Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    শিক্ষক নিয়োগে নতুন মোড়, SSC-র পর এবার প্রাথমিক নিয়েও তোড়জোড়, কবে থেকে ইন্টারভিউ?

    2 সপ্তাহ আগে

    Primary Teacher Recruitment Interview Begins from December 30
    Primary Teacher Recruitment Interview Begins from December 30

    বাংলা হান্ট ডেস্কঃ SSC-র শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পর এবার প্রাথমিক শিক্ষক নিয়োগেও (Primary Teacher Recruitment) গতি আনতে চলেছে শিক্ষা দপ্তর। দীর্ঘদিন ধরে টেট পাশ করে অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য অবশেষে সামনে এল ইন্টারভিউয়ের দিনক্ষণ। বছর শেষের আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে তৎপর প্রশাসন।

    প্রাথমিক শিক্ষক নিয়োগে (Primary Teacher Recruitment) ইন্টারভিউ শুরু

    সূত্রের খবর, আগামী ৩০ ডিসেম্বর থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment) ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে মোট ১৩ হাজার ৪২১টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য আবেদনকারীর সংখ্যা প্রায় ৬০ হাজার। জানা যাচ্ছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নেওয়া হবে। পুরো প্রক্রিয়া চলবে ভিডিওগ্রাফির মাধ্যমে, যাতে স্বচ্ছতা বজায় থাকে। ইন্টারভিউ শেষ হওয়ার পরেই প্রকাশ করা হবে মেধাতালিকা।

    আপাতত ইংরেজি মাধ্যম স্কুলে নিয়োগ

    সূত্র মারফত আরও জানা গিয়েছে, বছর শেষে আপাতত শুধুমাত্র ইংরেজি মাধ্যম স্কুলগুলির জন্য নিয়োগের (Primary Teacher Recruitment) ইন্টারভিউ নেওয়া হবে। পরে ধাপে ধাপে অন্যান্য স্কুলের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। বিষয়টি নিয়ে বিস্তারিত নির্দেশিকা পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হবে।

    ভোটের আগে প্রক্রিয়া শেষ করতে চাইছে শিক্ষা দপ্তর

    সামনেই বিধানসভা নির্বাচন। তাই আদর্শ আচরণ বিধি জারি হওয়ার আগেই এসএসসি ও প্রাথমিক, দু’টি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে শিক্ষা দপ্তর। SSC-র ২৬ হাজার নিয়োগে এক্সটেনশন পাওয়ায় কিছুটা স্বস্তিতে রয়েছেন চাকরিপ্রার্থীরা।

    টেট পাশ প্রার্থীদের দীর্ঘ অপেক্ষা

    প্রাথমিকে বহু টেট উত্তীর্ণ প্রার্থী দীর্ঘদিন ধরে ইন্টারভিউ না হওয়ায় নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছিলেন না। অবশেষে তাঁদের জন্য স্বস্তির খবর। সূত্রের দাবি, ৩০ ও ৩১ ডিসেম্বর এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।

    ২০১৭-র পর ফের নিয়োগ

    উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary Teacher Recruitment) শেষ হয়েছিল ২০১৭ সালে। তারপর দীর্ঘ সময় নতুন নিয়োগ হয়নি। এই সময়ের মধ্যে একাধিকবার চাকরির দাবিতে পথে নেমেছেন টেট পাশ প্রার্থীরা। সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরের সামনে দফায় দফায় বিক্ষোভও হয়েছে।

    West Bengal Primary Education Gets Class 5 Boost

    আরও পড়ুনঃ বছর শেষে তৃণমূলের ফোকাস স্পষ্ট, জোড়া বৈঠকে ‘মেগা’ বার্তা দেবেন অভিষেক

    এরই মধ্যে গত মাসেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, অনলাইন পোর্টালের মাধ্যমে টেট উত্তীর্ণরা সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন। এবার সেই বিজ্ঞপ্তির ভিত্তিতেই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ইন্টারভিউ প্রক্রিয়া (Primary Teacher Recruitment)।

    Click here to Read More
    Previous Article
    বড় আপডেট নেটফ্লিক্সে! মোবাইল অ্যাপে আর নেই এই জনপ্রিয় ফিচার, ইউজারদের মধ্যে অসন্তোষ
    Next Article
    মাধ্যমিক পাশ হলেই সরকারি চাকরি! সুবর্ণ সুযোগ, জেনে নিন আবেদন পদ্ধতি

    Related Job Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment