Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ‘I-PAC-এর কাছে ভোটার লিস্ট থাকবে কেন?’ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অ্যাকশনের দাবি শুভেন্দুর

    4 দিন আগে

    Suvendu Adhikari Slams CM Mamata Over ED Search at Pratik Jain’s House
    Suvendu Adhikari Slams CM Mamata Over ED Search at Pratik Jain’s House

    বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার সকালে হঠাৎই কলকাতায় শুরু হয় ইডি তল্লাশি অভিযান। রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে একসঙ্গে অভিযান চালায় ইডি। সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিস ও কলকাতার লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে একযোগে তল্লাশি শুরু হয়। সূত্রের খবর, দিল্লিতে নথিভুক্ত একটি পুরনো কয়লা পাচার মামলার সূত্র ধরেই এই অভিযান চালানো হচ্ছে।

    এডি তল্লাশীর মাঝে প্রতীক জৈনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী

    এই তল্লাশির মাঝেই তড়িঘড়ি প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখান থেকে একটি সবুজ ফাইল, একটি ফোন এবং একটি ল্যাপটপের হার্ডডিস্ক হাতে নিয়ে বেরিয়ে যান। এরপর মুখ্যমন্ত্রী আইপ্যাকের সেক্টর ফাইভের অফিসে চলে যান বলে জানা গিয়েছে। ওই সময় তাঁর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও। ইডির অভিযানের মধ্যে মুখ্যমন্ত্রীর এই উপস্থিতিকে কেন্দ্র করে রাজনীতিতে নজরবিহীন আলোচনা শুরু হয়েছে।

    মুখ্যমন্ত্রীর পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ শুভেন্দুর (Suvendu Adhikari)

    মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী যা করলেন, তা সাংবিধানিক কাজে হস্তক্ষেপ এবং সরকারি কাজে বাধা দেওয়া। আমি এই কাজের নিন্দা জানাই। তিনি শুধু রাজনৈতিক নেত্রী নন, প্রশাসনিক কর্ত্রীও। ইডির উচিত তাদের ক্ষমতা অনুযায়ী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া। তারা আইনের মাধ্যমে ব্যবস্থা নেবেন বলেই আমি আশা করি।”

    শুভেন্দু (Suvendu Adhikari) আরও বলেন, “আইপ্যাকের কাছে ভোটার লিস্ট থাকবে কেন? আমি ইডির তদন্তে ঢুকতে চাই না, কিন্তু পুলিশ কমিশনার ও মুখ্যমন্ত্রীর সেখানে যাওয়াকে আমি অসাংবিধানিক ও অনৈতিক বলে মনে করি। রাজীব কুমারের সময়েও একই কাজ হয়েছিল। তৃতীয়বারের মতো তিনি এই ধরনের পদক্ষেপ করলেন। যদি কোনও ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পশ্চিমবঙ্গে ভুল বার্তা যাবে।”

    West Bengal Politics Suvendu Adhikari vs TMC

    আরও পড়ুনঃ ২৬-এর আগে দক্ষিণ দিনাজপুরে বড় ধাক্কা তৃণমূলে, কুমারগঞ্জে বিজেপিতে যোগ দিল ৮০ পরিবার

    এরপর শুভেন্দু (Suvendu Adhikari) প্রশ্ন তোলেন, “আইপ্যাক কি পার্টি অফিস নাকি? তারা কাগজপত্র দেখে নেবে কেন?” পাশাপাশি ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করে শুভেন্দু বলেন, “আমার প্রবীণ বাবা-মাকে মুখ্যমন্ত্রী হেনস্থা করেছিলেন। মুখ্যমন্ত্রীর মুখে এসব কথা মানায় না। বিজেপি কেন কোনও নেতার বাড়িতে পাঠিয়ে দেখুন, ৫১ কোটি টাকা পাবেন না। মুখ্যমন্ত্রীর বাড়িতে ১০০ কোটি টাকা পাওয়া যাবে।” ইডির তল্লাশি, মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং বিরোধী দলনেতার এই কড়া প্রতিক্রিয়ায় রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি এখন চরম উদ্বেগজনক।

    Click here to Read More
    Previous Article
    ভারত-বাংলাদেশ সীমান্তে ৩২৩২ কিমি বেড়া দেওয়া সম্পন্ন, বাকি কতটা?
    Next Article
    I-PAC প্রধান প্রতীক জৈনের বাড়ি থেকে সবুজ ফাইল নিয়ে বেরোলেন মমতা, কী আছে তাতে?

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment