Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন! ভারতীয়দের উদ্দেশ্যে কী নির্দেশ দিল কেন্দ্র?

    1 সপ্তাহ আগে

    India issued a warning to the Indians regarding the unrest situation in Venezuela.
    India issued a warning to the Indians regarding the unrest situation in Venezuela.

    বাংলাহান্ট ডেস্ক: ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন ও সাম্প্রতিক সামরিক অভিযানের পর দেশটির পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ জারি করেছে ভারত (India) সরকার। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া আপাতত কোনও ভারতীয় নাগরিক যেন ভেনেজুয়েলা ভ্রমণ না করেন এবং সেখানে অবস্থানকারীরা চলাফেরা সীমিত রেখে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন।

    ভেনেজুয়েলার অশান্ত পরিস্থিতিতে ভারত (India) সরকারের সতর্কবার্তা

    বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে দেওয়া বিবৃতিতে এই নির্দেশিকা দেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি মাথায় রেখে ভারত সরকার একটি বিশেষ হেল্পলাইন চালু করেছে। ভেনেজুয়েলায় থাকা ভারতীয়দের রাজধানী কারাকাসে অবস্থিত ভারতীয় দূতাবাসের নিয়মিত যোগাযোগে থাকতে এবং জরুরি প্রয়োজনে cons.caracas@mea.gov.in ইমেল অথবা +58-412-9584288 নম্বরে সাহায্য চাইতে বলা হয়েছে।

    আরও পড়ুন: রবিতে বড় সুখবর! অনেকটা সস্তা হয়ে গেল সোনা, কমল ২২ ও ২৪ ক্যারাটের দর

    এই সতর্কতার পেছনে রয়েছে শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস, মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা অঞ্চলে মার্কিন বোমা হামলার অভিযোগ। ভেনেজুয়েলা সরকারের দাবি, এই হামলার মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে এবং এটি দেশটির সার্বভৌমত্বের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি আগ্রাসনের নগ্ন উদাহরণ। ভেনেজুয়েলার পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, এই অভিযানের পিছনে মূল উদ্দেশ্য হল সেখানকার বিশাল তেল ও খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।

    মার্কিন প্রেসিডেন্ট এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, যতদিন না একটি নিরাপদ, সঠিক ও ন্যায়সঙ্গত উপায়ে ভেনেজুয়েলার জন্য উপযুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠিত হচ্ছে, ততদিন ওই দেশের পরিচালনার দায়িত্ব আমেরিকাই বহন করবে। তবে আপাতত অন্য কাউকে ক্ষমতায় বসানোর কোনো পরিকল্পনা নেই বলেও তিনি উল্লেখ করেন। তিনি দেশটির বিশাল তেল ভাণ্ডার সংস্কারের প্রতিশ্রুতিও দেন, যেখানে মার্কিন তেল কোম্পানিগুলি বিনিয়োগ করে ভেঙে পড়া জ্বালানি পরিকাঠামো মেরামত করবে বলে দাবি করেন।

    India issued a warning to the Indians regarding the unrest situation in Venezuela.

    আরও পড়ুন:এবার বুথের ভিতরেও সেনাবাহিনী? ২৬-এর ভোটে বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন

    তবে এই সংকট সমাধান ও ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি কোনো সুনির্দিষ্ট সময়সীমা দেননি। সামগ্রিকভাবে, ভেনেজুয়েলায় চলমান এই রাজনৈতিক-সামরিক অস্থিরতা আন্তর্জাতিক স্তরে উদ্বেগ সৃষ্টি করেছে এবং ভারত সরকার তার নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার উপর জোর দিচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    অবশেষে স্বস্তির খবর! ISL আয়োজন করছে খোদ ফেডারেশন, কবে দিনক্ষণ ঘোষণা?
    Next Article
    এক একটি বন্দে ভারত স্লিপার কোচের দাম কত? কিছুদিন পরেই চলবে হাওড়া থেকে

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment