Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    সিঙ্গুরের মাঠে টাটা ন্যানো কারখানার মতোই ছাউনি, কী হতে চলেছে?

    2 hours ago

    প্রীতি পোদ্দার, কলকাতা: বাম আমলে বিরোধীদের দাপটে বাধ্য হয়ে বাংলা ছেড়ে টাটা চলে গিয়েছিল গুজরাটে। তৈরি হয়েছিল ছোট গাড়ি ন্যানো। বহু বছর ধরে এখনও সিঙ্গুরের (Singur) সেই কারখানার জমি এখনও ফাঁকা, পূরণ হয়নি কোনো প্রতিশ্রুতি। এবার সেই মাঠেই কারখানার আদলেই তৈরি হচ্ছে ছাউনি। কারণ এবার সেই জমিতেই সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    নতুন রূপে সেজে উঠেছে সিঙ্গুর

    রিপোর্ট মোতাবেক, চলতি সপ্তাহে জোড়া সভা নিয়ে বঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৭ জানুয়ারি মালদহে সভা করতে চলেছেন তিনি। এবং পরের দিন অর্থাৎ ১৮ জানুয়ারি সভা হতে চলেছে দক্ষিণবঙ্গের সিঙ্গুরে। আর সেটি হবে ‘টাটার মাঠে’। প্রথমে হাওড়ায় এই সভা হওয়ার কথা ছিল, কিন্তু পরে বঙ্গ বিজেপির আবেদনে সেই সভা সিঙ্গুরে করার পরিকল্পনা করা হয়। আসলে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই সিঙ্গুরে বাড়তি জোর দিয়েছে গেরুয়া শিবির। তাই এখন থেকেই জোর প্রস্তুতিতে নেমে পড়েছে সকলে। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর জনসভা হলেই সেখানে ‘হ্যাঙার’-এর ব্যবস্থা করা হয়। এবারেও তাই হচ্ছে ইস্পাতের সার সার স্তম্ভ, তার উপরে ইস্পাতেরই তৈরি দোচালা ছাউনির মতো দেখতে কাঠামো করা হয়েছে।

    কী বলছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়?

    ছাউনির ব্যবস্থা করা হয়েছে দর্শকদের জন্য। এদিকে ছাউনি কাঠামো এমন ভাবে নির্মাণ করা হচ্ছে যেন অবিকল সিঙ্গুরের কারখানা। সভামঞ্চের জন্য কোথাও মাটি ফেলা হচ্ছে, কোথাও মাটি সরানো হচ্ছে, কোথাও রোলার চালিয়ে সে মাটি সমান করা হচ্ছে। কাজের দ্রুততা বাড়ানোর জন্য জোরকদমে নেমে পড়েছে কর্মীরা। প্রধানমন্ত্রীর সভা আয়োজনের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন, ‘‘এখানকার চাষিরাও আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিছু আশা করেন না। তাইতো প্রধানমন্ত্রীর সভার জন্য তাঁরা তাঁদের জমি ব্যবহারের অনুমতি দিয়েছেন।’’

    আরও পড়ুন: প্রতীক জৈনের বাড়িতে কী করেছিলেন মুখ্যমন্ত্রী? ছবি দিয়ে সুপ্রিম করতে বড় দাবি ED-র

    প্রসঙ্গত, ২০০৮ সালে টাটা মোটরস সিঙ্গুর থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের কারখানা গুটিয়ে গুজরাতে নিয়ে গিয়েছিল নরেন্দ্র মোদীর হাত ধরে। আর তখনই সিঙ্গুর আন্দোলন করে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। কিন্তু আজও সেই জায়গায় কারখানা তৈরি হয়নি। তাই এবার সেই সিঙ্গুরকে টার্গেট করল বিজেপি। তাঁদের দাবি পশ্চিমবঙ্গে গেরুয়া শিবির ক্ষমতায় এলে শিল্প তথা বিনিয়োগের সুদিন ফিরবে গোটা রাজ্য জুড়ে। জানা গিয়েছে, ওইদিন সিঙ্গুরের সভামঞ্চ থেকে মোদী জয়রামবাটি-পুরুলিয়া নতুন লোকাল ট্রেন-সহ কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি নতুন প্রকল্পের সূচনা করবেন।

    Click here to Read More
    Previous Article
    পথকুকুরের কামড়ে মৃত্যু হলে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার, স্পষ্ট নির্দেশ দিয়ে কুকুরপ্রেমীদেরও কড়া বার্তা সুপ্রিম কোর্টের
    Next Article
    ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মে বড় বদল আনল IRCTC, এবার আসন পাওয়া আরও সহজ

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment