Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ইউনূসের বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডব! পিটিয়ে খুন করা হল হিন্দু যুবককে

    7 hours ago

    Another Hindu youth has been murdered in Bangladesh.
    Another Hindu youth has been murdered in Bangladesh.

    বাংলাহান্ট ডেস্ক: ভোটের মুখে বাংলাদেশে (Bangladesh) মৌলবাদী তাণ্ডব ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। ফের এক হিন্দু হত্যার ঘটনায় উত্তাল সে দেশের পরিস্থিতি। এবার ঘটনাস্থল ফেনি জেলার দাগনভুইঞা। সেখানে এক অটোরিকশা চালককে পিটিয়ে খুন করে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিসংখ্যান বলছে, গত এক মাসে এই নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে খুন হলেন অন্তত আট জন হিন্দু। ধারাবাহিক এই ঘটনাগুলি সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে এবং ইউনুস প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা তীব্র হচ্ছে।

    বাংলাদেশে (Bangladesh) ফের এক হিন্দু যুবককে হত্যা:

    নিহত ব্যক্তির নাম সমীর কুমার দাস (২৮)। তিনি দাগনভুইঞা এলাকার বাসিন্দা এবং পেশায় অটোরিকশা চালক। সোমবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার সময় ফেনি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সামনে তাঁর পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। প্রথমে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়। সমীর বাধা দিলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্বাস্থ্যকেন্দ্রের সামনেই পড়ে থাকতে দেখা যায় সমীরের রক্তাক্ত দেহ, আর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

    আরও পড়ুন:ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখলেই ভারতের ওপর ৭৫ শতাংশ মার্কিন শুল্ক? কী নির্দেশ ট্রাম্পের?

    দাগনভুইঞা থানার ওসি মহম্মদ ফয়জুল আজিম জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কারা এই হামলার সঙ্গে যুক্ত, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এলাকায় অপরাধমূলক তৎপরতা বাড়লেও পুলিশের নজরদারি যথেষ্ট নয়। সংখ্যালঘু পরিবারগুলির মধ্যেও ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে, বিশেষ করে ভোটের আগে পরিস্থিতি আরও অশান্ত হয়ে উঠছে বলে তাঁদের আশঙ্কা।

    উল্লেখ্য, গত বছরের শেষে ময়মনসিংহে দীপু দাস খুনের ঘটনার পর থেকেই একের পর এক হিন্দু নিধনের খবর সামনে এসেছে। সম্প্রতি হিন্দু সংস্কৃতিকর্মী ও গায়ক প্রলয় চাকীর পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সোমবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে, আর তার পরদিনই সমীর কুমার দাসের হত্যাকাণ্ড সামনে এল। এই পরপর ঘটনাগুলি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

    Another Hindu youth has been murdered in Bangladesh.
    নিহত হিন্দু যুবক সমীর কুমার দাস

    আরও পড়ুন: অপেক্ষার অবসান! বছরের শুরুতেই রাজ্য সরকারি কর্মীদের ৩% DA বৃদ্ধির ঘোষণা ‘এই’ রাজ্যে

    ওয়াকিবহাল মহলের একাংশের মতে, আসন্ন নির্বাচনের আগে কট্টরপন্থী জামাত-ই-ইসলামি সহ মৌলবাদী শক্তিগুলি পরিকল্পিত ভাবে হিন্দুদের উপর হামলা চালিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। তাঁদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস প্রকাশ্যে সংখ্যালঘু সুরক্ষার কথা বললেও বাস্তবে প্রশাসনিক উদাসীনতা ও প্রচ্ছন্ন মদতের ইঙ্গিত মিলছে। ভোট যত এগোচ্ছে, ততই বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা গভীর হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    চন্দ্রকোনায় কনভয়ে হামলার অভিযোগ, CBI তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু
    Next Article
    ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখলেই ভারতের ওপর ৭৫ শতাংশ মার্কিন শুল্ক? কী নির্দেশ ট্রাম্পের?

    Related International Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment