Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    অনভিজ্ঞ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নামছে অস্ট্রেলিয়া! সুবিধা হবে ভারতের?

    1 week ago

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একে একে দল ঘোষণা করছে অংশগ্রহণকারী দেশগুলি। সেই তালিকায় ইতিমধ্যেই নাম লিখে ফেলেছে অস্ট্রেলিয়া। তবে অবাক করা বিষয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের (2026 Men’s T20 World Cup) মতো বড় টুর্নামেন্টের জন্য তুলনামূলক অনভিজ্ঞ দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কেন বলছি? আসলে ইতিমধ্যেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মিচেল স্টার্ক। তাঁর যোগ্য বিকল্প আপাতত খুঁজে পায়নি অস্ট্রেলিয়া। এদিকে প্যাট কামিন্স দলে রয়েছেন ঠিকই, তবে চোটের কারণে তিনি খেলবেন কিনা তা স্পষ্ট নয়। এমতাবস্থায়, অধিনায়ক মিচেল মার্শের দলে জায়গা পেয়েছেন একগুচ্ছ তুলনামূলক অনভিজ্ঞ বোলার। প্রশ্ন উঠছে, এতে কি সুবিধা হবে ভারতের?

    অস্ট্রেলিয়ার বিশ্বকাপের দলে অনভিজ্ঞ বোলারের ছড়াছড়ি!

    টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া। সেই দলে পেস বিভাগকে নেতৃত্ব দেবেন জশ হ্যাজলউড। অন্যদিকে স্পিনারদের মধ্যে রয়েছেন অ্যাডাম জাম্পা। তবে এই দুই বোলার পোর খাওয়া হলেও বাকি বোলাররা প্রায় প্রত্যেকেই অনভিজ্ঞ। অস্ট্রেলিয়ার দলে জায়গা হওয়া বেশিরভাগ স্পিনার সকলেই পার্টটাইমার এবং সেভাবে প্রশিক্ষিত নন।

    অতীত ঘাটলে জানা যাবে, সাধারণত বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া মূলত অভিজ্ঞ খেলোয়াড়দের ওপরই ভরসা রাখে। তবে এবার ঠিক উল্টো পথে হাঁটল অজিরা। তবে হিসেব করে দেখতে গেলে বোলিং বিভাগ কিছুটা খাপছাড়া হলেও অস্ট্রেলিয়ার ব্যাটিং বিভাগে রয়েছেন অভিজ্ঞ অধিনায়ক মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, টিম ডেভিডের মতো ক্রিকেটাররা।

    অবশ্যই পড়ুন: বর্ষবরণের দিন জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে দেখা গেল পাক ড্রোন, হামলার ছক পাকিস্তানের?

    সুবিধা পাবে ভারত?

    অন্যান্য সময়ের তুলনায় এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে কিছুটা দুর্বল দেখাবে সেটা বোঝাই যাচ্ছে। অনভিজ্ঞ খেলোয়াড়রা যে হঠাৎ চমৎকার দেখাবেন এমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি। তাতে অনেকেই বলছেন, ক্রিকেটের সুপার পাওয়ার হিসেবে পরিচিত অস্ট্রেলিয়ার এমন দলে কি সুবিধা পেয়ে যাবে ভারত? এ নিয়ে অবশ্য ক্রিকেট মহলের অনেকেরই দাবি, এমনিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে এক নম্বরে টিম ইন্ডিয়া। গত বিশ্বকাপ জয়ের পর আরও শক্তি বেড়েছে ভারতের। বিগত এশিয়া কাপ থেকে শুরু করে অন্যান্য দ্বীপাক্ষিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুধু জয়ই দেখেছে ভারত। কাজেই এমনিতেই শক্তিশালী দল তার উপর অস্ট্রেলিয়ার অনভিজ্ঞ খেলোয়াড়দের কারণে ভারত যে কিছুটা সুবিধা পাবে তা বলাই যায়।

    অবশ্যই পড়ুন: সুকন্যা থেকে NSC, সহ প্রভিডেন্ট ফান্ড, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বাড়ল সুদের হার?

    এক নজরে অস্ট্রেলিয়ার T20 বিশ্বকাপের ঘোষিত দল

    মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), ম্যাথু কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

    Click here to Read More
    Previous Article
    ২৬-এও তারকাময় তৃণমূল, শুভশ্রী থেকে পার্নো, সম্ভাব্য প্রার্থীর তালিকায় কারা?
    Next Article
    ‘এরা কিসের শিল্পপতি? এরা প্রতারক’, ৩১৫ কোটির সাইবার মামলায় রুইয়াদের ঘিরে তোপ রাজ্যের

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment