Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ২৬-এও তারকাময় তৃণমূল, শুভশ্রী থেকে পার্নো, সম্ভাব্য প্রার্থীর তালিকায় কারা?

    1 সপ্তাহ আগে

    বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের শাসক দল তৃণমূলের যে কোনও অনুষ্ঠান মানেই তারকা সমারোহ। ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূলের সঙ্গে বিনোদন জগতের বেশ ওতপ্রোত সম্পর্ক দেখা গিয়েছে। বহু তারকা তৃণমূলের (Trinamool Congress) হাত ধরেই শুরু করেছেন রাজনৈতিক কেরিয়ার। প্রার্থী তালিকায় প্রতিবারই চমক দেয় ঘাসফুল শিবির।

    ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের (Trinamool Congress) সম্ভাব্য প্রার্থী কারা?

    ২০২৫ এও একাধিক তারকার ‘ঘর ওয়াপসি’ ঘটেছে তৃণমূলে। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বছরের শেষ লগ্ন পর্যন্ত দলীয় পতাকা হাতে তুলে নিতে দেখা গিয়েছে অনেককে। সম্ভাব্য প্রার্থী হিসেবে নামও উঠে আসছে বেশ কয়েকজনের। এর মধ্যে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে দেখা যাবে কাদের?

    Who are Trinamool Congress possible candidates for 2026

    তালিকায় কাদের নাম: টলিউডের ‘লেডি সুপারস্টার’ হওয়ার পাশাপাশি রাজনৈতিক জগতের সঙ্গেও বেশ ঘনিষ্ঠ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্বামী রাজ চক্রবর্তী তৃণমূল বিধায়ক, তিনি নিজেও মুখ্যমন্ত্রীর কাছের মানুষ। যদিও শুভশ্রী বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, রাজনীতি তাঁর জন্ষ্য নয়। চলতি বছরে তৃণমূলে (Trinamool Congress) ফেরার পর থেকেই সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। এর আগে বিজেপির টিকিটে ভোটে লড়েছেন তিনি।

    আরও পড়ুন : পিনাকের পর প্রলয়ের গর্জন! বঙ্গোপসাগরে সম্পন্ন হল নয়া ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

    কী বলছেন তারকারা: ছোটপর্দার পরিচিত মুখ তৃণা সাহারও নাম উঠে আসে জল্পনায়। যদিও অভিনেত্রীর দাবি, তিনি অভিনয়ে মন দিতে চান। যতটা যা পেয়েছেন তাতেই খুশি। ছোটপর্দার আরেক অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের নামও আসছে ঘুরেফিরে। বিধানসভার প্রাক্তন সদস্য স্মিতা বক্সীর বৌমা তিনি। শোনা যাচ্ছে, এবার স্মিতা নিজে, নয়তো ছেলে বা বৌমাকে প্রার্থী করতে পারেন। সুদীপ্তা এ বিষয়ে বলেন, বক্সী পরিবারে আসার আগে থেকেই তৃণমূলের (Trinamool Congress) অনুষ্ঠানে থাকার চেষ্টা করতেন তিনি। মুখ্যমন্ত্রীর কাজ থেকে তিনি অনুপ্রাণিত। দল তাঁকে প্রার্থীপদ দিলে তিনি মাথা পেতে নেবেন।

    আরও পড়ুন : পুরসভার জলেই মরণফাঁদ! বিষক্রিয়ায় প্রাণ গেল ৭ জনের, গুরুতর অসুস্থ শতাধিক মানুষ

    মুখ্যমন্ত্রীর কাছের মানুষ ইমন চক্রবর্তীর ‘উন্নয়নের পাঁচালি’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাঁর নাম নামও শোনা যাচ্ছে প্রার্থী তালিকায়। এ বছর তৃণমূলে ফিরেছেন রূপাঞ্জনা মিত্র। আর বছর শেষে বড় চমক দিয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র। এঁদের নামও উঠে আসছে সম্ভাব্য প্রার্থী হিসেবে।

    Click here to Read More
    Previous Article
    ১৮ বছর পর ইতিহাস! কলকাতায় ১১ ডিগ্ৰির ঘরে পারদ, জানুয়ারির শুরুতেই রেকর্ড ঠান্ডা
    Next Article
    অনভিজ্ঞ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নামছে অস্ট্রেলিয়া! সুবিধা হবে ভারতের?

    Related Entertainment Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment