Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    SIR নিয়ে কমিশনের কড়া সিদ্ধান্ত, মমতার আপত্তি উড়িয়ে বাতিল ফ্যামিলি রেজিস্ট্রার সার্টিফিকেট

    5 days ago

    EC Rejects Family Register Certificate on SIR Hearing
    EC Rejects Family Register Certificate on SIR Hearing

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া অর্থাৎ এসআইআর (SIR) ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এসআইআর শুনানির নথি সংক্রান্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি তুললেও নির্বাচন কমিশন জানিয়ে দিল, নির্ধারিত নিয়মে কোনও বদল হচ্ছে না। ফ্যামিলি রেজিস্ট্রার সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা শংসাপত্র, কোনোটাই এসআইআর-এর ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না।

    সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনায় এসআইআর (SIR) প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখতে যান রোল অবজার্ভার ও সিনিয়র আইএএস অফিসার সি মুরুগান (C Murugan)। মগরাহাট ও কুলপিতে তাঁর বিরুদ্ধে বিক্ষোভের ঘটনা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কড়া নজরে এসেছে। তবে সেই সফরকালেই সামনে আসে আরও এক গুরুতর বিষয়।
    সি মুরুগানের পর্যবেক্ষণে ধরা পড়ে, এসআইআর-এর জন্য নির্ধারিত নথির বাইরে গিয়ে কিছু এলাকায় ফ্যামিলি রেজিস্ট্রার সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে। এমনকি কয়েকজন বিএলও (BLO) সেই নথি গ্রহণও করেছেন বলে অভিযোগ ওঠে।

    পশ্চিমবঙ্গে এসআইআর (SIR)-এর ক্ষেত্রে মোট ১১টি নির্দিষ্ট নথিই শুধু বৈধ

    উল্লেখ্য, নির্বাচন কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গে এসআইআর (SIR)-এর ক্ষেত্রে মোট ১১টি নির্দিষ্ট নথিই শুধু বৈধ প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। কিন্তু বাস্তবে সেই নির্দেশ ঠিকভাবে মানা হচ্ছে না দেখে রোল অবজার্ভার মাইক্রো অবজার্ভারদের নির্দেশ দেন কারা এই অতিরিক্ত নথি জমা দিয়েছেন এবং কারা তা গ্রহণ করেছেন, তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে। মাইক্রো অবজার্ভারদের রিপোর্ট কমিশনের হাতে পৌঁছানোর পরই স্পষ্ট নির্দেশ জারি করা হয়। কমিশন জানিয়ে দেয়, ফ্যামিলি রেজিস্ট্রার সার্টিফিকেট কোনও পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয় এবং এই বিষয়ে কোনও ছাড় দেওয়া হবে না।

    প্রসঙ্গত, এই ইস্যুতে এর আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)-কে চিঠি লিখে অভিযোগ করেন, বিহারে এসআইআর (SIR)-এর সময় যে নথিগুলি বৈধ ছিল, পশ্চিমবঙ্গে সেগুলিকেই হঠাৎ অগ্রাহ্য করা হচ্ছে। তাঁর দাবি ছিল, রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্র ভোটার পরিচয়ের প্রমাণ হিসেবে না মানায় সাধারণ মানুষ, বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা অযথা হয়রানির শিকার হচ্ছেন। তবে মুখ্যমন্ত্রীর এই আপত্তি সত্ত্বেও নির্বাচন কমিশন নিজেদের অবস্থানে অনড় রয়েছে। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এসআইআর সংক্রান্ত নিয়মে কোনও পরিবর্তন করা হচ্ছে না এবং নির্ধারিত নথির বাইরে কোনও প্রমাণ গ্রহণ করা হবে না।

    Gyanesh Kumar to Lead IDEA as 2026 Chairperson

    আরও পড়ুনঃ ‘কোনও না কোনও কারণে আমি হেডলাইনে’, পাঁশকুড়ার মঞ্চ থেকে আত্মবিশ্বাসী বার্তা দিয়ে দেব বললেন…

    দক্ষিণ ২৪ পরগনায় এসআইআর (SIR) প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখতে যাওয়া রোল অবজার্ভার সি মুরুগানের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ৬ জানুয়ারির মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এই ধরনের পরিস্থিতি আর তৈরি না হয়, তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে কড়া নির্দেশও দেওয়া হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    উস্কানিমূলক স্লোগান দেওয়া পড়ুয়াদের করা হবে সাসপেন্ড, জানাল JNU
    Next Article
    ‘কোনও না কোনও কারণে আমি হেডলাইনে’, পাঁশকুড়ার মঞ্চ থেকে আত্মবিশ্বাসী বার্তা দিয়ে দেব বললেন…

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment