Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ভোটার তালিকায় বাবার নাম শ্রীরামকৃষ্ণ, মা সারদা! SIR শুনানিতে ডাক পড়ল আশ্রমের মহারাজের

    1 week ago

    প্রীতি পোদ্দার, কলকাতা: SIR এর খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর আরও এক যুদ্ধ শুরু নির্বাচন কমিশনের। এইমুহুর্তে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় পর্যায়ে রাজ্যজুড়ে চলছে শুনানি পর্ব। কমিশনের ডাকে বাদ যাচ্ছে না প্রবীণ, অসুস্থ মানুষেরাও। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়াতে হচ্ছে লাইনে, এই নিয়ে বিভিন্ন জেলায় শুরু হয়েছে অশান্তি। এমতাবস্থায় SIR এর শুনানির নোটিস পেলেন শিলিগুড়ির (Siliguri) প্রধাননগর রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের এক সন্ন্যাসী। তাতেই চাপানউতোর রাজনৈতিক মহলে।

    SIR শুনানির ডাক পড়ল এক সন্ন্যাসীর

    রিপোর্ট মোতাবেক সম্প্রতি SIR শুনানির নোটিস পেলেন শিলিগুড়ির প্রধাননগর রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের মহারাজ রাঘবানমদ পুরি। পিতামাতার নাম সংক্রান্ত বিষয়েই এই নোটিশ পাঠানো হয়েছে। আসলে ঐ মহারাজের ভোটার তালিকায় বাবার নাম দেওয়া ছিল রামকৃষ্ণ এবং মায়ের নাম রাখা হয়েছিল সারদামণি। আর তাই নিয়ে শুরু সমস্যা। ঢাকা হয় শুনানিতে। খানিক বিরক্ত হয়েই তিনি বলেন, “আমি ধর্মে দীক্ষিত। আমার পাসপোর্ট থেকে সবেতেই বাবা মায়ের নাম এভাবেই আছে। আমরা সন্ন্যাসী। আগের নাম ব্যবহার করব না। নাম কেটে দিলে দেবে।”

    কী বলছেন মহারাজ?

    মহারাজ রাঘবানমদ পুরি আরও বলছেন, “সন্ন্যাসীদের ইষ্টদেব শ্রী রামকৃষ্ণ। সেই কারণেই তাঁর নাম আমি বলব। সব ডকুমেন্টেই এটা করা আছে। আমি ২০০২ সালে শিলিগুড়িতে এসেছি। তারপর থেকে আমি ডকুমেন্টগুলি তৈরি করেছি। ভোটও দিয়েছে বেশ কয়েকবার।” এদিকে রাঘবানমদ পুরিকে ডাকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মেয়র গৌতম দেব। তিনি বলেন, “মহারাজদের একটা পরম্পরা আছে। তাঁরা যখন সন্ন্যাস নেন তখন তাঁরা আগের জন্ম থেকে বেরিয়ে এসে নতুনভাবে দীক্ষিত হন। বাংলা আধ্যাত্বিকতার দেশ, স্বামীজির দেশ, রামকৃষ্ণ পরমহংসের দেশ। এটা সাধকদের জায়গা। তাঁদের এভাবে হেনস্থা বাংলা মানবে না।”

    আরও পড়ুন: স্বপ্নে বাজছে রেডিও! শোনা যাচ্ছে ভয়েস নোট, থানায় অভিযোগ নদিয়ার ব্যক্তির

    অন্যদিকে শুনানি চলাকালীন নকশালবাড়ি বিডিও অফিসে বিপাকে পড়েছেন ৮ মাসের অন্তঃসত্ত্বা মহিলা সৃজনা রাই। প্রায় ৫ কিলোমিটার দূরে শুনানি কেন্দ্রে বাধ্য হয়ে তাঁর যাওয়া নিয়ে বেশ উদ্বিগ্ন সৃজনার পরিবার। তিনি জানান “শুনেছিলাম বয়স্ক বা অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য বাড়িতে গিয়েই শুনানি হবে। কিন্তু এমন কোনও নোটিস বা তথ্য আমরা পাইনি।” যদিও এই নিয়ে কমিশনকে একহাত নিয়েছে শাসকদল তৃণমূল। তবে এখনও পর্যন্ত কমিশনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    Click here to Read More
    Previous Article
    ভাইপো হল জামাই! পাক সেনার সদর দফতরেই মেয়ের বিয়ে দিলেন সেনাপ্রধান আসিম মুনির
    Next Article
    চলন্ত গাড়িতে তিন ঘণ্টা ধরে পাশবিক নির্যাতন, ফরিদাবাদে নৃশংস গণধর্ষণ

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment