Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    বড় আপডেট নেটফ্লিক্সে! মোবাইল অ্যাপে আর নেই এই জনপ্রিয় ফিচার, ইউজারদের মধ্যে অসন্তোষ

    1 মাস আগে

    Netflix bad users this feature is disabled in the Netflix mobile app

    বাংলা হান্ট ডেস্ক: নেটফ্লিক্স (Netflix) এর জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে। তবে এবার এই নেটফ্লিক্সের মোবাইল পরিষেবায় এক খারাপ খবর রয়েছে।  শুধুমাত্র মোবাইল নয় সাধের স্মার্ট টিভির বড় পর্দার  জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সার্ভিস পরিষেবা। কিন্ত অধিকাংশ স্মার্ট টিভিতেই এবার কাস্টিং অপশন বন্ধ করে দিয়েছে, নেটফ্লিক্স। যার ফলে মন খারাপ হয়েছে ইউজারদের।

    মনখারাপ ব্যবহারকারীদের! নেটফ্লিক্স মোবাইল অ্যাপে বন্ধ এই ফিচারটি (Netflix)

    এবার এই সমস্যা হলে এখন প্রশ্ন আসতেই পারে ,তাহলে এখন কী উপায়। স্মার্ট টিভিতে অনলাইনে ভিডিও দেখা হল এক জনপ্রিয় উপায়। যদিও এই ফিচারটি রয়েছে। শুধুমাত্র নেটফ্লিক্সের কনটেন্ট ও তার সাহায্যে টিভির পর্দায় দেখার উপায় নেই।  কেননা ইতিমধ্যেই নেটফ্লিক্স (Netflix) ওই অপশনটি  বন্ধ করে দিয়েছে। উদ্দেশ্য, যাতে স্পেশ্যাল প্ল্যান যাঁদের কাছে, তাঁরা সেটির অপব্যবহার না করতে পারেন।

    Netflix bad users this feature is disabled in the Netflix mobile app

    আরও পড়ুন: নতুনভাবে প্রেমে পড়াবে চিংড়ি! আচারি মশলার টুইস্টে বানিয়ে ফেলুন স্পেশাল ডিশ

    এছাড়াও মোবাইল ল্যাপটপ ও টিভিতে নানান প্ল্যান নেটফ্লিক্সে রয়েছে। কেবল থার্ড পার্টির ভাইসের মাধ্যমে  সাপোর্ট দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে  নেটফ্লিক্সের সাপোর্ট পেজে গেল এই পরিবর্তনের বিষয়টি প্রত্যক্ষ করা যাবে।

    পাশাপাশি সেখানে পরিষ্কার বলা হয়েছে, যদি কারোর টিভির স্ট্রিমিং ডিভাইস বা টিভি রিমোট থাকে তাহলে তিনি নেটফ্লিক্স অ্যাপটি ছোটপর্দায় দেখতে পাবেন।

    তবে বলে রাখা ভালো, নতুন টিভিতে এই পরিবর্তন দেখা যাবে। কিন্তু পুরনো সেটের ক্ষেত্রে এই পরিবর্তন এখনো আসেনি। পাশাপাশি এই পরিবর্তন নিয়ে  নেটফ্লিক্সের (Netflix) তরফ থেকে কোন যুক্তি দেওয়া হয় নি।

    Click here to Read More
    Previous Article
    Mahindra-Hyundai-কে টেক্কা Tata-র! নভেম্বরেই বিক্রি এতগুলি গাড়ি, কোথায় দাঁড়িয়ে Maruti Suzuki?
    Next Article
    শিক্ষক নিয়োগে নতুন মোড়, SSC-র পর এবার প্রাথমিক নিয়েও তোড়জোড়, কবে থেকে ইন্টারভিউ?

    Related Tech Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment