Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ভাইরাল পায়েল গেমিং এর ভিডিও? কে এই ইউটিউবার!

    3 সপ্তাহ আগে

    Payal Gaming Viral Video
    Payal Gaming Viral Video

    সৌভিক মুখার্জী, কলকাতা: যারা গেম খেলে বা গেমের ভিডিও দেখে, তাদের সিংহভাগই পায়েল গেমিংকে চিনবে। বিশেষ করে যারা BGMI খেলে, তাদের তো চেনারই কথা। তবে সম্প্রতি এই জনপ্রিয় ইউটিউবার তথা ইনফ্লুয়েন্সার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কারণ, তাঁর একটি ব্যক্তিগত ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। আর সেই ভাইরাল ক্লিপটিতে দাবি করা হচ্ছে যে, ওই মহিলাটি নাকি পায়েল গেমিং (Payal Gaming Viral Video)। কিন্তু এ বিষয়ে আনুষ্ঠানিক কি কোনও নিশ্চয়তা রয়েছে? জানাবো আজকের প্রতিবেদনে।

    পায়েল গেমিং এর ভাইরাল ভিডিও

    সম্প্রতি এক্স হ্যান্ডেলে অনেক ব্যবহারকারী কোনওরকম নিশ্চিতকরণ ছাড়াই পায়েল গেমিং এর নাম উল্লেখ করছে। এমনকি সেই ভাইরাল ক্লিপটি ছড়িয়ে দিয়ে সেটিকে পায়েল গেমিং বলে দাবি করা হচ্ছে। তবে তাঁর ফলোয়াররা গুজব বন্ধ করার জন্য ক্ষোভ উগড়ে দিচ্ছে। অনেকে জোর দিয়ে বলছে যে, ভিডিওটি আসল নয়, বরং এটি ডিপফেক এআই জেনারেটেড যা শুধুমাত্র ভিউ আর মনোযোগ আকর্ষণ করার জন্যই বানানো হয়েছে। উল্লেখ্য, তাঁর এই ভাইরাল ক্লিপের কোনও সত্যতা যাচাই করা হয়নি আমাদের তরফ থেকেও।

    কে এই পায়েল গেমিং?

    জানিয়ে রাখি, পায়েল গেমিং এর আসল নাম পায়েল ধারে। তিনি মূলত দর্শকদের কাছে গেমিং এবং লাইভ স্ট্রিমের জন্যই পরিচিত। ভারতীয়দের মধ্যে এক পরিচিত নাম পায়েল গেমিং। ২০১৯ সালে তিনি ইউটিউবে যাত্রা শুরু করেন। মূলত PUBG দিয়েই তাঁর যাত্রা। তবে বর্তমানে BGMI, GTA V সহ আরও বেশ কিছু জনপ্রিয় গেম প্লে করেন তিনি। আর সেগুলোর কন্টেন্ট ইউটিউবে পোস্ট করেন। ২০২১ সালের আগস্ট মাসের মধ্যেই তাঁর চ্যানেলের সাবস্ক্রাইবার ১ মিলিয়নের গণ্ডি ছাড়িয়ে যায়। তারপর থেকে তিনি ইউটিউবে ৩০ লক্ষ সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শকারী প্রথম ভারতীয় মহিলা গেমার।

    আরও পড়ুন: সোনা, রুপোর দাম নিয়ে মধ্যবিত্তদের মাথায় বাজ

    সবথেকে বড় ব্যাপার, তিনি ভারতের অন্যতম শীর্ষস্থানীয় গেমিং সংস্থা S8UL Esports এর সঙ্গেও যুক্ত। সেখানে তিনি শীর্ষস্থানীয় গেমারদের সঙ্গে স্ট্রিম করেন। পাশাপাশি হাই প্রোফাইল গেমিং ইভেন্টগুলিতে অংশগ্রহণ করেন। ২০২৪ সালে পায়েল MOBIES-এ একটি আন্তর্জাতিক পুরস্কারও জেতেন যা ভারতীয় মহিলা গেমারদের মধ্যে প্রথম।

    Click here to Read More
    Previous Article
    ফুলকি, জগদ্ধাত্রীর পর শেষ হচ্ছে জি বাংলার আরেক মেগা! মন খারাপ দর্শকদের
    Next Article
    ছিটকে গেল পরশুরাম, টেক্কা দিল পরিণীতা, চলতি সপ্তাহের TRP তালিকায় চমকের পর চমক

    Related Entertainment Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment