Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    SIR-শুনানিতে দেওয়া যাবে না ২০১০ সালের আগে দেওয়া OBC সার্টিফিকেট, সিদ্ধান্ত কমিশনের

    1 সপ্তাহ আগে

    obc certificate

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার মধ্যেই বড় নির্দেশ। এসআইআর-এর নথি হিসাবে ওবিসি সংশাপত্র (OBC Certificate) ব্যবহার করার উপর জারি হল নিষেধাজ্ঞা। ২০১০ সালের পর থেকে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে বাতিল হওয়া কোনও ওবিসি সার্টিফিকেট এসআইআরের কাজে ব্যবহার করা যাবে না বলে জানাল নির্বাচন কমিশন (Election Commission of India)।

    গ্রাহ্য হবে না ২০১০ সালের পরের ওবিসি সংশাপত্র (OBC Certificate)

    সম্প্রতি এই ইস্যুতে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এসআইআর প্রক্রিয়ায় বাতিল হওয়া ওবিসি শংসাপত্রের ব্যবহার বন্ধ হোক, এই আর্জি জানিয়েই মামলা দায়ের হয় রাজ্যের সর্বোচ্চ আদালতে। গত বুধবার সেই সংক্রান্ত মামলাতে আদালত জানিয়েছিল এসআইআরের নথি হিসাবে ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্যতা পাবে কি না, সেই সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন নিক।

    এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিশনকে ৭ দিনের সময় দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ। বলা হয়েছিল ৭ দিনের মধ্যে উপযুক্ত কারণ দেখিয়ে বাতিল হয়ে যাওয়া ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য কি না তার সিদ্ধান্ত জানাতে হবে নির্বাচন কমিশনকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, ওই সব সার্টিফিকেট এসআইআরের কাজে ব্যবহার করা যাবে না। ইতিমধ্যেই এ বিষয়ে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-দের নির্দেশিকা পাঠানো হয়েছে।

    OBC Certificate

    SIR এর শুনানি নিয়ে কমিশনের নির্দেশিকাতে উল্লেখ, শুধুমাত্র ২০১০ সালের আগে পর্যন্ত দেওয়া ওবিসি শংসাপত্রগুলিই গ্রাহ্য হবে। জানা গিয়েছে গত বছর ১২ জুন রাজ্যে ওবিসির যে তালিকা করেছে, সেই তালিকাও কমিশন গ্রাহ্য করেছে।

    আরও পড়ুন: নতুন বছর শুরুর দিনই হুড়মুড়িয়ে কমল হলমার্ক সোনার দাম, এই সুযোগ মিস করবেন না!

    উল্লেখ্য, ২০১০ সালের পর থেকে রাজ্যের OBC সার্টিফিকেট বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। SIR পর্বে ২০১০-২০২৪ এই সময়ের ওবিসি শংসাপত্রকে যাতে মান্যতা না-দেওয়া হয়, সেই বিষয়ে আবেদন জানিয়ে মামলা করা হয়। SIR শুনানি এবং নথি যাচাইয়ের প্রক্রিয়ায় প্রমাণ হিসাবে কমিশন যে ১৩টি নথির কথা বলেছে তার মধ্যে রয়েছে ওবিসি’র জাতিগত শংসাপত্রও। ওই বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেটের ব্যবহার বন্ধের আবেদন জানিয়েই মামলা হয়েছিল হাইকোর্টে।

    Click here to Read More
    Previous Article
    খালেদা জিয়ার শেষকৃত্যে জয়শঙ্কর! তারেকের হাতে দিলেন মোদীর চিঠি, বরফ গলছে ভারত-বাংলাদেশ সম্পর্কে?
    Next Article
    বেতন বৈষম্যে ক্ষোভ! নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে সমতা ফেরানোর দাবি নিয়ে গেলেন WBRS অফিসাররা

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment