Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে ছিন্ন প্রায় এক দশকের সম্পর্ক! নতুন সফর শুরু করলেন নীরজ চোপড়া

    6 days ago

    Neeraj Chopra took a big step this time.
    Neeraj Chopra took a big step this time.

    বাংলা হান্ট ডেস্ক: এবার ভারতের তারকা অ্যাথলিট তথা ‘গোল্ডেন বয়’ নীরজ চোপড়ার (Neeraj Chopra) প্রসঙ্গে একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ২ বারের অলিম্পিক পদকপ্রাপ্ত নীরজ চোপড়া এবার JSW স্পোর্টসের সঙ্গে তার প্রায় ১ দশকের দীর্ঘ অংশীদারিত্বের ইতি টানলেন। এর পাশাপাশি, নীরজ তাঁর নিজস্ব অ্যাথলিট ম্যানেজমেন্ট কোম্পানি ‘ভেল স্পোর্টস’ শুরু করেছেন বলেও জানা গিয়েছে।

    কী জানিয়েছেন নীরজ (Neeraj Chopra):

    JSW-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ: জানিয়ে রাখি যে, নীরজ চোপড়া ২০১৬ সাল থেকে JSW স্পোর্টসের সঙ্গে যুক্ত। এই সময়ের মধ্যে, তাঁর কেরিয়ার নতুন উচ্চতায় পৌঁছেছে। ২৭ বছর বয়সী নীরজ তাঁর এই সিদ্ধান্ত সম্পর্কে জানান যে, গত দশকে এই সফর যাত্রা বৃদ্ধি, আত্মবিশ্বাস এবং সাফল্যে পূর্ণ। JSW স্পোর্টস নীরজের কেরিয়ার গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের এই সমর্থন এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য নীরজ সর্বদা কৃতজ্ঞ থাকবেন বলেও জানান।

    Neeraj Chopra took a big step this time.

    নীরজ আরও বলেন যে, এই অধ্যায়টি শেষ করার সঙ্গে সঙ্গে তিনি তাঁর কেরিয়ারের পরবর্তী পর্যায়ে সেই একই মূল্যবোধ বহন করছেন। বিবৃতিতে জানানো হয়েছে যে, উভয় পক্ষের পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদ ঘটছে। JSW স্পোর্টসের সিইও দিব্যাংশু সিং বলেন, ‘নীরজের সঙ্গে কাজ করা আমাদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা। তাঁর সাফল্য আমাদের উৎকর্ষতা এবং উদ্দেশ্যের ভাগ করা দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। আমরা একসঙ্গে যা অর্জন করেছি তাতে আমরা অবিশ্বাস্যভাবে গর্বিত এবং তাঁর ভবিষ্যতের প্রচেষ্টায় তাঁকে শুভকামনা জানাই।’

    আরও পড়ুন: নিষিদ্ধ করেছে বাংলাদেশ! আর কোন কোন দেশে সম্প্রচারিত হয় না IPL?

    নীরজ এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছেন: উল্লেখ্য যে, ২০২১ সালের টোকিও অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের প্রথম অলিম্পিক গোল্ড মেডেল জিতে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ চোপড়া।

    আরও পড়ুন: মুস্তাফিজুরের জন্য খরচ করা ৯.২ কোটি টাকা কীভাবে ফেরত পাবে KKR? কী বলছে নিয়ম?

    এরপর তিনি ২০২৩ সালের ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল এবং ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে সিলভার জিতেছিলেন। এছাড়াও, বিশ্ব মঞ্চে তিনি একাধিক পোডিয়াম ফিনিশ হাসিল করেছেন। এখন নীরজের চোখ এই বছরের এশিয়ান গেমস এবং পরবর্তী অলিম্পিক গেমসের দিকে রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    মোক্ষম ঝটকা পাবে পাকিস্তান! কাশ্মীরের চেনাবে ভারত যা করে দেখাচ্ছে… পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী
    Next Article
    রাজীব কুমারের পর কে হবেন নতুন ডিজিপি? রাজ্যকে সুপ্রিম কোর্টে যেতে বলল UPSC

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment