Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    বর্ষবরণের রাতে বাড়তি সুবিধা! কলকাতা মেট্রোয় স্পেশাল ট্রেন, দেখে নিন সময়সূচি

    1 সপ্তাহ আগে

    kolkata Metro good news for passengers extra metro services on new years Eve

    বাংলা হান্ট ডেস্ক: হাতেগোনা আর একটা দিন। তারপরেই শুরু নতুন বছরকে স্বাগত জানানো হবে। আর এই ইংরেজি নববর্ষ কে স্বাগত জানানোর জন্য আগামী ৩১ ডিসেম্বর রাতে ব্লু লাইনে স্পেশাল মেট্রো (Kolkata Metro) চালানো হবে। এমনটাই কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। জানা যায় বর্ষবরণের কথা মাথায় রেখে ৩১ ডিসেম্বর রাতে বাড়তি ৮ টি মেট্রো চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    যাত্রীদের জন্য সুখবর বর্ষবরণের রাতে বাড়তি মেট্রো পরিষেবা (Kolkata Metro)

    বর্ষবরণের কথা মাথায় রেখে স্পেশাল মেট্রো চালানো সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। তাই এই দিন রাত ৯:৪০ মিনিটের পর সেই আটটি স্পেশাল মেট্রো চালানো হবে। যেখানে চারটি মেট্রো চলবে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত। বাকি তিনটি মেট্রো শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে। আরও একটি মেট্রো আবারও শহীদ ক্ষুদিরাম থেকেই ছাড়বে দমদম পর্যন্ত।

    kolkata Metro good news for passengers extra metro services on new years Eve

    আরও পড়ুন: নিরামিষেই আমিষের স্বাদ! সয়াবিন দিয়ে বানানো এই রান্না খেলে ভুলবেন চিকেন, জানুন রেসিপি

    অর্থাৎ বর্ষবরণের রাতে যারা কিছুটা রাত করে বাড়ি ফিরতে চাইছেন, তাদের এই অতিরিক্ত মেট্রো থাকায় সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি যারা বর্ষবরণের রাতটা পার্টি করে কাটাতে চাইছেন তারাও মেট্রো ধরে গন্তব্যে পৌঁছিয়ে যেতে পারবেন। এবার জেনে নিন এই স্পেশাল মেট্রোর টাইম টেবিল গুলো।

    দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী স্পেশাল মেট্রো

    ১) রাত ৯ টা ৪০ মিনিট।

    ২) রাত ৯ টা ৫২ মিনিট।

    ৩) রাত ১০ টা ৫ মিনিট।

    ৪) রাত ১০ টা ১৮ মিনিট।

    শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী স্পেশাল মেট্রো

    ১) রাত ৯ টা ৫৪ মিনিট।

    ২) রাত ১০ টা ৪ মিনিট।

    ৩) রাত ১০ টা ১৭ মিনিট।

    বর্ষবরণ উপলক্ষে শুধুমাত্র ব্লু লাইনেই রাতে স্পেশাল মেট্রো চালানো হবে। কিন্তু গ্রিন লাইন, ইয়েলো লাইন, অরেঞ্জ লাইন, পার্পল লাইনে বিশেষ মেট্রো চালানো হবে না। সেখানে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে (Kolkata Metro)।

    Click here to Read More
    Previous Article
    মোবাইলে কথা বলতে গিয়েই বিপত্তি, চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল তৃণমূল ছাত্রনেতার
    Next Article
    আরও দামি হবে গ্যাস সিলিন্ডার? LPG-র ভর্তুকির নিয়মে বড় বদল আনার পথে সরকার

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment