Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ভারত-বাংলাদেশ সীমান্তে ৩২৩২ কিমি বেড়া দেওয়া সম্পন্ন, বাকি কতটা?

    4 days ago

    সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের সীমান্তকে সুরক্ষা দেওয়ার জন্য ভারত সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজ চলছে একেবারে জোরকদমে। মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সীমানায় বেড়া বসানোর অগ্রগতি সম্পর্কে তথ্য দিয়েছে। তবে জানা গিয়েছে, ভারত ও বাংলাদেশের সীমান্তে (Bangladesh India Border) এখনও পর্যন্ত ৮৬৪ কিলোমিটার বেড়া দেওয়া বাকি, যা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করছে বিশেষজ্ঞরা।

    ভারত-বাংলাদেশ সীমান্তের বর্তমান পরিস্থিতি

    স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ভারত-বাংলাদেশের সীমান্তের মোট দৈর্ঘ্য ৪৯৬.৭ কিলোমিটার। তবে এর মধ্যে মাত্র ৩২৩২.২১৮ কিলোমিটার বেড়া দেওয়া সম্পন্ন হয়েছে। অর্থাৎ, প্রায় ৭৯ শতাংশ সীমান্ত বর্তমানে সুরক্ষিত। সেই সূত্রে এখনও পর্যন্ত ৮৬৪.৪৮২ কিলোমিটার অংশে বেড়া বসানো বাকি রয়েছে, যার মধ্যে ১৭৪.৫১৪ কিলোমিটার এলাকা নন ফিজ়বল গ্যাপ। অর্থাৎ সেখানে ভৌগোলিক বা কূটনৈতিক কারণে বেড়া বসানো কোনও ভাবেই সম্ভব নয়।

    আরও পড়ুন: ৯৯% কাজ শেষ! চিন, রাশিয়াকে পেছনে ফেলে সব রেকর্ড ভাঙল ভারতীয় রেল

    বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র মারফত খবর, বাকি অংশে বেড়া দিতে গিয়ে একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে কেন্দ্র সরকারকে। যেমন- জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা, বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনীর আপত্তি, সীমিত কাজের সময়, এমনকি পাহাড়ি এলাকা, ধসপ্রবণ অঞ্চল বা জলাভূমি। তবে ভারত সরকার স্পষ্ট জানিয়েছে, সীমান্ত সংক্রান্ত সমস্ত পদক্ষেপ ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি মেনেই করা হচ্ছে। আর একইসঙ্গে বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতামূলক প্রত্যাশা চাওয়া হয়েছে।

    বলাইবাহুল্য, কাঁটাতারের বেড়া বসানোর পেছনে ভারত সরকারের মূল লক্ষ্য হলো অনুপ্রবেশ রোধ করা, সীমান্তে অপরাধ কমানো, চোরাচালান এবং মানবপ্রচার প্রতিরোধ করা। পাশাপাশি অপরাধীদের চলাচল বন্ধ করা ভারত সরকারের মূল উদ্দেশ্য। সরকার মনে করছে, সীমান্তে বেড়া থাকলে অপরাধ নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হয়ে যাবে এবং কোনও অবৈধ কাজকর্ম সীমান্তে চলবে না।

    আরও পড়ুন: ফের ছক্কা হাঁকাল পরশুরাম, কী হল বিদ্যা ব্যানার্জীর? রইল এ সপ্তাহের TRP তালিকা

    অন্যান্য সীমান্তে কী অবস্থা?

    বলে রাখি, লোকসভায় দেওয়া রিপোর্ট অনুযায়ী, ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তের মোট দৈর্ঘ্য ২২৮৯.৬৬ কিলোমিটার। তবে এর মধ্যে ২১৩৫.১৩৬ কিলোমিটার এলাকায় বেড়া বসানো হয়েছে। অর্থাৎ মোট সীমান্তের মোটামুটি ৯৩.২৫ শতাংশ সুরক্ষিত এবং এখনও ১৫৪.৫২৪ কিলোমিটার অংশে বেড়া বসানো বাকি। অন্যদিকে ভারত-মায়ানমার সীমান্তের মোট দৈর্ঘ্য ১৬৪৩ কিলোমিটার। রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত সেখানে মাত্র ৯.২১৪ কিলোমিটার এলাকা ফিজিক্যাল ফেন্সিং সম্পন্ন হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    Sequence 01 51
    Next Article
    ‘I-PAC-এর কাছে ভোটার লিস্ট থাকবে কেন?’ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অ্যাকশনের দাবি শুভেন্দুর

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment