Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ১ জানুয়ারিতে এই ভুলগুলো করলে বিপদ পিছু ছাড়বে না! কোন কাজগুলো এড়াবেন জানুন

    1 week ago

    New Year which tasks should you avoid on the first day

    বাংলা হান্ট ডেস্ক: আর কয়েকটা ঘন্টা পর শেষ হতে চলেছে আরও একটা বছর (New Year)। ভালো-মন্দ অভিজ্ঞতা কে সঙ্গে নিয়ে নতুন বছরের অপেক্ষায় রয়েছে সকলে। সকলের একটাই কামনা এই বছর যে ভুল ভ্রান্তি গুলো করা হয়েছে সেগুলো যেন আর আগামী বছর না হয়। আর সেই প্রার্থনাকে নিয়েই প্রথম দিন টা প্রত্যেকেই শুরু করতে চান। কিন্তু জানেন কি প্রথম দিন কি পড়েছেন? কি করছেন তার ওপরে গোটা নির্ভর করে সারা বছরটা। তাই জেনে নিন ১ জানুয়ারি কোন কাজগুলো ভুলেও করবেন না।

    নতুন বছরের প্রথম দিনে কোন কাজ এড়াবেন? (New Year)

    ১) সারা বছর আপনি যায় জামা কাপড় পড়ুন না কেন। বছরের প্রথম দিন টা (New Year) ছেঁড়া, পুরনো অথবা রঙ চটা জামাকাপড় ভুলেও পড়বেন না। চেষ্টা করবেন এই দিন কালো রং এড়িয়ে চলতে। পাশাপাশি চেষ্টা করবেন এই দিন উজ্জ্বল রঙের জামা পরার।

     New Year which tasks should you avoid on the first day

    আরও পড়ুন: CBSE দশম-দ্বাদশের ৩ মার্চের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত, নতুন তারিখ কবে?

    ২) ২০২৬ এর ১ জানুয়ারি পড়েছে বৃহস্পতিবার। তাই এই দিন কোন আর্থিক লেনদেন করবেন না। তাছাড়া বছরের প্রথম দিন আর্থিক লেনদেন করা উচিত নয়। যেমন ধরুন কারো কাছ থেকে টাকা ধার নেওয়া যেমন উচিত নয়। তেমনই উচিত নয় টাকা দেওয়া।

    ৩) এই বছর অন্যান্য বছরের তুলনায় শীত একটু বেশিই পড়েছে। যথারীতি জুবুথুবু হয়ে রয়েছে বঙ্গবাসী। তবে অন্যান্য দিন অফিসের চাপ থাকার ফলে সকাল সকাল উঠতে হয়। কিন্তু ১ জানুয়ারি ছুটি। তাই এই দিন দেরি করে ওঠার প্ল্যান অনেকেই করেছেন। কিন্তু এই ভুলটা একদমই করবেন না। অলসতাকে একদমই গুরুত্ব দেবেন না তাহলেই কেলেঙ্কারি হয়ে যাবে।

    ৪) বছরের প্রথম দিন ঘরটাকে আলো দিয়ে সাজিয়ে তুলুন। কারণ অন্ধকার নেতিবাচক শক্তির প্রবেশ করায়। এছাড়াও বাড়ির উত্তর-পূর্বক কোণে অবশ্যই আলো জালাবেন (New Year)।

    Click here to Read More
    Previous Article
    নেভির চাকরি ছেড়ে শুরু করেন মাশরুম চাষ! এখন রাহুলের কোম্পানিতে বার্ষিক ২ কোটির টার্নওভার
    Next Article
    ১ জানুয়ারি থেকে এরা পাবে না বিনামুল্যে সামগ্রী! তালিকায় আপনার রেশন কার্ড নেই তো?

    Related Others Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment