Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    শুধু চাল নয়, রেশন কার্ডে মিলবে আরও কিছু! নতুন নিয়ম আনল সরকার

    4 দিন আগে

    সহেলি মিত্র, কলকাতাঃ নতুন বছরে রেশন কার্ড (Ration Card) ধারকদের জন্য রইল দারুণ সুখবর। এবার সকলের হেঁশেলে থাকবে বাড়তি জিনিসপত্র। এর কারণ সরকার এখন রেশনে আরও জিনিস অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জানুয়ারি থেকে শুরু করে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস) এর অধীনে রেশন বিতরণ ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন কার্যকর করা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে, সমস্ত যোগ্য রেশন গ্রাহক এখন প্রতি ইউনিটে দুই কেজি গম এবং তিন কেজি চাল পাবেন। এই নতুন ব্যবস্থার উদ্দেশ্য হল সুবিধাভোগীদের একটি সুষম, পুষ্টিকর এবং বৈচিত্র্যময় খাদ্য সরবরাহ করা, এর ফলে দরিদ্র ও অভাবী পরিবারের খাদ্য নিরাপত্তা আরও জোরদার হবে।

    রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন করল সরকার 

    আজ কথা হচ্ছে বিহার নিয়ে। জানা গিয়েছে, বিহারের ব্লক সরবরাহ কর্মকর্তা তেজস্বী আনন্দ ব্যাখ্যা করেছেন যে রাজ্য সরকারের নতুন নীতির অধীনে এই পরিবর্তন করা হয়েছে। তিনি আরও যোগ করেছেন যে আগে অনেক এলাকায় সুবিধাভোগীরা কেবল চাল বা সীমিত পরিমাণে শস্য পেতেন, যা পুষ্টির ভারসাম্যকে ব্যাহত করত। এখন, গম এবং চাল উভয়ই বাধ্যতামূলকভাবে বিতরণ করা হবে, যার ফলে গ্রামীণ এবং শহরাঞ্চলের গ্রাহকরা উপকৃত হবেন।

    আরও পড়ুনঃ শিক্ষকদের পেনশন, গ্র্যাচুইটির নিয়মে বদল আনছে রাজ্য সরকার!

    ব্লক সরবরাহ কর্মকর্তা জানান যে নতুন ব্যবস্থার অধীনে, অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) এবং অগ্রাধিকার গৃহস্থালি (PHH) বিভাগের সকল সুবিধাভোগী একটি নির্ধারিত পরিমাণ গম এবং চাল পাবেন। পূর্বে অনেক সুবিধাভোগী শুধুমাত্র এক ধরণের শস্য পাওয়ার অভিযোগ করতেন, কিন্তু এখন এই সমস্যা সমাধান করা হয়েছে। গম এবং চাল উভয়ই প্রদান করলে পরিবারের খাদ্যতালিকায় বৈচিত্র্য আসবে এবং তাদের পুষ্টির মাত্রা উন্নত হবে।

    উপকৃত হবেন সাধারণ মানুষ

    তিনি আরও স্পষ্ট করে বলেন যে, সকল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস) দোকানদারদের এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। কোনও অবস্থাতেই নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি বা কম পরিমাণে রেশন বিতরণ করা হবে না। রেশন বিতরণ সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হবে এবং সমস্ত লেনদেন ই-পাস মেশিনের মাধ্যমে রেকর্ড করা হবে। নিয়ম লঙ্ঘন করলে যে কোনও দোকানদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাইহোক, সরকারের এহেন সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ যে ব্যাপকভাবে লাভবান হবেন সেটা আর আলাদা করে বলে দিতে হবে না।

    আরও পড়ুনঃ ৮ জেলায় অ্যালার্ট! দক্ষিণবঙ্গে আর কতদিন এমন ঠান্ডা? জানাল আবহাওয়া দফতর

    খাদ্য বিভাগের এক কর্মকর্তা জানান, জানুয়ারি মাস থেকে রেশন বিতরণের পাশাপাশি, সুবিধাভোগীদের ই-কেওয়াইসি (e-KYC) এবং যাচাইকরণের দিকে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে। যেসব সুবিধাভোগী এখনও তাদের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করেননি তাদের যত তাড়াতাড়ি সম্ভব তা করার পরামর্শ দেওয়া হয়েছে। এটি না করলে ভবিষ্যতে রেশন পেতে সমস্যা হতে পারে। প্রশাসন সকল যোগ্য সুবিধাভোগীর তথ্য আপডেট রাখার চেষ্টা করছে, যাতে কেউ অপ্রয়োজনীয়ভাবে রেশন থেকে বঞ্চিত না হয়।

    Click here to Read More
    Previous Article
    অসুস্থ হলেও খোঁজ নিচ্ছেন না পার্থ! জানাননি নতুন বছরের শুভেচ্ছা, কী বলছেন অর্পিতা?
    Next Article
    ‘ন্যূনতম বেতন চাই ১৫ হাজার’, আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার! চাপ বাড়ছে সরকারের

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment