রস্তাব জমা দিতে দেরি হওয়ায় কমিটির সদস্যদের মধ্যে কিছুটা মতবিরোধ দেখা দিয়েছিল। এর ফলে কমিশন গোটা বিষয়টি ভারতের অ্যাটর্নি জেনারেলের কাছে পাঠায় এবং মতামত চায়। পরবর্তীতে অ্যাটর্নি জেনারেল মতামতে জানিয়েছেন, রাজ্য সরকার প্রস্তাব পাঠাতে যে এত বিলম্ব করেছে তা যথেষ্ট গুরুতর। এই দীর্ঘ বিলম্ব ক্ষমা করার মতো কোনও বিধান ইউপিএসসির কাছে নেই। এই ধরনের বিলম্বের ক্ষেত্রে বিষয়গুলি এমপ্যানেলমেন্টের সুযোগ থেকে বঞ্চিত হয়। এমতাবস্থায় রাজ্য সরকারের উচিত হবে গোটা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া। মূলত এমন সিদ্ধান্ত জানিয়েই গত 31 ডিসেম্বর ইউপিএসসির ডিরেক্টর নন্দ কিশোর কুমার এই সরকারি চিঠি জারি করেন।

    Click here to Read More
    Previous Article
    দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে ছিন্ন প্রায় এক দশকের সম্পর্ক! নতুন সফর শুরু করলেন নীরজ চোপড়া
    Next Article
    কোনও দুর্ঘটনায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা, ভোটের আবহে গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের জন্য সিদ্ধান্ত মমতার

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment