Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মে বড় বদল আনল IRCTC, এবার আসন পাওয়া আরও সহজ

    2 hours ago

    সহেলি মিত্র, কলকাতাঃ নতুন বছরের শুরুতে আবারও একবার বদলে গেল টিকিট বুকিং-এর নিয়ম (Ticket Booking Rules)। আপনিও যদি সম্প্রতি ট্রেনে করে কোথাও যাওয়ার প্ল্যান করে থাকেন কিংবা ইতিমধ্যে টিকিট কেটে ফেলে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আসলে সোমবার, ১২ জানুয়ারি থেকে ট্রেনের টিকিট বুকিংয়ের জন্য একটি নতুন নিয়ম কার্যকর হয়েছে। নতুন নিয়মটি ভ্রমণকারীদের জন্য উপকারী।

    টিকিট বুকিং-এর ক্ষেত্রে নতুন নিয়ম লাগু রেলের

    এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে রেল কী নিয়ম লাগু করেছে? তাহলে জানিয়ে রাখি, আধার ভেরিফাইড IRCTC ব্যবহারকারীদের জন্য ট্রেনের টিকিট বুকিংয়ের সময়সূচী ১২ জানুয়ারি থেকে আবার পরিবর্তন করা হবে। এই পরিবর্তনের মাধ্যমে, আধার-যাচাইকৃত ব্যবহারকারীরা অগ্রিম রিজার্ভেশন পিরিয়ড (ARP) খোলার দিন মধ্যরাত পর্যন্ত ট্রেনের টিকিট বুক করতে পারবেন। রেলের মতে, এই নিয়মের ফলে প্রকৃত যাত্রীরা আরও সহজেই নিজের আসন সংরক্ষিত করতে পারবেন।

    আইআরসিটিসি জানিয়েছে যে ১২ জানুয়ারি, ২০২৬ থেকে, কেবলমাত্র আধার-যাচাইকৃত ব্যবহারকারীরা অগ্রিম রিজার্ভেশন সময়ের প্রথম দিনে সাধারণ রিজার্ভেশন টিকিট বুক করতে পারবেন। তবে, কম্পিউটারাইজড পিআরএস কাউন্টারগুলিতে টিকিট বুক করার পদ্ধতিতে কোনও পরিবর্তন হবে না। রেল মন্ত্রক গত ৬ জানুয়ারি এক বিবৃতিতে বলেছে যে ব্যবহারকারীদের আধার যাচাইকরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ। ই-টিকিট ব্যবস্থার অপব্যবহারের চেষ্টা করা ব্যক্তিদের সনাক্ত এবং প্রতিরোধ করার জন্যও সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

    এখনও পর্যন্ত কী কী নিয়ম রয়েছে?

    এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে, আধার-যাচাইকৃত ব্যবহারকারীরা বুকিং উইন্ডো খোলার দিন সকাল ৮:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত সংরক্ষিত টিকিট বুক করতে পারতেন। রেল মন্ত্রক বুকিং উইন্ডো খোলার দিন সাধারণ রিজার্ভেশনের জন্য আধার-যাচাইকৃত বুকিংয়ের পরিধি বিভিন্ন পর্যায়ে সম্প্রসারণ করছে। এর আগে, আইআরসিটিসি সাধারণ রিজার্ভেশন খোলার প্রথম ১৫ মিনিটের মধ্যে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপ থেকে সংরক্ষিত ট্রেনের টিকিট বুকিংয়ের জন্য আধার-ভিত্তিক যাচাইকরণ বাধ্যতামূলক করেছিল।

    আরও পড়ুনঃ ফেব্রুয়ারিতেই রাজ্যের বাজেট পেশ, বড় ঘোষণা করতে পারে পশ্চিমবঙ্গ সরকার

    এরপর, সংরক্ষিত টিকিট বুকিংয়ের প্রথম দিনে আধার ভেরিফিকেশন সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল। ২৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে, আধার-যাচাইকৃত আইআরসিটিসি ব্যবহারকারীদের রিজার্ভেশন উইন্ডোর প্রথম দিনে সকাল ৮:০০ টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত টিকিট বুক করার অনুমতি দেওয়া হয়েছিল। ৫ জানুয়ারি, আধার-ভেরিফাইড ব্যবহারকারীদের জন্য টিকিট বুকিংয়ের সময়সীমা সংরক্ষিত টিকিট বুকিংয়ের প্রথম দিনে সকাল ৮:০০ টা থেকে বিকাল ৪:০০টে পর্যন্ত বাড়ানো হয়েছিল।

    Click here to Read More
    Previous Article
    সিঙ্গুরের মাঠে টাটা ন্যানো কারখানার মতোই ছাউনি, কী হতে চলেছে?
    Next Article
    নিপা ভাইরাসের কোনও প্রতিষেধক নেই, কীভাবে সম্ভব চিকিৎসা? কী বলছেন চিকিৎসকেরা

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment