Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    পুলিশের দ্বারস্থ রিঙ্কু মজুমদার, হঠাৎ কী হল দিলীপ ঘোষের স্ত্রীর?

    1 সপ্তাহ আগে

    প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এ মুখ্যমন্ত্রীর সিংহাসন দখলকে কেন্দ্র করে রীতিমত গর্জে উঠেছে বঙ্গ বিজেপি, অন্যদিকে নির্বাচনের মরশুমে নতুন করে রাজ্য রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। স্বমহিমায় ফিরছেন তিনি। গত কয়েকদিন ধরে তাঁর যে ভূমিকা দেখা যাচ্ছে, তাতে অনেকেই বলছেন, প্রত্যাবর্তন হচ্ছে দিলীপ ঘোষের। কিন্তু রাজনীতির এই সক্রিয়তার মাঝেই ব্যক্তিগত আক্রমণের মুখে পড়লেন দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার। তাই এবার সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানালেন রিঙ্কু।

    ঠিক কী ঘটেছে?

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষ এবং তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারকে লক্ষ্য করে তাঁদের বিবাহিত জীবন সম্পর্কে চূড়ান্ত অসত্য ও কুরুচিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। খোঁজ নিয়ে জানা গিয়েছে, অনন্যা চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল চক্রবর্তী এই দুই নামে অ্যাকাউন্ট খুলে এইসব মানহানিকর মন্তব্য পোস্ট করা হয়েছে। যা জনসমক্ষে তাঁদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। এর ফলে এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দিলীপ ঘরণী রিঙ্কু মজুমদার। ইতিমধ্যেই সাইবার ক্রাইম শাখা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

    আরও পড়ুনঃ ফোনের নেটওয়ার্ক না থাকলেও করা যাবে কল! BSNL চালু করল Wi-Fi Calling পরিষেবা

    রাজনৈতিক গুরুত্ব বাড়ার সঙ্গেই ব্যক্তিগত আক্রমণ

    উল্লেখ্য, গত বছরের এপ্রিলে রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ৬০ বছর বয়সী দিলীপ ঘোষ। তারপর থেকে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হোক বা হিমালয় সফর, বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু তাঁর পরেই রাজনৈতিক জীবনে একে একে সব পদই চলে যায় তাঁর। ভোটেও হেরে সাংসদ পদও হারান তিনি। গত কয়েকমাস কার্যত কোণঠাসা ছিলেন তিনি। এমনকি দলের কোনও গুরুত্বপূর্ণ বৈঠক বা কর্মসূচিতে তাঁকে বিশেষ দেখা যাচ্ছিল না। তবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সমীকরণ বদলাতে শুরু করেছে। সেই নিরিখে রাজনৈতিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গেই তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ শুরু হয়েছে, তাই তারই প্রতিবাদে এবার রুখে দাঁড়াল দিলীপ পত্নী।

    আরও পড়ুন: পড়ুয়াদের মাসে ২০০০ টাকা স্কলারশিপ, মহিলাদের ৩০০০! নতুন স্কিম ঘোষণা রাজ্য সরকারের

    সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের নিয়ে দিলীপ ঘোষ বলেন, “কারও সঙ্গে অন্যায় হলে সে তো অভিযোগ জানাবেই। আইন আছে, সেই অনুযায়ী ব্যবস্থা হবে।” প্রসঙ্গত, সামনেই যেহেতু ২৬ এর নির্বাচন, তাই এখন থেকেই বেশ সক্রিয় দিলীপ। গত বুধবার কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে হাইভোল্টেজ বৈঠকে ডাক পেয়েছিলেন তিনি। এমনকি শাহের সঙ্গে মধ্যাহ্নভোজও সারেন তিনি। বিজেপির রাজ্য দপ্তরে বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকও করেন দিলীপ। পরে সাংবাদিক সম্মেলনে দিলীপ জানান, দল যেভাবে বলবে, সেভাবেই তিনি কাজ করতে প্রস্তুত। আর এই আবহেই সইবার বিড়ম্বনায় পড়লেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেন চলবে গুয়াহাটি থেকে কলকাতা পর্যন্ত
    Next Article
    Suvendu Adhikari Live: মালদায় শুভেন্দু অধিকারীর জনসভা থেকে সরাসরি

    Related politics Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment