Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    গৃহস্থের বাড়িতে চুরি! গুসকরায় গ্রেপ্তার তৃণমূল নেতা, অস্বস্তিতে শাসকশিবির

    10 hours ago

    Trinamool Congress Leader Arrested in Guskara House Theft Case
    Trinamool Congress Leader Arrested in Guskara House Theft Case

    বাংলা হান্ট ডেস্কঃ এক গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় এবার নাম জড়াল শাসক দলের (Trinamool Congress)। পূর্ব বর্ধমানের গুসকরায় এক গৃহস্থের বাড়িতে চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক তৃণমূল নেতা ও তাঁর সহযোগী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ও রাজনৈতিক মহলে। পুলিশ ২৪ ঘণ্টার মধ্যেই তদন্তে সাফল্য এনে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।

    গৃহস্থের বাড়িতে চুরির ঘটনার গ্রেপ্তার তৃণমূল (Trinamool Congress) নেতা

    পূর্ব বর্ধমানের গুসকরা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) স্থানীয় নেতা হাই মল্লিক। তিনি ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি বলে পরিচিত। তাঁর সঙ্গে গ্রেপ্তার হয়েছেন আহাদত সেখ নামে এক ব্যক্তি, তিনিও একই ওয়ার্ডের বাসিন্দা। সোমবার দুই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হলে সিজেএম তিন দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আলুটিয়া সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকায় পোস্ট অফিসের কর্মী রাণা বিশ্বাসের বাড়ি। কয়েকদিন আগে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি শ্বশুরবাড়িতে যান। শনিবার বিকেলে তাঁর মা সীমা বিশ্বাস বাড়িতে তালা দিয়ে গুসকরারই শান্তিপুরে নিজের বাপের বাড়িতে বেড়াতে যান। ফলে বাড়িটি সম্পূর্ণ ফাঁকা ছিল।

    অভিযোগ পরিবারের এই অনুপস্থিতির সুযোগ নেয় চোরের দল। শনিবার শীতের সন্ধ্যায় দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে পড়ে তারা। দুটি ঘরের দুটি আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা চুরি হয়। অভিযোগ, শীতের কম্বল পর্যন্ত নিয়ে যায় চোরেরা। বাপের বাড়ি থেকে ফিরে ভাঙা দরজা ও লণ্ডভণ্ড ঘর দেখে হতবাক হয়ে যান সীমা বিশ্বাস। তিনি জানান, এই চুরির ঘটনায় তাঁদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সন্ধ্যার সময় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

    রবিবার পুলিশ তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনার কিনারা করে। সোমবার সকালে প্রথমে আহাদত সেখকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে এবং পুলিশকে জানায়, ঘটনার সময় তৃণমূল (Trinamool Congress) নেতা হাই মল্লিকও তার সঙ্গে ছিল। এরপর পুলিশ হাই মল্লিককেও তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। এই ঘটনা নিয়ে গুসকরা টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি মল্লিকা চোঙদার বলেন, “এখনও নতুন করে ওয়ার্ড কমিটি তৈরি হয়নি। ফলে হাই মল্লিক বর্তমানে কোনও পদে নেই।” অন্যদিকে গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায় বলেন, “হাই মল্লিক নেশা করে, এটা জানি। কিন্তু চুরির সঙ্গে যুক্ত, তা জানা ছিল না।”

    Trinamool Congress Leader Arrested in Guskara House Theft Case

    আরও পড়ুনঃ চন্দ্রকোনায় কনভয়ে হামলার অভিযোগ, CBI তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু

    বিধানসভা ভোটের আগে এই ঘটনায় তীব্র কটাক্ষ করেছে বিজেপি। জেলা বিজেপি নেতা মৃত্যঞ্জয় চন্দ্র বলেন, “কয়লা, বালি, চাকরি আর ভোট চুরি, সবেতেই তৃণমূলের দক্ষতা সবাই জানে। এবার গৃহস্থের বাড়িতে চুরিতেও তৃণমূল নেতা ধরা পড়ল। এতে প্রমাণ হল, তৃণমূল (Trinamool Congress) পুরোপুরি চোরেদের দল।”

    Click here to Read More
    Previous Article
    বৃদ্ধ বাবা-মাকে উপেক্ষা করলে ১০% বেতন কাটা হবে কর্মীদের, নয়া নিয়ম রাজ্য সরকারের
    Next Article
    মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের প্ল্যানিং-ব্লুপ্রিন্ট থাকতে পারে তাই ফাইল আগলে রেখেছিল': কুনাল ঘোষ

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment