Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    পানিহাটি উৎসবে গণপিটুনি, অঙ্কিত তিওয়ারির কনসার্ট দেখতে গিয়ে প্রাণ খোয়াল সোদপুরের যুবক

    1 সপ্তাহ আগে

    প্রীতি পোদ্দার, কলকাতা: ফের কনসার্ট বিতর্ক শহরের বুকে! সোদপুরে পানিহাটি (Panihati) উৎসবে অঙ্কিত তিওয়ারির অনুষ্ঠানে ঘটে গেল ভয়ংকর ঘটনা। ধাক্কাধাক্কির মাঝে গণধোলাইয়ে মৃত্যু হল ২৮ বছরের স্থানীয় এক যুবকের। ধুন্ধুমার পরিস্থিতি এলাকায়। জানা গিয়েছে, পানিহাটি উৎসবের মাঠে নাচানাচি করাকে কেন্দ্র করে বচসা বেধেছিল দু’পক্ষের। তার জেরে এই ঘটনা। এমতাবস্থায় মেলার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

    ঠিক কী ঘটেছিল?

    জানা গিয়েছে, প্রতি বছরের মত এবারেও গত ২০ ডিসেম্বর থেকে সোদপুর অমরাবতী মাঠে শুরু হয়েছিল পানিহাটি উৎসব। সেই উৎসবে একাধিক তারকা এবং গায়কের উপস্থিত ছিল। গত রবিবার অর্থাৎ ২৮ ডিসেম্বর সেই উৎসবে গায়ক হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অঙ্কিত তিওয়ারি। কিন্তু তাঁর কনসার্টেই ঘটে গেল বিপদ। উৎসবের মাঠে গানের তালে নাচানাচি করাকে কেন্দ্র করে সোদপুর ঘোলার অপূর্বনগরের বাসিন্দা তন্ময় সরকারের সঙ্গে আচমকা বচসা বেঁধেছিল এক পক্ষের মধ্যে। যদিও উপস্থিত অন্যান্যদের হস্তক্ষেপে তখনকার মতো বিবাদ থামে৷ কিন্তু পরে মেলার মাঠ থেকে বেরোনোর পর তন্ময়কে একা পেয়ে পাশের গলিতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়।

    পরিবারে নেমে এসেছে শোকের ছায়া

    পানিহাটি উৎসবের ওই ঘটনায় যুবকের অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়ে যে সঙ্গে সঙ্গে প্রথমে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরে কামারহাটির সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সময়ে সময়ে তন্ময়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শেষে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সব চেষ্টাই বৃথা যায়। গত বুধবার, বর্ষশেষের রাতে আরজি কর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। আর এই মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। থানায় দায়ের করা খুনের অভিযোগ। যাদের সঙ্গে তন্ময়ের অনুষ্ঠানে ধাক্কাধাক্কি হয়েছিল, তাঁদের বিরুদ্ধেই অভিযোগ ওঠে।

    খুনের অভিযোগ দায়ের থানায়

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার খড়দহ থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেছে তন্ময়ের পরিবার। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি তুলেছেন তাঁরা। শাসকদলের স্থানীয় বিধায়কের তত্ত্বাবধানে হওয়া উৎসবের মাঠে এই মৃত্যুর দায় উৎসব কমিটি কেন নেবে না সে প্রশ্ন তুলছে বিরোধীরা। পুলিশ জানিয়েছে, এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে। মৃত যুবকের মা গঙ্গা সরকার কাঁদতে কাঁদতে বলেন, ‘ছেলেকে মঞ্চের পিছন দিকের গলিতে ঢুকিয়ে রাস্তায় ফেলে ২০-২২ জন পেটে অনবরত লাথি মারে৷ ছেলেকে বাঁচাতে পারলাম না।’

    আরও পড়ুন: নতুন বছরে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার, কর্মীদের জন্য হল বিরাট ঘোষণা

    পানিহাটির এই ঘটনায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। এলাকার বিধায়ক তথা উৎসব কমিটির সভাপতি নির্মল ঘোষ জানিয়েছেন, ‘যে দিন অঙ্কিত তিওয়ারি এসেছিলেন সে দিন লক্ষাধিক মানুষের ভিড় হয়েছিল। মেলার মধ্যে কিছু হয়েছে বলে আমার জানা নেই। মেলার বাইরে যদি কারও সঙ্গে কিছু হয়ে থাকে তার দায় উৎসব কমিটির নয়।” এদিকে বিজেপি নেতা জয় সাহা বলেন, ‘উৎসবের মাঠে বিধায়ক, কাউন্সিলার, পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই এই বেলেল্লাপনা হয়ে আসছে গত কয়েক বছর ধরে৷ উৎসব কমিটিকেই এই মৃত্যুর দায় নিতে হবে।’

    Click here to Read More
    Previous Article
    নতুন বছর শুরু হতেই সোনার দামে বড় চমক! আজ ১ গ্ৰাম হলুদ ধাতু কিনতে কত খরচ পড়বে জানুন…
    Next Article
    ভারতীয় টুর্নামেন্টে প্যালেস্টাইনের পতাকা! জম্মু-কাশ্মীরের ক্রিকেটারকে তলব করল পুলিশ

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment