Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ট্রেন লেট হলেই ক্ষতিপূরণ হিসেবে মিলবে ফ্রি খাবার? ঠকে যাওয়ার আগে জেনে নিন রেলের নিয়ম

    2 days ago

    Indian Railways you get free food if the train is delayed know the rules

    বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম রেল (Indian Railways)। এক স্থান থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য মানুষের অন্যতম সহজ ও সাশ্রয়ী মাধ্যম হল ট্রেন‌। তবে ভারতীয় রেলের ট্রেনের লেট হওয়া একটি সাধারন ঘটনা। বউ সময় দেখা যায় যাত্রীরা ব্যস্ত স্পেশাল গুলিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছেন ট্রেনের জন্য। এমনকি অনেক সময় ট্রেন লেটার ফলে হতাশা জনক হন বহু যাত্রী। তাছাড়া এই ট্রেন শুধুমাত্র যে কয়েক মিনিট দেরি করে তা নয়। কিছু ঘন্টার পর ঘন্টাও দেরি হয় বহু ট্রেন। এবার কোন কারনে ট্রেন দেরি হওয়ায় আপনার নষ্ট হয়ে যাওয়ার সময়ের ক্ষতিপূরণ দেওয়ার নিদান রয়েছে। সেই নিদান আজকের প্রতিবেদনে তুলে ধরা হল।

    ট্রেন লেট হলে ফ্রি খাবার পাবেন? রেলের নিয়ম জেনে নিন (Indian Railways)

    বহু সময় দেখা গেছে বিভিন্ন কারণে ট্রেন লেট হয়েছে (Indian Railways)। এই লেটের ফলে যাত্রীরা অনেক সময় ক্ষুব্ধ হয়েছেন। তবে আপনারা জানেন কী কোন কারণে ট্রেন লেট হলে আপনার নষ্ট হওয়ার সময়ের ক্ষতিপূরণ দেবে রেল। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল। যা যাত্রীদের কিছুটা স্বস্তি দিতে পারে।

    ট্রেন লেট হলে এর ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম তুই শুধুমাত্র রাজধানী, দুরন্ত ও শতাব্দী এক্সপ্রেস এর জন্য প্রযোজ্য। এই প্রিমিয়াম ট্রেনগুলি কোন কারণে দেরি করলেই নিয়মটি কার্যকর হবে। যদি এই প্রিমিয়াম ট্রেনগুলি দুঘন্টা বা তার বেশি দেরি করে, তা হলে যাত্রীরা ভ্রমনের সময় বিনামূল্যে খাবার পাবেন।

    সম্প্রতি একজন যাত্রী অনলাইনে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। ওই যাত্রী জানান রাজধানী এক্সপ্রেস প্রায় ছ’ঘণ্টা দেরিতে চলছিল। এই দীর্ঘ ক্ষণ অপেক্ষার ফলে ট্রেনে ওঠার পরে তাঁকে খাবার পরিবেশন করা হয়েছিল। এই সুবিধা সম্পর্কে অনেকে অবগত না থাকায় পোস্টটি দেখে অনেকেই অবাক হয়েছেন।

    তাছাড়া ওই ব্যক্তি তাদের পাওয়া খাবারে একটি ছবি শেয়ার করেছেন সমাজ মাধ্যমে। য় ছবিতে দেখা গিয়েছে, ডাল ও ভাতের সঙ্গে দুটি ছোট বাক্স দাবা হয়েছে। ছবিটি শেয়ার করে তিনি মজার লিখেছেন- “আপনি কি জানেন যে ট্রেন দেরিতে চললে যাত্রীরা বিনামূল্যে খাবার পেতে পারেন? হ্যাঁ। আইআরসিটিসি-র ক্যাটারিং নীতি অনুসারে, যদি আপনার ট্রেন দু’ঘণ্টার বেশি দেরিতে চলে, তবে বিলম্বের সময় অনুযায়ী আপনি একটি বিনামূল্যে খাবার (সকালের/দুপুর/রাতের খাবার) পাওয়ার অধিকারী হবেন। তবে, এই নীতিটি শুধুমাত্র রাজধানী, দুরন্ত এবং শতাব্দী-র মতো প্রিমিয়াম ট্রেনের জন্য প্রযোজ্য। আমার রাজধানী এক্সপ্রেস বর্তমানে ছ’ঘণ্টা দেরিতে চলছে (কুয়াশার কারণে), এবং আমি এইমাত্র দুপুরের খাবার পেলাম (Indian Railways)।”

     

    Click here to Read More
    Previous Article
    TET পাশ না থাকলে যাবে চাকরি? শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র
    Next Article
    রাজ্যপালকে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার এক বৃদ্ধ

    Related Others Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment