Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ১ জানুয়ারি থেকে এরা পাবে না বিনামুল্যে সামগ্রী! তালিকায় আপনার রেশন কার্ড নেই তো?

    1 সপ্তাহ আগে

    সহেলি মিত্র, কলকাতাঃ রেশন কার্ড (Ration Card) ধারকদের জন্য রইল অত্যন্ত খারাপ খবর। আর কয়েক ঘণ্টা পরেই সূচনা হবে নতুন বছর অর্থাৎ ২০২৬ সালের। কিন্তু এই নয়া বছরের সূচনা কিছুজনের জন্য মোটেও ভালো হবে না। এমন অনেক রেশন গ্রাহক রয়েছেন যাদের ২০২৬ সাল থেকে রেশন বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। সরকারের তরফে দুর্নীতি রুখতে এবার কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

    ২০২৬ থেকে অনেকের রেশন বন্ধ হবে

    আসলে আজ ৩১ ডিসেম্বর, ২০২৫, আপনার রেশন কার্ডে ই-কেওয়াইসি পূরণের শেষ দিন। আপনি আজকের মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন না করেন, তাহলে ১ জানুয়ারি ২০২৬ থেকে আপনার রেশন কার্ডে বিনামূল্যে রেশন পাওয়া বন্ধ হয়ে যাবে। অনেকেই জানেন না যে তাদের রেশন কার্ডটি ই-কেওয়াইসি করা হয়েছে কিনা। আপনি যদি তাদের মধ্যে থাকেন, তাহলে আসুন জেনে নেওয়া যাক কীভাবে এর স্টেটাস পরীক্ষা করবেন এবং ই-কেওয়াইসি সম্পূর্ণ করবেন।

    যদি আপনার রেশন কার্ডের জন্য ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন না হয়ে থাকে, তাহলে নতুন বছরে আপনি রেশন পাবেন না, অথবা অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। ই-কেওয়াইসি প্রক্রিয়াটি খুবই সহজ এবং ঘরে বসেই সম্পন্ন করা যেতে পারে। অতএব, নতুন বছরে অসুবিধার সম্মুখীন হওয়ার চেয়ে, আগে থেকেই আপনার ই-কেওয়াইসি স্টেটাসটি পরীক্ষা করে নেওয়া ভালো। যদি প্রক্রিয়াটি সম্পন্ন না হয়ে থাকে, তাহলে নীচে বর্ণিত প্রক্রিয়াটি ব্যবহার করে ঘরে বসেই এটি সম্পন্ন করুন।

    রেশন কার্ডের E-KYC স্টেটাস কীভাবে চেক করবেন

    যদি আপনিও ঘরে বসে চেক করতে চান যে আপনার রেশন কার্ডের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা, তাহলে এই ধাপগুলি অনুসরণ করুন –

    ১) প্রথমে আপনাকে ‘Mera Ration’ অ্যাপটি ডাউনলোড করতে হবে।

    ২) অ্যাপটি ডাউনলোড করার পর, আপনার আধার কার্ড বা রেশন কার্ডের বিবরণ দিয়ে লগইন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

    ৩) আধারের সাথে সংযুক্ত আপনার মোবাইল নম্বরে ওটিপি আসবে, যার মাধ্যমে যাচাইকরণ সম্পন্ন করুন।

    ৪) এখন আপনাকে আপনার অবস্থান লিখতে হবে।

    ৫) এখন আপনাকে “পরিবারের বিবরণ পরিচালনা করুন” বা “আপনার অধিকার জানুন” বিকল্পে ক্লিক করতে হবে।

    ৬) এর পরে, স্ক্রিনে দেখা যাবে যে আপনার কেওয়াইসি করা হয়েছে কিনা। যদি Y লেখা থাকে তবে এর অর্থ হল কেওয়াইসি করা হয়েছে এবং যদি N লেখা থাকে তবে এর অর্থ হল কেওয়াইসি করা হয়নি।

    রেশন কার্ড ই-কেওয়াইসি কীভাবে করবেন?

    ১) প্রথমে আপনাকে Mera e-KYC এবং Aadhaar FaceRD অ্যাপ ডাউনলোড করতে হবে।

    ২) এখন আপনার রাজ্য এবং অবস্থানের বিবরণ লিখুন।

    ৩) আপনার পরিবারের প্রধানের আধার নম্বর বা রেশন কার্ড নম্বর লিখুন।

    ৪) ক্যাপচা প্রবেশ করার পর, Generate OTP বিকল্পে ক্লিক করুন।

    ৫) নিবন্ধিত মোবাইল নম্বরে প্রাপ্ত OTP লিখুন।

    ৬) এখন আপনাকে ফেস eKYC বা প্রমাণীকরণের জন্য ক্যামেরা চালু করতে হবে। পরিবারের সকল সদস্যের eKYC এর জন্য এই প্রক্রিয়াটি বাধ্যতামূলক।

    ৭) ছবি জমা দেওয়ার পরে, eKYC প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আপনি স্টেটাসের মাধ্যমে আপনার eKYC সম্পূর্ণ হয়েছে কিনা তা পরীক্ষা করতে পারবেন।

    Click here to Read More
    Previous Article
    ১ জানুয়ারিতে এই ভুলগুলো করলে বিপদ পিছু ছাড়বে না! কোন কাজগুলো এড়াবেন জানুন
    Next Article
    রাত পোহালেই আবহাওয়ার ডিগবাজি! বুধে দক্ষিণবঙ্গে নয়া গেম শুরু: আগামীকালের আবহাওয়া

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment